- Sat Jan 18, 2025 7:50 pm#8327
১২ ডিসেম্বর ২০২৪ আন্তর্জাতিক দাবা ফেডারেশনের আয়োজিত প্রতিযোগিতায় সিঙ্গাপুর সিরিজের শেষ ম্যাচে চীনের ডিং লিরেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারতের তামিলনাড়ুর চেন্নাইয়ের গুকেশ ডোমরাজ। গ্যারি কাসপারভের রেকর্ড ভেঙে তিনিই এখন বিশ্ব দাবার সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন। ৯ নভেম্বর ১৯৮৫ কাসপরভ বিশ্ব চ্যাম্পিয়ন হয় ২২ বছর ৬ মাস ২৭ দিন বয়সে। এ দিনে গুকেশের বয়স ছিল ১৮ বছর ৮মাস ১৪ দিন।