- Tue Jan 14, 2025 9:19 am#8275
হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে খেলতে রাজি না হওয়ায় PCB শর্ত দেয় ২০২৬ টি -২০ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান ক্রিকেট দল । ফলে হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। ভারতের ম্যাচগুলো হবে আরব আমিরাতের দুবাইয়ে । তবে আয়োজক স্বত্ব থাকবে পিসিবিরই । সে অনুসারে ২০২৬ টি-২০ বিশ্বকাপে পাকিস্তান নিজেদের ম্যাচ খেলবে শ্রীলংকার কলম্বোয়।