- Mon Jan 13, 2025 9:28 am#8265
২৪-২৫ নভেম্বর ২০২৪ সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) মেগা নিলাম।
• এবার মেগা নিলাম:আইপিএল ২০২৫ –এর মেগা নিলামের জন্য নিবন্ধন করে মোট ১,৫৭৪ জন খেলোয়াড়। তবে শেষ পর্যন্ত নিলামে জায়গা পায় ৫৭৭ জন খেলোয়াড় । এর মধ্যে ৩৬৭ জন ভারতীয় ,২১০ জন বিদেশি । ২০২৫ আইপিএলের ১০ টি ফ্রাঞ্চাইজি নিলামে অংশ নেয়।
• ২৭ কোটিতে পান্ত : আইপিএলের মেগা নিলামে সব রেকর্ড ভেঙে দিয়ে ইতিহাসেই সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে যান ঋষভ পান্ত। ২৭ কোটি রুপিতে তাকে কিনে লক্ষ্নৌ সুপার জায়ান্টস। ২য় দামি খেলোয়াড় শ্রেয়াস আইয়ারের জন্য ২৬ কোটি ৭৫ লাখ রুপি খরচ করে পাঞ্জাব কিসে।
• এবার মেগা নিলাম:আইপিএল ২০২৫ –এর মেগা নিলামের জন্য নিবন্ধন করে মোট ১,৫৭৪ জন খেলোয়াড়। তবে শেষ পর্যন্ত নিলামে জায়গা পায় ৫৭৭ জন খেলোয়াড় । এর মধ্যে ৩৬৭ জন ভারতীয় ,২১০ জন বিদেশি । ২০২৫ আইপিএলের ১০ টি ফ্রাঞ্চাইজি নিলামে অংশ নেয়।
• ২৭ কোটিতে পান্ত : আইপিএলের মেগা নিলামে সব রেকর্ড ভেঙে দিয়ে ইতিহাসেই সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে যান ঋষভ পান্ত। ২৭ কোটি রুপিতে তাকে কিনে লক্ষ্নৌ সুপার জায়ান্টস। ২য় দামি খেলোয়াড় শ্রেয়াস আইয়ারের জন্য ২৬ কোটি ৭৫ লাখ রুপি খরচ করে পাঞ্জাব কিসে।