- Fri Jan 10, 2025 8:10 am#8228
অনূর্ধ্ব -২১ ফুটবলারদের সেরা পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে দেওয়া হয় গোল্ডেন বয় অ্যাওয়ার্ড । ২০২৪ মৌসুমের সেই পুরস্কারটি জিতেন স্পেনের লামিন ইয়ামাল। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল্ডেন বয় পুরস্কার জিতলেন বার্সেলোনার এই সুপারস্টার । নারী ক্যাটাগরিতে এই পুরস্কার জিতেন বার্সেলোনার ভিকে লোপেজ।