- Thu Jan 09, 2025 9:54 am#8219
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (BPL)ইতিহাসে প্রথমবারের মতো মাসকট উন্মোচন করা হয়। ১ ডিসেম্বর ২০২৪ উন্মোচন কর হয় BPL’র মাসকট ডানা ৩৬ । মাসকটটির দুই দিকে দুই ডানা প্রসারিত । মাঝখানে একাট পায়রা মুখ। এর দৃই পাশে থাকা ১৮টি করে ৩৬টি রঙিন পালক যা ৩৬ জুলাই ২০২৪-এর স্মৃতিকে তুলে ধরে। মাসকটের সাথে প্রথমবারের মতো , থাকবে থিম সং। ৩ ডিসেম্বর ২০২৪ জমকালো এক আয়োজনের মধ্যে দিয়ে BPL একাদশ আসরের থিম সং ও গ্রাফিতি প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)। BP ‘র থিম সং লেখায় হাত লাগিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও। ২০২৫ আসরের থিম সংয়ের শিরোনাম আবার এলো বিপিএল।