- Thu Dec 12, 2024 10:27 am#8126
১৪ অক্টোবর ২০২৪ উয়েফা লিগের ম্যাচে ইসরায়েলের বিপক্ষে ইতালির হয়ে মাঠে নামেন দানিয়েল মালদিনি। প্রথমবারের মতো একই পরিবারের তিনজন জাতীয় দলের হয়ে খেলার দারুন এক ইতিহাস হয়ে গেল ইতালির ফুটবল। ৬৪ বছর আগে অভিষেক হয় বাবা পাওলো মালদিনির । সিজার মালদিনির আন্তর্জাতিক ক্যারিয়ার ছিল ১৪ ম্যাচের । তবে দাদার চেয়ে বাবা পাওলো মালদিনিই বেশি পরিচিত।