Get on Google Play

খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান
#6588
১.বাংলাদেশে জাতীয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয় –
-১৯৭৩ সালে
২.বাংলাদেশ কবে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে?
-২৬ জুন ২০০০
৩.কোন বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানকে পরাজিত করে?
-সপ্তম
৪.টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ইনিংসের মালিক কে?
-মুশফিকুর রহিম
৫.কোন দলের বিপক্ষে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে?
-নিউজিল্যান্ড
৬.বাংলাদেশে ফুটবল দল প্রথম কবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে?
-১৯৭৩ সালে
৭.বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত?
-সাভারে
৮.কোন বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেটের অভিষেক ঘটে?
-সপ্তম
৯.আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির প্রথম প্রতিযোগিতা কোথায় অনুষ্ঠিত হয়?
-ঢাকায়
১০.বাংলাদেশের প্রথম মহিলা ফিফা রেফারি কে?
-জয়া চাকমা
১১.বাংলাদেশের সর্বশেষ গ্র্যান্ড মাস্টার কে?
-এনামুল হোসেন রাজীব
১২.আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে কত সালে?
-২০০০ সালে
১৩.প্রথম বাংলাদেশি হিসেবে কে টেস্টে ডাবল সেঞ্চুরী করেন?
-মুশফিকুর রহিম
১৪.বাংলাদেশ কততম টেস্টে প্রথম জয়লাভ করে?
-৩৫
১৫. টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় ইনিংস কত?
-৬৩৮
১৬.সাফ গেমস এর নাম পরিবর্তন করে সাউথ এশিয়ান গেমস রাখা হয় কখন হতে?
-২০০৫ সালে
১৭.বাংলাদেমের জাতীয় খেলা কোনটি?
-কাবাডি
১৮.বিকেএসপি কবে প্রতিষ্ঠিত হয়?
-১৯৮৬ সালে
১৯.বাংলাদেশ মহিলা ক্রিকেট দল কোন দেশকে হারিয়ে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে?
-যুক্তরাষ্ট্র।
২০.বাংলাদেশের প্রথম বোলার হিসেবে কোন ক্রিকেটার ওয়ানডে ক্রিকেটে হ্যাটট্রিক করেন?
-শাহাদাত হোসেন রাজীব।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    239 Views
    by shihab
    0 Replies 
    486 Views
    by masum

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]