Get on Google Play

খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান
#5369
জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগীতা
১.৪৩ তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগীতা কবে অনুষ্ঠিত হয়?
-১৬-১৮ জানুয়ারি ২০২০ সালে।
২.ইভেন্ট ছিল কতটি?
-৩৬টি।
৩.অংশগ্রহণকারী দল কতটি?
-৩৩টি।
৪.দ্রুততম মানব-মানবী হন কে কে?
-যথাক্রমে মানব-এম ইসমাইল, ও মানবী-শিরিন আক্তার।
৫.পদক তালিকায় সর্বোচ্চ পদক লাভ করে কোন দল?
-বাংলাদেশ নৌবাহিনী।

আন্তর্জাতিক
ক্রিকেট
১.১৩ তম অনুর্ধ্ব -১৯ বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হয়?
-১৭ জানুয়ারি -৮ ফেব্রুয়ারি ।
২.কোথায় অনুষ্ঠিত হয়?
-দক্ষিণ আফ্রিকা।
৩.চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
-বাংলাদেশ।
৪.ম্যান অব দ্য সিরিজ হন কে?
-যশস্বী জয়সোয়াল।
৫.প্লেয়ার অব দ্য ফাইনাল হন কে?
-আকবর আলী (বাংলাদেশ)।

আইসিসি নারী টি২০ বিশ্বকাপ
১.৭ম নারী টি ২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয় কবে?
-২১ ফেব্রুয়ারি-৮ মার্চ ২০২০।
২.স্বাগতিক দেশ কোনটি?
-অস্ট্রেলিয়া।
৩.চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
-অস্ট্রেলিয়া।
৪.ম্যান অব দ্য ফাইনাল হন কে?
-অ্যালিসা হিলি।
৫.পেলয়ার অব দ্য টুর্নামেন্ট হন কে?
-বেথ মুনি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ
১.ত্রয়োদশ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ কবে অনুষ্ঠিত হয়?
-১৯ সেপ্টেম্বর -১০ নভেম্বর ২০২০।
২.এয়োদশ ইন্ডিয়ার প্রিমিয়ার লীগ কোথায় অনুষ্ঠিত হয়?
-সংযুক্ত আরব আমিরাত।
৩.চ্যাম্পিয়ন হয় কোন দল?
-মুম্বাই ইন্ডিয়াস।
৪.মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হন কে?
-জোফরা আর্চার।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    714 Views
    by shihab
    0 Replies 
    29 Views
    by raja
    0 Replies 
    708 Views
    by masum
    0 Replies 
    96 Views
    by sakib
    0 Replies 
    4116 Views
    by shohag