Try bdQuiz for Free!

খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান
#4754
১.বিগত ৫০ বছরের সেরা ফুটবলার কে?
-পেলে ।
২.শতাব্দীর সর্বশেষ অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়?
-সিডনি
৩.৩১ তম অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়?
-রিওডি জেনেরিও, ব্রাজিল।
৪.১২ তম বিশ্বকাপ ক্রিকেট কবে অনুষ্ঠিত হয়?
-২০১৯ সালে।
৫.আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক –
-ব্যারন পিয়ারে দ্য কুবার্তা
৬.২০১৪ সালের ২০ তম বিশ্বকাপট ফুটবলে প্রথম হ্যাটট্রিক করেন কে?
-থমাস মুলার
৭.২০১৪ সালের ২০ তম বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল সঙ্গীত কোনটি?
-ওলে ওলা
৮.২০১৮ সালের ফিফা বিশ্বকাপ ফুটবলের অফিসিয়ার বলের নাম কী?
-টেলস্টার ১৮
৯.২০১৮ সালে ২১ তম কমনওয়েরথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
-গোল্ডকোস্ট, অস্ট্রেলিয়া
১০.উইম্বলডনের প্রথম টুর্নামেন্ট কবে অনুষ্ঠিত হয়েছিল?
-১৮৭৭ সালে
১১.পিটি উষা কোন খেলার সাথে জড়িত?
-অ্যাথলেটিকস
১২.২১ তম বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয়?
-রাশিয়া
১৩.১২ তম বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হয়?
-ইংল্যান্ড
১৪.কমনওয়েলথ গেমস কত সাল থেকে আরম্ভ হয়?
-১৯৩০
১৫.এশিয়ান গেমস কত সাল থেকে অনুষ্ঠিত হয়?
-১৯৫১ সালে
১৬.প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
-দিল্লিতে।
১৭.উইম্বলডন কোন খেলার জন্য পরিচিত?
-টেনিস ।
১৮.বিশ্বকাপ জয়ী একমাত্র দেশ হিসেবে কোন দেশ রাশিয়া বিশ্বকাপ ফুটবলে স্থান পায়নি?
-ইতালি ।
১৯.প্রথম আধুনিক অলিম্পিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছিল –
-১৮৯৬ সালে।
২০.১৮৯৬ সালের প্রথম আধুনিক অলিম্পিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছিল –
-এথেন্সে।
২১.ব্যারন পিয়ারে দ্য কুবার্তা কোন দেশের নাগরিক?
-ফ্রান্স।
২২.আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত হয় –
-প্রতি ৪ বছর অন্তর
২৩.শীতকালীন অলিম্পিক প্রথম শুরু হয় –
-১৯২৪ সালে।
২৪.অলিম্পিকের এক আসরে সর্বাধিক স্বর্ণপদক পাওয়ার রেকর্ড গড়েন –
-মাইকেল ফেলপস
২৫.এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় -
-৪ বছর পর পর
  Similar Topics

  প্রাচীন বাংলার সীমা উত্তরে: হিমালয় পর্বত, নেপাল, […]

  ১৯৭১ এ বাংলাদেশ পশ্চিম পাকিস্তান থেকে স্বাধীনতা লা[…]

  চাকরি পাওয়া বর্তমান সময়ের সবচেয়ে কঠিন কাজগুলোর […]

  পড়াশোনার শেষ ধাপে এসে সবাই চিন্তিত হয়ে পড়েন ক্য[…]

  bdQuiz খেলতে খেলতে নিজের প্রস্তুতি পরীক্ষা করুন