Get on Google Play

খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান
#4593
বিশ্বকাপ গোল
১.বিশ্বকাপ ফুটবলে প্রথম গোলদাতা কে?
-লুসিয়েন লরেন্ত (ফ্রান্স)।
২.বিশ্বকাপ ফুটবলে সর্বাধিক গোলদাতা কে?
-মিরোস্লাভ ক্লোসা (জার্মানি)।
৩.বিশ্বকাপ ফুটবলে এক টুর্নামেন্ট এ সর্বাধিক গোলদাতা কে?
-জাস্ট ফন্টেইন (ফ্রান্স)।
৪.বিশ্বকাপ ফুটবলে এক ম্যাচে সর্বাধিক গোলদাতা কে?
-ওলেগ সালেঙ্কো (রাশিয়া)।
৫.বিশ্বকাপ ফুটবলে সর্বকণিষ্ঠ গোলদাতা কে?
-পেলে (ব্রাজিল)।
৬.বিশ্বকাপ ফুটবলে বয়োজেষ্ঠ্য গোলদাতা কে?
-রজার মিলা।
৭.বিশ্বকাপ ফুটবলে দ্রুততম গোলদাতা কে?
-হাকান সুকুর।
৮. বিশ্বকাপে সর্বাধিক গোল করা ও গোল খাওয়া দেশ কোনটি?
-ব্রাজিল ও জার্মানি।
৯.টানা চার বিশ্বকাপে গোল করার রেকর্ডের অধিকারী কতজন?
-৪ জন।
১০.বিশ্বকাপে ফাইনালে বদলি খেলোয়াড় হিসেবে প্রথম জয়সূচক গোল করেন কে?
-মারিও গোয়েৎজে (জার্মানি)।

ট্রফি সমাচার
১.জুলে রিমে কাপ কবে তৈরি করা হয়?
-১৯৩০ সালে।
২.জুলে রিমে কাপের ভাস্কর কে?
-অ্যাবেল লাফ্লেউর, ফ্রান্স।
৩.বিশ্বকাপ ফুটবলের বর্তমান ট্রফির নাম কী?
-ফিফা ট্রফি।
৪.ফিফা ওয়ার্ল্ড কাপ তৈরি হয় কবে?
-১৯৭৩ সালে।
৫.ফিফা ওয়ার্ল্ড কাপের ভাস্কর কি?
-সিলভিও গাজ্জানিগা, ইতালি।

বিশ্বকাপের মাসকট
সাল – মাসকট
১৯৬৬ – ওয়ার্ল্ড কাপ উইলি
১৯৭০ – হুয়ানতো
১৯৭৪-টিপ এন্ড ট্যাপ
১৯৭৮ – গুচিতো
১৯৮২ – নারানজিতো
১৯৮৬ – পিকে
১৯৯০ – চিয়াও
১৯৯৪ – ট্রাইকার
১৯৯৮ – ফুটিক্স
২০০২ – স্ফেয়ারিকস
২০০৬ – গোলিও সিক্স অ্যান্ড পিল্লে
২০১০- জাকুমি
২০১৪ – ফুলেকো
২০১৮- জাবিভাকা

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]