Try bdQuiz for Free!

খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান
#4508
বাংলাদেশ গেমস
১.প্রথম বাংলাদেশ গেমস কবে অনুষ্ঠিত হয়?
-১৫-১৯ মার্চ ১৯৭৮ সালে।
২.বাংলাদেশ গেমসের আয়োজক কে?
-বাংলাদেশ অলিম্পিক গেমস অ্যাসোসিয়েশন।

এশিয়ান গেমসে বাংলাদেশ
১.বাংলাদেশ কবে প্রথম এশিয়ান গেমসে অংশ নেয়?
-১৯৭৮ সালে।

এশিয়ান গেমসে বাংলাদেশের পদক
সাল – স্বর্ণ – রৌপ্য – ব্রোঞ্জ – মোট
১৯৮৬ – ০ – ০ – ১ -১
১৯৯০-০-১-০-১
১৯৯৪ -০-১-০-১
১৯৯৮-০-০-১-১
২০০২-০-১-০-১
২০০৬-০-০-১-১
২০১০-১-১-১-৩
২০১৪-০-১-২-৩

ক্রীড়াঙ্গনে বাংলাদেশের প্রথম অংশগ্রহণ
নাম – সাল
কমনওয়েরথ গেমস – ১৯৭৮
এশিয়ান গেমস – ১৯৭৮
আইসিসি ট্রফি – ১৯৭৯
অলিম্পিক গেমস – ১৯৮৪
এসএ গেমস – ১৯৮৪
বিশ্বকাপ ফুটবল বাছাই – ১৯৮৬
বিশ্বকাপ ক্রিকেট – ১৯৯৯
টেস্ট ক্রিকেট – ২০০০

বিবিধ
১.বাংলাদেশ কবে বিশ্ব অলিম্পিক এসোসিয়েশনের সদস্যপদ লাভ করে?
-১৫ ফেব্রুয়ারি ১৯৮০ সালে।
২.নভেম্বর ২০১৩ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত গলফ বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে অংশগ্রহণ করেন কে?
-সিদ্দিকুর রহমান।
৩.শহীদ চান্দু স্টেডিয়াম কোন শহরে অবস্থিত?
-বগুড়া।
৪.১৯৮৮ সালের সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়?
-হামিদুজ্জামান খান।
৫.বাংলাদেশ মহিলা ক্রিকেট দল কোন দেশকে হারিয়ে ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে?
-যুক্তরাষ্ট্র।
৬.গিনিস বুক ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত একমাত্র মহিলা ক্রীড়াবিদের নাম –
-জোবেরা রহমান লীনু।
৭.টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম ডাবল সেঞ্চুরী করেন?
-মুশফিক।
৮.বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে উন্নয়ন ও নিয়ন্ত্রণকারী সর্বোচ্চ প্রতিষ্ঠান কোনটি?
-জাতীয় ক্রীড়া পরিষদ।
৯.আইসিসির প্রথম বাংলাদেশি সভাপতির নাম কী?
-আ হ ম মোস্তফা কামাল।
১০.খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম দেশের কততম টেস্ট ভেন্যু?
-সপ্তম।
  Similar Topics

  প্রাচীন বাংলার সীমা উত্তরে: হিমালয় পর্বত, নেপাল, […]

  ১৯৭১ এ বাংলাদেশ পশ্চিম পাকিস্তান থেকে স্বাধীনতা লা[…]

  চাকরি পাওয়া বর্তমান সময়ের সবচেয়ে কঠিন কাজগুলোর […]

  পড়াশোনার শেষ ধাপে এসে সবাই চিন্তিত হয়ে পড়েন ক্য[…]

  bdQuiz খেলতে খেলতে নিজের প্রস্তুতি পরীক্ষা করুন