Try bdQuiz for Free!

খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান
#4490
ফুটবল
১.ফুটবল খেলার জন্ম কোন দেশে?
-চীনে।
২.বিশ্বের প্রাচীনতম ফুটবল ক্লাবের নাম কী?
-ইংল্যান্ডের শেফিল্ড ফুটবল ক্লাব।
৩.সরকারিভাবে কখন ফুটবল খেলা অলিম্পিকে অন্তর্ভুক্ত হয়?
-১৯০৮ সালে।
৪.ফুটবল খেলার প্রতি দল কতজন খেলোয়াড় বদল করতে পারে?
-৩ জন।

ফুটবলে বর্ষসেরা
১.২০১০ সালে ফিফা বর্ষসেরা ও ব্যালন ডি অর অ্যাওয়ার্ডকে একীভূত করে কি নাম দেয়া হয়েছিল?
-ফিফা ব্যালন ডি’অর অ্যাওয়ার্ড।
২.কোন সময়কাল পর্যন্ত ফিফা ব্যালন ডি’অর অ্যাওয়ার্ড প্রদান করা হয়?
-২০১০-২০১৫ সাল।
৩.২০১০-১৫ সাল পর্যন্ত ফিফা ব্যালন ডি’অর লাভ করেন কে কে?
-লিওনেল মেসি, আর্জেন্টিনা এবং ক্রিশ্চিয়ানো রোনালদো।

ফিফা বর্ষসেরা
১.ফিফা বর্ষসেরা পুরস্কার চালু হয় কবে?
-১৯৯১ সালে।
২.প্রথম ফিফা বর্ষসেরা ফুটবলার কে?
-লোথার ম্যাথিউস, জার্মানি, ১৯৯১ সালে।
৩.প্রথম ফিফা বর্ষসেরা ফুটবলার কে?
-মিয়া হ্যাম, যুক্তরাষ্ট্র, ২০০১ সালে।
৪.ফিফা বর্ষসেরার পরিবর্তে ফিফা দ্য বেস্ট চালু হয় কবে?
-২০১৬ সালে।
৫.২০১৬ সালে প্রথম ফিফা দ্য বেস্ট কে হন?
-ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগাল।
৬.২০১৯ সালে ফিফা দ্য বেস্ট নির্বাচিত হন কে?
-লিওনেল মেসি।
  Similar Topics

  প্রাচীন বাংলার সীমা উত্তরে: হিমালয় পর্বত, নেপাল, […]

  ১৯৭১ এ বাংলাদেশ পশ্চিম পাকিস্তান থেকে স্বাধীনতা লা[…]

  চাকরি পাওয়া বর্তমান সময়ের সবচেয়ে কঠিন কাজগুলোর […]

  পড়াশোনার শেষ ধাপে এসে সবাই চিন্তিত হয়ে পড়েন ক্য[…]

  bdQuiz খেলতে খেলতে নিজের প্রস্তুতি পরীক্ষা করুন