Get on Google Play

খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান
#4431
কমনওয়েলথ গেমস
১.প্রথম কমনওয়েলথ গেমস কবে শুরু হয়?
-১৯৩০ সালে।
২.কত বছর পরপর এ গেমস অনুষ্ঠিত হয়?
-৪ বছর।
৩.কমনওয়েলথ গেমসে প্রথম মাসকট নির্বাচন করা হয় কবে থেকে?
-১৯৭৮ সালে।
৪.২২ তম কমনওয়েলথ গেমস কত সালে অনুষ্ঠিত হয়?
-২৭ জুলাই -৭ আগস্ট ২০২২।

কমনওয়েলথ গেমস ২০১৮
১.২১ তম কমনওয়েলথ গেমস কবে অনুষ্ঠিত হয়?
-৪-৫ এপ্রিল ২০১৮।
২.২০১৮ সালের কমনওয়েলথ গেমসে শীর্ষ পদক লাভকারী দেশ কোনটি?
-অস্ট্রেলিয়া।
৩.২১ তম কমনওয়েলথ গেমস এর মাসকট কী?
-বোরবি।
৪.২১ তম কমনওয়েলথ গেমস এ স্বর্ণপদকজয়ী কে?
-ফ্লোরা ডাফি।
৫.২১ তম কমনওয়েলথ গেমসে বাংলাদেশের অর্জন কি?
-২টি রৌপ্য।

আইসিসি ওয়াল্ড কাপ কোয়ালিফাই
১.আইসিসি ওয়াল্ড কাপ কোয়ালিফাই ট্রফির পূর্বনাম কী?
-আইসিসি ট্রফি।
২.আইসিসি ক্রিকেট কখন থেকে শুরু হয়?
-১৯৭৯ সালে।
৩.বাংলাদেশের আইসিসি চ্যাম্পিয়ন হয় কখন?
-১৯৯৭ সালে।
৪.২০১৮ সালে আইসিসি ওয়াল্ড কাপ কোয়ালিফাই এ চ্যাম্পিয়ন কোন দেশ?
-আফগানিস্তান।

আইসিসি অ্যাওয়ার্ড
১.আইসিসি অ্যাওয়ার্ড প্রদান শুরু হয় কবে?
-২০০৪ সালে।
২.প্রথম আইসিসি অ্যাওয়ার্ডে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন কে?
-রাহুল দ্রাবিড়, ভারত।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]