Get on Google Play

খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান
#4431
কমনওয়েলথ গেমস
১.প্রথম কমনওয়েলথ গেমস কবে শুরু হয়?
-১৯৩০ সালে।
২.কত বছর পরপর এ গেমস অনুষ্ঠিত হয়?
-৪ বছর।
৩.কমনওয়েলথ গেমসে প্রথম মাসকট নির্বাচন করা হয় কবে থেকে?
-১৯৭৮ সালে।
৪.২২ তম কমনওয়েলথ গেমস কত সালে অনুষ্ঠিত হয়?
-২৭ জুলাই -৭ আগস্ট ২০২২।

কমনওয়েলথ গেমস ২০১৮
১.২১ তম কমনওয়েলথ গেমস কবে অনুষ্ঠিত হয়?
-৪-৫ এপ্রিল ২০১৮।
২.২০১৮ সালের কমনওয়েলথ গেমসে শীর্ষ পদক লাভকারী দেশ কোনটি?
-অস্ট্রেলিয়া।
৩.২১ তম কমনওয়েলথ গেমস এর মাসকট কী?
-বোরবি।
৪.২১ তম কমনওয়েলথ গেমস এ স্বর্ণপদকজয়ী কে?
-ফ্লোরা ডাফি।
৫.২১ তম কমনওয়েলথ গেমসে বাংলাদেশের অর্জন কি?
-২টি রৌপ্য।

আইসিসি ওয়াল্ড কাপ কোয়ালিফাই
১.আইসিসি ওয়াল্ড কাপ কোয়ালিফাই ট্রফির পূর্বনাম কী?
-আইসিসি ট্রফি।
২.আইসিসি ক্রিকেট কখন থেকে শুরু হয়?
-১৯৭৯ সালে।
৩.বাংলাদেশের আইসিসি চ্যাম্পিয়ন হয় কখন?
-১৯৯৭ সালে।
৪.২০১৮ সালে আইসিসি ওয়াল্ড কাপ কোয়ালিফাই এ চ্যাম্পিয়ন কোন দেশ?
-আফগানিস্তান।

আইসিসি অ্যাওয়ার্ড
১.আইসিসি অ্যাওয়ার্ড প্রদান শুরু হয় কবে?
-২০০৪ সালে।
২.প্রথম আইসিসি অ্যাওয়ার্ডে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন কে?
-রাহুল দ্রাবিড়, ভারত।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    6353 Views
    by masum
    0 Replies 
    6748 Views
    by masum
    0 Replies 
    4682 Views
    by rana
    0 Replies 
    4927 Views
    by tamim
    0 Replies 
    5254 Views
    by tamim

    নারী যে নারী প্রিয় কথা বলে-- প্রিয়ংবদা যে নারী[…]

    খোলস / চামড়া / শাবক হরিণের চামড়ার আসন-- অজিনাসন[…]

    ইচ্ছা হনন / হত্যা করার ইচ্ছা-- জিঘাংসা জানবার ইচ[…]

    ডাক অশ্বের ডাক-- হ্রেষা ময়ূরের ডাক-- কেকা বাঘে[…]