Get on Google Play

খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান
#4384
সাফ ফুটবল
১.দক্ষিণ এশিয়ার ফুটবল প্রতিযোগীতা সার্ক গোল্ড কাপ শুরু হয় কবে?
-১৯৯৩ সালে।
২.সার্ক গোল্ডকাপের নাম পরিবর্তন করে কবে সাফ গোল্ডকাপ করা হয়েছে?
-১৯৯৫ সালে, শ্রীলংকায়।
৩.সাফ গোল্ডকাপ এর বর্তমান নাম কী?
-সাফ চ্যাম্পিয়নশিপ।
৪.যৌথ আয়োজনে সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় কবে?
-২০০৮ সালে।
৫.সাফ চ্যাম্পিয়ন শিপ অনুষ্ঠিত হয় কত বছর পর পর?
-দুই বছর।

রোল অব অনার
বছর – চ্যাম্পিয়ন – রানার্সআপ – ভেন্যু
১৯৯৩ – ভারত – শ্রীলংকা – পাকিস্তান
১৯৯৫ – শ্রীলংকা – ভারত – শ্রীলঙ্কা
১৯৯৭ – ভারত – মালদ্বীপ – নেপাল
১৯৯৯ – ভারত – বাংলাদেশ – ভারত
২০০৩ – বাংলাদেশ – মালদ্বীপ – বাংলাদেশ
২০০৫ – ভারত – বাংলাদেশ – পাকিস্তান
২০০৮ – মালদ্বীপ – ভারত – মালদ্বীপ ও শ্রীলঙ্কা
২০০৯ – ভারত – মালদ্বীপ – বাংলাদেশ
২০১১ – ভারত – আফগানিস্তান – ভারত
২০১৩ – আফগানিস্তান – ভারত – নেপাল
২০১৫ – ভারত – আফগানিস্তান – ভারত
২০১৮ – মালদ্বীপ – ভারত – বাংলাদেশ

হকি
১.বিশ্বের সবচেয়ে প্রাচীন খেলা কোনটি?
-হকি।
২.প্রথম আন্তর্জাতিক হকি ম্যাচ অনুষ্ঠিত হয় কখন?
-১৮৯৫ সালে।
৩.হকি খেলার রেফারিং সংখ্যা কত?
-২ জন।
৪.হকি খেলার যাদুকর বলা হয় কাকে?
-ধ্যানচাঁদকে।
৫.হকি খেলার পূর্নতা পায় কোন দেশে?
-ইংল্যান্ডে।
৬.হকি খেলার মাঠের আকৃতি কীরূপ?
-আয়তাকার।
৭.হকি খেলার মাঠের মাপ কী?
-১০০ গজ x ৬০ গজ।
৮.একটি হকি বলের পরিধি কত ইঞ্চি?
-৮ ১৩/১৬ ইঞ্চি।
৯.হকি খেলতে প্রতি দলে কতজন খেলায়াড় থাকে?
-১১ জন।
১০.একটি হকি বলের ওজন কত আউন্স?
-৫.৭৫ আউন্স।
১১.হকি প্রতিযোগীতায় কত সময় লাগে?
-৩৫ মিনিট করে মাঝের বিরতি ছাড়া মোট ৭০ মিনিট।
১২.বিশ্বকাপ হকি কত বছর পরপর অনুষ্ঠিত হয়?
-৪ বছর।
১৩.হকি খেলা অলিম্পিকে অন্তর্ভুক্ত হয় কখন?
-১৯০৮ সালে।
১৪.বিশ্বকাপ হকি প্রথম অনুষ্ঠিত হয় কবে?
-১৯৭১ সালে।
১৫.প্রথম মহিলা বিশ্বকাপ হকি অনুষ্ঠিত হয় কবে?
-১৯৭৪ সালে।
১৬.২০১০ সালের হকিতে বিশ্ব চ্যাম্পিয়ন কোন দেশ?
-অস্ট্রেলিয়া।

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]