Get on Google Play

খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান
#4347
দাবা
১.দাবা খেলার উৎপত্তি কোন দেশে?
-ভারতে।
২.দাবা খেলার আদি নাম কী?
-চতুরঙ্গ।
৩.আইসিএফ এর পূর্ন রূপ কী?
-ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন।
৪.উপমহাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার খেতাব অর্জনকারী প্রথম দাবাড়ু কে?
-নিয়াজ মোর্শেদ।
৫.দাবার সর্বোচ্চ খেতাব কী?
-গ্র্যান্ড মাস্টার।
৬.গ্যারি কাসপারভ দাবায় একটি বিখ্যাত নাম, এই দাবাড়ু কোন দেশের?
-রাশিয়ার।
৭.গ্যারি কাসপারভ যে কম্পিউটারের কাছে হেরে যান তার নাম কী?
-ডিপ ব্ল।
৮.ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার কে?
-বিশ্বনাথ আনন্দ।
৯.বিশ্ব দাবা চ্যাম্পিয়নশীপ চালু হয় কবে?
-১৮৮৬ সালে।
১০.দাবায় বিশ্বের সর্বকণিষ্ঠ ফিদে মাস্টার কে?
-নওরোজ ফারহান নূর।

ভলিবল
১.ভলিবল খেলার উৎপত্তি হয় কোথায়?
-যুক্তরাষ্ট্রে।
২.ভলিবল কোর্টের মাপ কত?
-৬০ ফুট x ৩০ ফুট।
৩.মাটি থেকে ভলিবলের নেটের উচ্চতা কত ফুট?
-৮ ফুট।
৪.ভলিবল খেলার প্রতি দলে খেলোয়াড় থাকে কতজন?
-৬জন।
৫.অলিম্পিকে ভলিবল অন্তর্ভুক্ত করা হয় কত সালে?
-১৯৬৪ সালে।
৬.ভলিবল বিশ্ব লিগ শুরু হয় কবে?
-১৯৯০ সালে।
৭.ভলিবল ওয়ার্ল্ড গ্র্যান্ড চ্যাম্পিয়নস কাপ শুরু হয় কত সালে?
-১৯৯৩ সালে।
৮.ভলিবল বিশ্বকাপ শুরু হয় কবে?
-১৯৬৫ সালে।
৯.ভলিবল বিশ্ব চ্যাম্পিয়নশীপ শুরু হয় কবে?
-১৯৪৯ সালে।

কাবাডি
১.কাবাডি খেলা সর্বপ্রথম শুরু হয় কোথায়?
-ভারতে।
২.কাবাডি খেলায় প্রতিদলে খেলোয়াড় থাকে কতজন?
-১২ জন।
৩.প্রথম এশিয়ান কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় কোথায়?
-কলকাতায়।
৪.এশিয়ান গেমসে প্রথম কাবাডি অন্তর্ভুক্ত হয় কবে?
-১৯৯০ সালে।
৫.বাংলাদেশের জাতীয় খেলার নাম কী?
-কাবাডি।
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]