Get on Google Play

খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান
#3590
১৯৩০ সালে এই প্রতিযোগীতা শুরু হয় এবং এখন পর্যন্ত প্রতি ৪ বছর পরপর এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হচ্ছে । প্রথম বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়েতে ১৯৩০ সালে। ১৯৩০ সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন দেশ উরুগুয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ সালে এবং ১৯৪৬ সালে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি। পাঁচবার শিরোপা জিতে ব্রাজিল হচ্ছে বিশ্বকাপের সফল দল । চারটি করে শিরোপা জিতে ইতালি এবং জার্মানি রয়েছে দ্বিতীয় অবস্থানে। বিশ্বকাপের প্রত্যেক আসরের সেরা খেলোয়াড়কে গোল্ডেন বল পুরস্কার দেয়া হয়। বিশ্বকাপের প্রত্যেক আসরের সেরা খেলোয়াড়কে গোল্ডেন বুট পুরস্কার দেওয়া হয়।
আদর্শ ফুটবলের ওজন – ১৪-১৬ আউন্স।
বিশ্বে সবচেয়ে বড় স্টেডিয়ামের নাম – ব্রাজিলের মারাকানা স্টেডিয়াম (প্রায় ২ লাখ আসনবিশিষ্ট) ।
পাঁচবার ফিফার বর্ষসেরা খেলোয়াড় হওয়ার কৃতিত্ব অর্জন করেন – লিওনেল মেসি।
এক বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা – ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৩টি গোল) ।
বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা – জার্মানির মিরোস্লাভ ক্লোজা (১৬টি গোল) ।
বিশ্বকাপ ফুটবলের সর্বাধিকবার চ্যাম্পিয়ান দেশ – ব্রাজিল।
২০২২ সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে – কাতারে।
সবগুলো বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী একমাত্র দল – ব্রাজিল।
বিশ্বকাপ ফুটবলে দ্রুততম গোল করেন – হাকান শুকুর।
ফিফা বর্ষসেরা পুরস্কার চালু হয় – ১৯৯১ সালে।
২০১৮ সালে ফিফার সর্বসেরা ফুটবলার নির্বাচিত হন লুকা মডরিচ।
২০১৬ সালে পঞ্চদশ ইউরো ফুটবল চ্যাম্পিয়ন শীপ -২০১৬ তে চ্যাম্পিয়ন হয় – পর্তুগাল।
১৬ তম িএশিয়া কাপ ফুটবলের আসর অনুষ্ঠিত হয় -২০১৫ সালে অস্ট্রেলিয়ায়।
ইউরো ফুটবল চ্যাম্পিয়নশীপ (২০২৪) অনুষ্ঠিত হবে – জার্মানিতে।

বিশ্বকাপ ফুটবল ২০১৮
স্বাগতিক দেশ – রাশিয়া।
চ্যাম্পিয়ন: ফ্রান্স, রানার্স আপ ক্রোয়েশিয়া।
শীর্ষ গোলদাতা: হ্যারি কেন, ইংল্যান্ড।
সেরা তরুন খেলোয়াড় – কিলিয়ান এম বাপ্পে, ফ্রান্স।
সেরা খেলোয়াড় - লুকা মডরিচ, ক্রোয়েশিয়া।
সেরা গোলরক্ষক – থিবো কোর্তোয়া, বেলজিয়াম।
ফেয়ার প্লে পুরস্কার পেয়েছে – স্পেন।
সেরা গোলরক্ষক পান গোল্ডেন গ্লভস, সেরা গোলদাতা পান গোল্ডেন বুট এবং সেরা খেলোয়াড় পান গোল্ডেন বল।
আইসল্যান্ড ও পানামা এই বিশ্বকাপের মাধ্যমে প্রথমবোরের মতো ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করেছে।
এই আসরের ম্যাচ এবং ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় রাশিয়ার রাজধানী মস্কো শহরের লুঝনিকি স্টেডিয়ামে।
ফ্রান্স এ পর্যন্ত দুবার ফুটবল বিশ্বকাপ জয় করেছে।
বিশ্বকাপ ফুটবল ২০১৮ সালে প্রথমবারের মতো VAR ব্যবহার করা হয়েছে।
GLT-এর পূর্ন রূপ হলো - Goal Line Technology.
ফুটবল বিশ্বকাপের সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিককারী ফুটবলার হলেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো।
বিশ্বকাপ ২০১৮ এর মাস্কট – জাবিভাকা।
২০১৮ সালের বিশ্বকাপের আনুষ্ঠানিক ম্যাচ বলটির নাম ‘টেলস্টর ১৮’।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5457 Views
    by bdchakriDesk
    0 Replies 
    108 Views
    by raihan
    0 Replies 
    92 Views
    by masum
    0 Replies 
    691 Views
    by shanta
    0 Replies 
    22775 Views
    by shanta

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]