Get on Google Play

খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান
#3541
ক্রিকেট খেলার জন্ম হয় ইংল্যান্ডে। এজন্য ইংল্যান্ডকে ক্রিকেটের পিতৃভূমি বলা হয়। ১৭৮৮ সালে মেলবোর্ণ ক্রিকেট ক্লাব ক্রিকেট খেলার নিয়ম রচনা এবং প্রবর্তন করে। ক্রিকেট ব্যাটের সর্বোচ্চ দৈর্ঘ্য ৩৮ ইঞ্চি এবং সর্বোচ্চ প্রস্থ ৪.২৫ ইঞ্চি। ক্রিকেট ব্যাট তৈরি করা হয় উইলো গাছের কাঠ থেকে। ক্রিকেট বলে নূণ্যতম ব্যাস ৭ সেন্টিমিটার এবং ওজন ১৫৬-১৬৩ গ্রাম। ক্রিকেট খেলায় একজন ব্যাটসম্যান ১০ টি উপায়ে আউট হতে পারে। ক্রিকেটের টাই ব্রেকিং পদ্ধতি হলো সুপার ওভার।
*পিচ: ক্রিকেট খেলার মাঠের মাঝখানে ৬৬ফুট/ ২২ গজ/ ২০ মি. লম্বা ও ৮ ফুট ৮ ইঞ্চি চওড়া স্থান।
*ক্রিকেট বলের ওজন: ৫.৫ থেকে ৬.৫ আইন্স।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
ভূমিকা – ক্রিকেটের আন্তর্জাতিক নিয়ন্ত্রণ সংস্থা।
প্রতিষ্ঠাকাল – ১৯০১
সদরদপ্তর – দুবাই, সংযুক্ত আরব আমিরাত।
পূর্ণ সদস্য ১২ টি দেশ – অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া ও জিম্বাবুয়ে।
ICC-এর সর্বশেষ সদস্য দেশ আফগানিস্তান ও আয়ারল্যান্ড।
ICC-এর বর্তমান সদস্য ১০৪ টি দেশ।
‘No spin’ আত্মজীবনীর রচয়িতা – শেন ওয়ার্ন।

টেস্ট ক্রিকেট
১৮৭৭ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের খেলার মধ্যে দিয়ে টেস্ট ক্রিকেটের যাত্রা শুরু হয়। এক ক্যালেন্ডার ইয়ার এ সর্বাধিক রান সংগ্রহকারী ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডসন। টেস্টে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান বাংলাদেশের মো. আশরাফুল। ওযেস্ট ইন্ডিজের কোর্টলি ওয়ালস টেস্ট ক্রিকেটে প্রথম ৫০০ উইকেট শিকারের কৃতিত্ব অর্জন করে। বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস লাভ করে ২০০০ সালে।
-বর্তমানে টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা ১০।
-টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরণ (৮০০ উইকেট)।
-ওয়ানডে ও টেস্টে মিলে ১০০টি সেঞ্চুরীকারী একমাত্র ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। টেস্টে ৫১ টি এবং ওয়ানডেতে ৪৯ টি।
-টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরী শচীনের ৫১টি।
-টেস্টে সর্বোচ্চ গড় রান ডন ব্র্যাডম্যানের।
-সবচেয়ে কম বয়সে টেস্ট খেলেন পাকিস্তানের হাসান রাজা।
-টেস্ট ক্রিকেটে দ্রুততম ট্রিপল সেঞ্চুরী বীরেন্দর শেহবাগের (২৭০ বল)
-টেস্টে সর্বোচ্চ রানের মালিক শচীন (১৫৯২১)
-টেস্টে ক্রিকেট এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রান ব্রায়ান লারার (৪০০ রান)
-টেস্ট ও ওয়ানডে দুটি করে হ্যাট্রিককারী বোলার হলেন ওয়াসিম আকরাম।
-টেস্ট ক্রিকেটে দ্রুততম হাফ-সেঞ্চুরী মিসবাহ উল হকের এবং দ্রুততম সেঞ্চুরী ব্রেন্ডন ম্যাককালামের।
-টেস্ট ক্রিকেটে এক ইনিংসে দশ উইকেট প্রাপ্ত বোলার জিম লেকার ও অনিল কুলম্বে।
-বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ খেলে ভারতের সঙ্গে।
-সর্বাধিক টেস্ট ম্যাচ খেলা খেলোয়াড় ভারতের শচীন টেন্ডুলকার।
-টেস্ট ক্রিকেটের ১৩৬ বছরের ইতিহাসে এক ম্যাচে হ্যাট্রিক ও সেঞ্চুরী করেন বাংলাদেশের সোহাগ গাজী।
-টেস্টের এক ইনিংসে সেরা বোলিং ইংল্যান্ডের জিম লেকার।
-টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরী করেন মুশফিক।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    5457 Views
    by bdchakriDesk
    0 Replies 
    109 Views
    by raihan
    0 Replies 
    92 Views
    by masum
    0 Replies 
    691 Views
    by shanta
    0 Replies 
    22775 Views
    by shanta

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]