Get on Google Play

খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান
#3399
=> অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২০ কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর ঃ দক্ষিণ আফ্রিকা।
=> কবে থেকে শুরু হয়েছিল এবং কত তারিখে শেষ হয়েছে?
উত্তর ঃ ১৭ ই জানুয়ারি থেকে ৯ ই ফেব্রুয়ারি ।
=> অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২০ কততম আসর ছিল?
উত্তর ঃ ১৩.
=> অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২০ এ কতটি দল অংশগ্রহণ করেছিল?
উত্তর ঃ ১৬ টি।
=> ভেনু- ৭ টি।
=> অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০২০ এ চ্যাম্পিয়ন হয়?
উত্তর ঃ বাংলাদেশ (১ম বারের মতো) রানার আপ ভারত।
ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় কোন মাঠে?
উত্তর ঃ পচেফস্ট্রুম
=> ম্যান অফ দ্যা ম্যাচ - বাংলাদেশ দলের ক্যাপ্টেন, আকবর আলী (৪৩ রানে অপরাজিত ছিল)
=> প্রতিযোগিতার সেরা খেলোয়াড় - যশস্বী জয়সওয়াল।
=> সর্বোচ্চ রান সংগ্রাহক - যশস্বী জয়সওয়াল।
=> সর্বোচ্চ উইকেট শিকারী - রবি বিষ্ণয়(১৭ উইকেট, ভারত)
=> প্রথম সেঞ্চুরি করে- যশস্বী জয়সওয়াল।
=> বাংলাদেশের পক্ষে সেঞ্চুরি করে- মাহমুদুল হাসান।
=> সর্বনিম্ন স্কোর -জাপান ৪১ রানে অল আউট। এটি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ২য় সর্বনিম্ন স্কোর।
=> সবচেয়ে বেশি ব্যবধানে জয়- ভারত এবং অস্ট্রেলিয়া, ১০ উইকেটের জয় পেয়েছিল উভয় দল।
=> সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয় - ভারত ( ৪ বার)

সংগৃহীত:-

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]