Get on Google Play

খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান
#2312
১। ২০২০ সালে ' নাইটহুড ' উপাধি লাভ করেন
__ ও. ইন্ডিজের ক্লাইভ লয়েড ও গর্ডন গ্রিনিজ এবং ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রাউস।
২। গত এক দশকের শীর্ষ ধনী পুরুষ ক্রিড়াবিদ
__ বক্সার ফ্লয়েড মেওয়েদার, যুক্তরাষ্ট্র।
৩। গত এক দশকের শীর্ষ ধনী নারী ক্রীড়াবিদ
__ টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামস, যুক্তরাষ্ট্র ।
৪। গত এক দশকের শীর্ষ ধনী ফুটবলার
__ ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগাল।
৫। গত এক দশকে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন
__ বিরাট কোহলি, ভারত ( ৪২টি)।
৬। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান করেছেন
__ বিরাট কোহলি, ভারত ( ২৪৫৫ রান)।
৭। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন
__ প্যাট কামিন্স, অস্ট্রেলিয়া ( ৯৪টি)।
৮। ২০১৯ সালে টেস্টে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন
__ প্যাট কামিন্স, অস্ট্রেলিয়া (৫২টি)।
৯। ২০১৯ সালে ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন
__ মোহাম্মদ সামি, ভারত ( ৪২টি)।
১০। ২০১৯ সালে টেস্টে সবচেয়ে বেশি রান করেছেন
__ মারনাস লাবুশেন, অস্ট্রেলিয়া ( ১০২২ রান)।
১১। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে
__ ভারত ( ৫২টি)।
১২। সম্প্রতি উইজডেন দশকসেরা টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন
__ বিরাট কোহলি, ভারত।
১৩। ২০১৯ সালের বর্ষসেরা ফরাসি ফুটবলার
__ কিলিয়ান এমবাপ্পে, ফ্রান্স।
১৪। ফিফা ক্লাব বিশ্বকাপে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন
__ রিয়াল মাদ্রিদ, স্পেন ( ৪ বার)।
১৫। ফিফা ক্লাব বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করেন
__ ক্রিস্টিয়ানো রোনালদো ( ৭ গোল)।
১৬। ২০২০ সালে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে
__ জাপানের টোকিওতে ( ২৪ জুলাই - ৯ আগস্ট পর্যন্ত )।
১৭। ২০২০ সালে প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে
__ জাপানের টোকিওতে ( ২৫ আগস্ট - ৬ সেপ্টেম্বর পর্যন্ত)।
১৮। ২০২৪ সালে ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে
__ ফ্রান্সের প্যারিসে।
১৯। ২০২৮ সালে ৩৪তম গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে
__ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে।
২০। টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামজয়ী নারী খেলোয়াড়
__ মার্গারেট কোর্ট, অস্ট্রেলিয়া।
২১। ১ম কানাডিয়ান হিসেবে গ্র্যান্ড স্লাম এককে চ্যাম্পিয়ন হন
__ বিয়াংকা আন্দ্রেস্কু।
২২। টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ডজয়ী পুরুষ খেলোয়াড়
__ রজার ফেদেরার (২০ টি)।
২৩। সম্প্রতি নিউজিল্যান্ডের অকল্যান্ড নারী ওপেন টেনিস ট্রফি জিতেছেন
__ সেরেনা উইলিয়ামস।
২৪। ২০১৯ সালের আফ্রিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন
__ সাদিও মানে, সেনেগাল।
২৫। ক্রিকেটের বাইবেল বলা হয়
__ উইজডেন সাময়িকী কে।
২৬। ' বক্সিং ডে টেস্ট ' হলো
__ বড়দিনের পরেরদিন আয়োজিত টেস্ট ম্যাচ।
২৭। তথ্যপ্রযুক্তির অলিম্পিক খ্যাত ওয়ার্ল্ড কংগ্রেস অব ইনফরমেশন টেকনোলজির ২১তম আসর বসে
__ আর্মেনিয়ার ইয়েরেভানে।
২৮। ' দ্য হান্ড্রেড ' নামে নতুন ধরনের ক্রিকেট আয়োজন করতে যাচ্ছে
__ ইংল্যান্ড ও ওয়েলস।
২৯। অবসরের পর নতুন করে খেলায় ফিরে আসায় আলোচিত 'কিম ক্লিস্টার্স ' হলো
__ বেলজিয়ামের টেনিস খেলোয়াড়।
৩০। ইউরো ২০২০ ফুটবল অনুষ্ঠিত হবে
__ ১২ টি দেশে।
৩১। ২০২০ সালে অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপ (যুব বিশ্বকাপ) অনুষ্ঠিত হচ্ছে
__ দক্ষিণ আফ্রিকায়।

সংগৃহিতঃ- Md Roman
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]