Get on Google Play

খেলাধুলা বিষয়ক সাধারণ জ্ঞান
#2180
টি২০ বিশ্বকাপ ২০২০
২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে পুরুষ ও নারী টি২০ বিশ্বকাপের সপ্তম আসর। ২১ ফেব্রুয়ারী-৮মার্চ ২০২০ অনুষ্ঠিত হবে নারী টি২০ বিশ্বকাপ এবং ১৮ অক্টোবর-১৫ নভেম্বর ২০২০ অনুষ্ঠিত হবে পুরুষ টি২০ বিশ্বকাপ।

বাছাইপর্ব
১৮ অক্টোবর- নভেম্বর ২০১৯ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয় সপ্তম পুরুষ টি২০ বিশ্বকাপের বাছাইপর্ব। এতে প্রতিযোগিতা করে ১৪টি দল। এর মধ্য থেকে বিশ্বকাপের চূড়ান্তপর্ব নিশ্চিত করে ৬টি দল- নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি, আয়ারল্যান্ড, নামিবিয়া, স্কটল্যান্ড এবং ওমান। বাছাইপর্বের ফাইনালে পাপুয়া নিউগিনিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় নেদারল্যান্ডস।
পাপুয়া নিউগিনি নিজেদের ইতিহাসে ক্রিকেটের যেকোনো ফরম্যাটের বিশ্বকাপে প্রথমবারের মতো অংশগ্রহণ করবে।

চূড়ান্ত ১৬ দল
বাছাইপর্ব থেকে পেরিয়ে আসা ৬ দলসহ সপ্তম পুরুষ টি২০ বিশ্বকাপে চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী ১৬টি দল হলো- অস্ট্রেলিয়া, আফগানিস্তান, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, উইন্ডিজ, নেদারল্যান্ডস, পাপুয়া নিউগিনি, আয়ারল্যান্ড, নামিবিয়া, স্কটল্যান্ড এবং ওমান।
সপ্তম পুরুষ টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দুই ধাপে। সেখানে সুপার টুয়েলভ পর্বে সরাসরি খেলবে আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৮টি দল- অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও উইন্ডিজ। বাকি চার দল এ পর্বে আসবে প্রাথমিক রাউন্ড খেলে। প্রাথমিক রাউন্ডে দুই গ্রুপে লড়াই করবে মোট ৮ দল। প্রাথমিক রাউন্ডে উভয় গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সুপার টুয়েলভ পর্বে।

প্রাথমিক রাউন্ডের গ্রুপ
গ্রুপ ‘এ’: শ্রীলংকা, পাপুয়া নিউগিনি, আয়ারল্যান্ড এবং ওমান।
গ্রুপ ‘বি’: বাংলাদেশ, নেদারল্যান্ডস, নামিবিয়া এবং স্কটল্যান্ড।

বাংলাদেশের ম্যাচগুলো
তারিখ: ১৯ অক্টোবর ২০২০, বিপক্ষ- নামিবিয়া, বাংলাদেশ সময় সকাল ৯.০০টা
তারিখ: ২১ অক্টোবর ২০২০, বিপক্ষ- নেদারল্যান্ডস, বাংলাদেশ সময় ২.০০টা
তারিখ: ২৩ অক্টোবর ২০২০, বিপক্ষ - স্কটল্যান্ড, বাংলাদেশ সময় বেলা ২.০০টা

*সব ম্যাচ অনুষ্ঠিত হবে হোবার্টের বেলেরিভ ওভালে।*

ট্রফি উন্মোচন
১ নভেম্বর ২০১৯ অস্ট্রেলিয়ার মেলবোর্নে ২০২০ সালে অনুষ্ঠিতব্য পুরুষ ও নারী টি২০ বিশ্বকাপের ট্রফি উন্মোচিত হয়। ট্রফি উন্মোচন করেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    7814 Views
    by raju
    0 Replies 
    14172 Views
    by mousumi

    ১. সমাস শব্দের অর্থ হলো – - সংক্ষেপণ ২. কোনট[…]

    ১. মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? - ২৩ জোড়া ২. দূষি[…]

    ১. সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্রের নাম &ndas[…]