Get on Google Play

গানিতিক যুক্তি ও দক্ষতা বিষয়ক আলোচনা
#5668
১.কোন সংখ্যার ০.১ ভাগ এবং ০.১ ভাগের মধ্যে পার্থক্য ১.০ হলে, সংখ্যাটি কত?
-৯০
২.বার্ষিক ৪ ১/২% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা ৮২৬ টাকা হবে?
-৭০০ টাকা
৩.১+২+৩+৪+----+৯৯ =কত?
-৪৯৫০
৪.একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা পরস্পর সমান। যদি আয়তক্ষেত্রের প্রস্থ তার দৈর্ঘ্যের অর্ধেক হয় তবে বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত কত?
-৯: ৮
৫.একটি সমকোণী ত্রিভুজের অতিভূজ অতিভূজ ২৫ মিটার। অপর বাহুদ্বয়ের একটি অপরটির ৩/৪ অংশ হলে, অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য এর অনুপাত কত?
-৩:৪
৬.একটি প্রকৃত ভগ্নাংশ এর হর, লব অপেক্ষা ৪ বেশি। ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর লব অপেক্ষা ৪০ বেশি।ভগ্নাংশটি কত?
-৩/৭
৭.যে কোনো সরলরেখা একটি বৃত্তের সর্বাধিক কতটি বিন্দুতে ছেদ করে?
-দুটি।
৮.দুটি বৃত্ত দিয়ে কতটি বৃত্ত আকা যায়?
-অসংখ্য
৯.অর্ধবৃত্তস্থ কোণ –
-এক সমকোণ
১০.সাধারণ ত্রিভুজের ক্ষেত্রফল এর সূত্র কী?
-১/২X ভূমি X উচ্চতা
১১.আয়তনের ক্ষেত্রফলের সূত্র কী?
-দৈর্ঘ্য Xপ্রস্থ
১২.সামান্তরিকের ক্ষেত্রফল =
-ভূমিXউচ্চতা
১৩.পরিধি কাকে বলে?
-পূর্ণ বক্ররেখার দৈর্ঘ্যকে বলা হয় পরিধি।
১৪.জ্যা কাকে বলে?
-পরিধির যেকোনো দুই বিন্দুর সংযোজক সরলরেখাকে জ্যা বলে।
১৫.ব্যাসার্ধ কাকে বলে?
-বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর কেনো বিন্দুর দূরত্বকে ব্যাসার্ধ বলে।
১৬.ব্যাস কাকে বলে?
-বৃত্তের যে জ্যা কেন্দ্র দিয়ে যায় তাকে বৃত্তের ব্যাসার্ধ বলে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    15508 Views
    by sajib
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    72 Views
    by rafique
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]