Get on Google Play

জ্যামিতি বিষয়ক আলোচনা
#8261
১. P( x , y) বিন্দু থেকে y^- অক্ষের দূরত্ব কত?-উঃ x একক
২. A(1,1) ও B(-1,-1) দুটি বিন্দু হলে , AB বাহু দ্বারা উৎপন্ন বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত একক ?-উঃ 4
৩. (6,8) বিন্দু হতে x-অক্ষের দুরত্ব কত?-উঃ 8
৪. (1,2) এবং (2,2) বিন্দু দুইটির মধ্যবর্তী দূরত্ব কত?-উঃ1
৫. (0,-1) এবং (2,2) বিন্দু দুইটির মধ্যবর্তী দূরত্ব কত?-উঃ √13
৬.P(2,3) এবং Q(4,6) বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? উঃ√13
৭. কোন বিন্দুটি x-অক্ষের উপর অবস্থিত?-উঃ (3,0)
৮.(2,2) এবং (-2,-2) বিন্দু দুটির মধ্যকার দূরত্ব কোনটি?-উঃ 4√২
৯. (6,3) এবং (2,2)বিন্দুদ্বয়ের দূরত্ব কত?-উঃ√17
১০. A(1,2).B(3,5) বিন্দু দুইটির মধ্যবর্তী দুরত্ব কত?-উঃ √13
১১.মূল বিন্দু থেকে P(-2,2) বিন্দুর দূরত্ব কত ?-উঃ2√2
১২. (-1,-1) এবং (2,2) বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব কত একক?-উঃ 3√2
১৩. A(k,4) থেকে মূলবিন্দুর দূরত্ব 5একক হলে,k এর মান কত?-উঃ3
১৪. (-2,-3) এবং (2,3) এর মধ্যবর্তী দূরত্ব কত?-উঃ √52 একক
১৫. X-অক্ষ থেকে (sin x, cos x) এর দূরত্ব কত একক ?- উঃ 2
১৬. (4,-3) বিন্দু থেকে y অক্ষের দূরত্ব কত?-উঃ 4
১৭. . X-অক্ষ থেকে (-3,-2) বিন্দুর দূরত্ব কত?- উঃ 2
১৮. (-2,1),(0,-5) এবং (10,5) ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু হলে ত্রিভুজটি হবে- সমকোণী
১৯. A(-1,1),B(2,-1),C(3,3) এবং D(1,6) দ্বারা গঠিত ক্ষেত্রের AC কর্ণের দৈর্ঘ্য কত ?-উঃ 2√5
২০.মূলবিন্দু হতে(-x,-y) বিন্দুর দূরত্ব কোনটি?- √(x^2 )+√(y^2 )
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    473 Views
    by shanta
    0 Replies 
    524 Views
    by rana
    0 Replies 
    426 Views
    by kajol
    0 Replies 
    555 Views
    by raihan
    0 Replies 
    881 Views
    by shihab
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]