Get on Google Play

পাটি গণিত বিষয়ক আলোচনা
#8260
১.করিমের বার্ষিক আয় রহিমের চেয়ে ১০% বেশি, অন্যদিকে রহিমের বার্ষিক আয় খালেকের আয়ের চেয়ে ২০% বেশি । খালেকের মাসিক আয় ২০০০ টাকা হলে ৩ জনের মোট মাসিক আয় কত?-উঃ ৭০৭০ টাকা
২.একটি কোম্পানির ৪৬% কর্মচারি পুরুষ। যদি ৬০% কর্মচারি ইউনিয়ন করে এবং এর মধে্য ৭০% কর্মচারি পুরুষ হয়, তাহলে শতকরা কতজন মহিলা কর্মচারি ইউনিয়ন করে না?-উঃ৩৬%
৩.দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ৭; অঙ্কদ্বয় স্থান বিনিমিয় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত থেকে ৯ বেশী। সংখ্যাটি কত?-উঃ ৩৪
৪.১ থেকে ১০ পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?-উঃ ৪
৫.কোনো শহরের বর্তমান জনসংখ্যা ৪ লক্ষ ।শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার হয় শতকরা ২৫ জন হলে, ২ বছর পরে শহরের জনসংখ্যা কত হবে?-উঃ ৬,২৫,০০০
৬.(০.০২)^২/(০.১)^৩=কত?-উঃ ৪০
৭.একটি নির্দিষ্ট নদীতে স্রোতের বেগ প্রতি ঘন্টায় ৪ মাইল । একটি নৌকা স্রোতের অনুকূলে নদীর একমুখ থেকে অন্যমুখে যেতে যে সময় লাগে স্রোতের প্রতিকূলে তার দ্বিগুণ সময় লাগে। স্থির পানিতে নৌকার বেগ কত?-উঃ১২মাইল/ঘন্টা
৮.১০০ এর সাথে সর্বনিম্ন কোন সংখ্যাটি যোগ করলে যোগফল ১০ থেকে ১৫ এর মধ্যে অবস্থিত মৌলিক সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?-উঃ ৪৩
৯. ১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ তাদের সমষ্টি কত?-উঃ১০৭
১০. ২৪৫০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ কররে সংখ্যাটি পূর্ণ বর্গসংখ্যা হবে?-উঃ ২
১১. ৪৩ থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যা মোট কতটি?-৪
১২. প্রদত্ত সিরিজের পরবর্তী সংখ্যাটি কত?১,১,২,৩,৫,৮,১৩…………..?-উঃ২১
১৩. প্রথম পাঁচ সংখ্যার নিয়মিত ধারাবাহিকতা হল ৪,১০,২২,৪৬ এবং ৯৪ । পরবর্তী সংখ্যাটি কত?-উঃ ১৯০
১৪. ৪ জন মহিলা ও ৬জন পুরুষের মধ্য থেকে ৪ সদস্যবিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করতে হবে যাতে ১ জন
নির্দিষ্ট পুরুষ সর্বদাই উপস্থিত থাকেন ।কত প্রকারে ঐ কমিটি গঠন করা যেতে পারে?-উঃ৮৪
১৫.৩০ থেকে ৪০ পর্যন্ত সংখ্যা থেকে যেকোনো একটিকে ইচ্ছেমত নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা ৫ এর গুণিতক হওয়ার সম্বাবনা কত?-উঃ ৫/১১
১৬. টাকায় ৫টি মার্বেল বিক্রয় করায় ১২% ক্ষতি হয়। ১০% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে?-উঃ ৪টি
১৭.দুটি সংখ্যার অনুপাত ২:৩ এবং গ.সা.গু ৪ হলে বৃহত্তর সংখ্যাটি কত?-উঃ ১২
১৮.কোন আসল ৩ বছরে মুনাফা –আসলে ৫৫০০টাকা হয়। মুনাফা আসলের ৩/৮ অংশ হলে মুনাফার হার কত?-উঃ ১২.৫%
১৯.মি.রেজা তাঁর সম্পদের ১২% স্ত্রীকে, ৫৮% ছেলেকে এবং অবশিষ্ট ৭২০০০০ টাকা মেয়েকে দিলেন। তার সম্পদের মোট মূল্য কত?-উঃ ২৪০০০০০ টাকা
    Similar Topics
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]