Get on Google Play

পাটি গণিত বিষয়ক আলোচনা
#8242
১.এক কোটিতে কত মিলিয়ন হয়?-উঃ ১০ মিলিয়ন।
২. ৫০ টাকায় ৬ টি দরে আপেল ক্রয় করে ৫০টাকায় ৫ টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?- উঃ ২০%।
৩. দুইটি সংখ্যার অনুপাত ৫:৮ । উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২:৩। সংখ্যা দুইটি কী কী?-উঃ ১০ ও১৬।
৪. ০.২*০.০২*০.০০২=কত ? – উঃ ০.০০০০০৮।
৫.ত্রিভুজের একটি কোণ এর অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি হবে?-উঃ সমকোণী।
৬. ৫০২৪+৩৫৮০৮+৩০১৪৯+৯৮৪+২৪+৩৯৮১২+৮৭২১১৯=কত?-উঃ ৯৮৩৯২০।
৭.একটি অফিসে ৩২ জন মহিলা কর্মী আছে এবং ঐ অফিসে পুরুষ ও মহিলা কর্মীর অনুপাত ৯:১৬। ঐ অফিসে শতকরা কত জন পুরুষ কর্মী আছে?-উঃ ৩৬%।
৮. পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর, আবার পিতা,মাতা ও পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স কত?-১৮ বছর।
৯. একটি বর্গক্ষেত্রের বর্গের দৈর্ঘ্য ৮ ফুট, ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?-১২৮ ফুট।
১০. ৭৮ ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি?-উঃ ১০২ ডিগ্রি।
১১.১৮৯২৫৬১৭২৮-১৭৮৬৮৯৪৫= কত?-উঃ ১৮৭৪৬৯২৭৮৩।
১২. ১৩ সে.মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫ সে.মি. দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত?-উঃ ২৪ সে.মি. ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    245 Views
    by shanta
    0 Replies 
    710 Views
    by afsara
    0 Replies 
    685 Views
    by shihab
    0 Replies 
    823 Views
    by afsara
    0 Replies 
    1840 Views
    by afsara

    ১.বাংলাদেশে কত প্রজাতির ইলিশ মাছ পাওয়া যায়? বাংল[…]

    ১.এক কোটিতে কত মিলিয়ন হয়?-উঃ ১০ মিলিয়ন। ২. ৫০ ট[…]