- Fri Jan 10, 2025 8:13 am#8229
২৬. বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?-উঃ ৪গুণ
২৭.১ থেকে ৪৯ পর্যন্ত সংখ্যার গড় কত?-উঃ ২৫
২৮. ৪টি ঘন্টা ৮,১২,১৬ ও ২৪ মিনিট পর পর বাজে কতক্ষণ পর তারা একসঙ্গে বাজবে?-উঃ ৪৮মিনিট
২৯. কোন তাপমাত্রা সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলে সমান?- উঃ ৪০ ডিগ্রি
৩০. কোন পরীক্ষায় পরীক্ষার্থীর ৭০% গণিত এবং ৬০% ইংরেজিতে পাশ করলো। উভয় বিষয়ে ৫০% পাশ করলে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করলো?-উঃ ২০
৩১. দুইটি সংখ্যার অনুপাত ৩;২। উভয়ের সাথে ৪ যোগ করলে অনুপাতটি ৭:৫ হয়। বড় সংখ্যাটি কত?-উঃ ২৪
৩২. ১৩,১৭, ২৫,৪১,…….. পরবর্তী সংখ্যাটি কত?-উঃ৭৩
৩৩. একটি পাত্রের অর্ধেক পানি দিয়ে পূর্ণ। ওই পাত্রে যদি ৪ লিটার পানি যোগ করা হয় তবে তার ৬০ ভাগ পানিতে পূর্ণ হয়ে যাবে। পাত্রটি ধারণ ক্ষমতা কত লিটার? –উঃ ৪০
৩৪. একটি অফিসের কর্মচারীদের মধ্যে ২/৩ অংশ মহিলা । পুরুষ কর্মচারীদের ১/৪ অংশ বিবাহিত এবং ১৮ জন অবিবাহিত। ঐ অফিসের কর্মচারীদের সংখ্যা কত?-উঃ ৭২
৩৫. সবুজ এবং জসীমের মাসিক বেতনের অনুপাত ৫:৮। তাদের প্রত্যেক প্রতি মাসে যদি ৪০০ টাকা সঞ্চয় করতে পারে তবে জসীমের মাসিক বেতন কত?-উঃ ৩৬০০
৩৬. পরস্পরের থেকে ১৫ কি.মি. দূরে অবস্থিত দুই ব্যক্তি বিপরীতমুখী দিকে হাঁটতে থাকলে দুই ঘন্টায় মিলিত হয় , আবার একই দিকে হাঁটতে থাক ৬ ঘন্টা পরে মিলিত হয়। দ্রুতগামী ব্যক্তির গতিবেগ কত কি.মি,?-উঃ ৫
৩৭. পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ২ গুণ। ৮ বছর আগে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত ছিল ৫:২। পিতার বর্তমান বয়স কত?-উঃ ৪৮
৩৮. আরিফ একটি কলম ৪৮ টাকায় বিক্রি করে ২০% লোকসান করলো । বিক্রয়মূল্য কত বাড়ালে তার ১০% লাভ হবে?-উঃ ১৮
৩৯.এক দোকানদার একটি কলমের ধার্য মূল্যের ৫/৭ দামে বিক্রি করায় ২০% ক্ষতি হলো। কলমটি ধার্য মূল্যে বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হতো?-উঃ ১২%
৪০. একটি বাক্সে ২ টাকা , ৫ টাকা ও ১০ টাকার নোট মিলিয়ে মোট ৩১৫ টাকা আছে। তাদের মূল্যের অনুপাত ৬:৫:১০ হলে , ২টাকা মূল্যের কয়টি নোট আছে?-উঃ ৪৫
৪১. ঘন্টায় ৪২ কি.মি. বেগে ধাবমান একটি ট্রেন ২৩০ মিটার একটি প্লাটফর্ম ৩০ সেকেন্ডে অতিক্রম করলো। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?-উঃ১২০
৪২. জসীম একটি সারির বাম প্রা্ন্ত থেকে ৯ম কিন্তু ডানপ্রান্ত থেকে ৭ম স্থানে অবস্থান করছে। ঐ সারিতে মোট কতজন আছে?- উঃ১৫
৪৩. কোন সংখ্যাটি ভিন্ন ধরনের ?-উঃ ৪৬৫
৪৪. ৩ জন পুরুষ বা ৫ জন বালক একটি কাজ ১৬দিনে করতে পারে। ২ জন পুরুষ এবং ২ জন বালক একত্রে ঐ কাজ কত দিনে শেষ করতে পারবে?-উঃ ১৫
৪৫. দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটির মান পূর্বাপেক্ষা ৩৬ বৃদ্ধি পায়। সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত?-উঃ৪
৪৬. X এবং y দুটি ধনাত্মক সংখ্যা এবং x=y-(50/y)যদি y এর মান দ্বিগুণ করা হয় তবে x এর মান –উঃ দ্বিগুণের চেয়ে বেশি বাড়বে।
৪৭. একটি দোকান থেকে y টাকা দিয়ে 16 টি কলম কেনা যায়। কলমের মূল্য যদি ২০%কমানো হয় তবে z টাকা দিয়ে কয়টি কলম কেনা যাবে?- উঃ 20z/y
৪৮.একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৩মিটার , প্রস্থ ২ মিটার ও উচ্চতা ৪ মিটার । এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে?-উঃ ২৪০০০ লিটার
৪৯. একটি রাস্তার পাশে এক সারিতে ১৫টি গাছ লাগানো আছে। একটি গাছ হতে আরেকটি গাছের দূরত্ব ১০ মিটার হলে প্রথম ও শেষ গাছটির দূরত্ব কত?-উঃ ১৪০ মিটার
৫০. ৫টি ১০ টাকার নোট , ১০টি ২০টাকার নোট ও ৪টি ৫০টাকার নোট একত্রে ১৮টি ১০০টাকার নোটের কত অংশ?-উঃ ১/৪
২৭.১ থেকে ৪৯ পর্যন্ত সংখ্যার গড় কত?-উঃ ২৫
২৮. ৪টি ঘন্টা ৮,১২,১৬ ও ২৪ মিনিট পর পর বাজে কতক্ষণ পর তারা একসঙ্গে বাজবে?-উঃ ৪৮মিনিট
২৯. কোন তাপমাত্রা সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলে সমান?- উঃ ৪০ ডিগ্রি
৩০. কোন পরীক্ষায় পরীক্ষার্থীর ৭০% গণিত এবং ৬০% ইংরেজিতে পাশ করলো। উভয় বিষয়ে ৫০% পাশ করলে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করলো?-উঃ ২০
৩১. দুইটি সংখ্যার অনুপাত ৩;২। উভয়ের সাথে ৪ যোগ করলে অনুপাতটি ৭:৫ হয়। বড় সংখ্যাটি কত?-উঃ ২৪
৩২. ১৩,১৭, ২৫,৪১,…….. পরবর্তী সংখ্যাটি কত?-উঃ৭৩
৩৩. একটি পাত্রের অর্ধেক পানি দিয়ে পূর্ণ। ওই পাত্রে যদি ৪ লিটার পানি যোগ করা হয় তবে তার ৬০ ভাগ পানিতে পূর্ণ হয়ে যাবে। পাত্রটি ধারণ ক্ষমতা কত লিটার? –উঃ ৪০
৩৪. একটি অফিসের কর্মচারীদের মধ্যে ২/৩ অংশ মহিলা । পুরুষ কর্মচারীদের ১/৪ অংশ বিবাহিত এবং ১৮ জন অবিবাহিত। ঐ অফিসের কর্মচারীদের সংখ্যা কত?-উঃ ৭২
৩৫. সবুজ এবং জসীমের মাসিক বেতনের অনুপাত ৫:৮। তাদের প্রত্যেক প্রতি মাসে যদি ৪০০ টাকা সঞ্চয় করতে পারে তবে জসীমের মাসিক বেতন কত?-উঃ ৩৬০০
৩৬. পরস্পরের থেকে ১৫ কি.মি. দূরে অবস্থিত দুই ব্যক্তি বিপরীতমুখী দিকে হাঁটতে থাকলে দুই ঘন্টায় মিলিত হয় , আবার একই দিকে হাঁটতে থাক ৬ ঘন্টা পরে মিলিত হয়। দ্রুতগামী ব্যক্তির গতিবেগ কত কি.মি,?-উঃ ৫
৩৭. পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ২ গুণ। ৮ বছর আগে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত ছিল ৫:২। পিতার বর্তমান বয়স কত?-উঃ ৪৮
৩৮. আরিফ একটি কলম ৪৮ টাকায় বিক্রি করে ২০% লোকসান করলো । বিক্রয়মূল্য কত বাড়ালে তার ১০% লাভ হবে?-উঃ ১৮
৩৯.এক দোকানদার একটি কলমের ধার্য মূল্যের ৫/৭ দামে বিক্রি করায় ২০% ক্ষতি হলো। কলমটি ধার্য মূল্যে বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হতো?-উঃ ১২%
৪০. একটি বাক্সে ২ টাকা , ৫ টাকা ও ১০ টাকার নোট মিলিয়ে মোট ৩১৫ টাকা আছে। তাদের মূল্যের অনুপাত ৬:৫:১০ হলে , ২টাকা মূল্যের কয়টি নোট আছে?-উঃ ৪৫
৪১. ঘন্টায় ৪২ কি.মি. বেগে ধাবমান একটি ট্রেন ২৩০ মিটার একটি প্লাটফর্ম ৩০ সেকেন্ডে অতিক্রম করলো। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?-উঃ১২০
৪২. জসীম একটি সারির বাম প্রা্ন্ত থেকে ৯ম কিন্তু ডানপ্রান্ত থেকে ৭ম স্থানে অবস্থান করছে। ঐ সারিতে মোট কতজন আছে?- উঃ১৫
৪৩. কোন সংখ্যাটি ভিন্ন ধরনের ?-উঃ ৪৬৫
৪৪. ৩ জন পুরুষ বা ৫ জন বালক একটি কাজ ১৬দিনে করতে পারে। ২ জন পুরুষ এবং ২ জন বালক একত্রে ঐ কাজ কত দিনে শেষ করতে পারবে?-উঃ ১৫
৪৫. দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটির মান পূর্বাপেক্ষা ৩৬ বৃদ্ধি পায়। সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত?-উঃ৪
৪৬. X এবং y দুটি ধনাত্মক সংখ্যা এবং x=y-(50/y)যদি y এর মান দ্বিগুণ করা হয় তবে x এর মান –উঃ দ্বিগুণের চেয়ে বেশি বাড়বে।
৪৭. একটি দোকান থেকে y টাকা দিয়ে 16 টি কলম কেনা যায়। কলমের মূল্য যদি ২০%কমানো হয় তবে z টাকা দিয়ে কয়টি কলম কেনা যাবে?- উঃ 20z/y
৪৮.একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৩মিটার , প্রস্থ ২ মিটার ও উচ্চতা ৪ মিটার । এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে?-উঃ ২৪০০০ লিটার
৪৯. একটি রাস্তার পাশে এক সারিতে ১৫টি গাছ লাগানো আছে। একটি গাছ হতে আরেকটি গাছের দূরত্ব ১০ মিটার হলে প্রথম ও শেষ গাছটির দূরত্ব কত?-উঃ ১৪০ মিটার
৫০. ৫টি ১০ টাকার নোট , ১০টি ২০টাকার নোট ও ৪টি ৫০টাকার নোট একত্রে ১৮টি ১০০টাকার নোটের কত অংশ?-উঃ ১/৪