- Thu Jan 09, 2025 9:57 am#8220
১. ১ থেকে ২৩ পর্যন্ত সংখ্যার যোগফল কত?-উঃ ২৭৬
২. ২ থেকে ৩২ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি ?-উঃ ১১টি
৩. দু’টি সংখ্যার ল.সা.গু ৭৫ এবং গ.সা.গু ৫ । একটি সংখ্যা ১৫ হলে অপর সংখ্যাটি কত? উঃ ২৫
৪. তিন অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?- ৮৯৯
৫. একটি সংখ্যার অর্ধেক তার এক-তৃতীয়াংশের চেয়ে ১৭ বেশি । সংখ্যাটি কত? –উঃ ১০২
৬. ১৩,১৭,২৫.৪১………….. এর পরবর্তী সংখ্যা কত?-উঃ ৭৩
৭.একটি চেয়ার ১৮০ টাকায় বিক্রি করায় ২৫% লাভ হয় । চেয়ারের ক্রয়মূল্য কত?-উঃ ১৪৪ টাকা
৮. একটি চাকা ৪৪০ মিটার যেতে ১০ বার ঘোরে চাকাটির ব্যাসার্ধ কত?- ৭মিটার
৯. লবণের মূল্য ২৫% বৃদ্ধি পেলে, ব্যবহার শতকরা কত কমালে লবণ বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না –উঃ ২০%
১০. কোন ত্রিভুজের তিন বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ ৩টির সমষ্টি কত ডিগ্রি?-উঃ ৩৬০ ডিগ্রি
১১. ৬৪ কে ৭:৮ অনুপাতে হ্রাস করলে নতুর সংখ্যা হবে-উঃ ৫৬
১২. ১২১,১৫৪,২৭৯ ও ৫৯৪ এর কোন সংখ্যাটি অন্যান্য সংখ্যা হতে ভিন্ন ? উঃ ২৭৯
১৩. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর এবং তাদের বয়সের অনুপাত ৭:৩। ১২ বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছল?-উঃ ৫:১
১৪. নিচের কোনটি ২/৩ থেকে বড় ?-উঃ ৯/১১
১৫.একটি সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য ১০ মিটার হলে ত্রিভুজেটির ক্ষেত্রফল কত?-উঃ ২৫√৩
১৬. একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ হবে?- ৪ গুণ
১৭. দুটি সংখ্যার যোগফল ১৫, বিয়োগফল ১৩, ছোট সংখ্যাটি কত?-উঃ ১
১৮. ৬০ জন ছাত্রের মধ্যে ৪২জন ফেল করেছে, পাশের হার কত?-উঃ ৩০%
১৯. ৪৫ ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত?-১৩৫ ডিগ্রি
২০. সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ ৮০ ডিগ্রি হলে অপর যে কোনো একটি কোণের মান কত? ৫০ডিগ্রি
২১. টাকায় ৫টি করে ক্রয় করে টাকায় ৪টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? –উঃ ২৫%
২২. X + y =12, x-y=2,xy=?-উঃ 35
২৩. সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত?- ৬০ ডিগ্রি
২৪. পিতা ও পুত্রের বয়সের গড়, মাতা ও ঐ ৩ পুত্রের বয়সের গড় অপেক্ষা ২ বছর বেশি । মাতার বয়স ৪০ বছর হলে পিতার বয়স কত?-৪৮ বছর
২৫. একটি চৌবাচ্চা একটি নল দ্বারা ১০ মিনিটে পূর্ণ হয় এবং অপর একটি নল দ্বারা ১২ মিনিটে খালি হয় । উভয় নল একত্রে খুলে দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?- উঃ ৬০ মিনিট
২. ২ থেকে ৩২ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি ?-উঃ ১১টি
৩. দু’টি সংখ্যার ল.সা.গু ৭৫ এবং গ.সা.গু ৫ । একটি সংখ্যা ১৫ হলে অপর সংখ্যাটি কত? উঃ ২৫
৪. তিন অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?- ৮৯৯
৫. একটি সংখ্যার অর্ধেক তার এক-তৃতীয়াংশের চেয়ে ১৭ বেশি । সংখ্যাটি কত? –উঃ ১০২
৬. ১৩,১৭,২৫.৪১………….. এর পরবর্তী সংখ্যা কত?-উঃ ৭৩
৭.একটি চেয়ার ১৮০ টাকায় বিক্রি করায় ২৫% লাভ হয় । চেয়ারের ক্রয়মূল্য কত?-উঃ ১৪৪ টাকা
৮. একটি চাকা ৪৪০ মিটার যেতে ১০ বার ঘোরে চাকাটির ব্যাসার্ধ কত?- ৭মিটার
৯. লবণের মূল্য ২৫% বৃদ্ধি পেলে, ব্যবহার শতকরা কত কমালে লবণ বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না –উঃ ২০%
১০. কোন ত্রিভুজের তিন বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ ৩টির সমষ্টি কত ডিগ্রি?-উঃ ৩৬০ ডিগ্রি
১১. ৬৪ কে ৭:৮ অনুপাতে হ্রাস করলে নতুর সংখ্যা হবে-উঃ ৫৬
১২. ১২১,১৫৪,২৭৯ ও ৫৯৪ এর কোন সংখ্যাটি অন্যান্য সংখ্যা হতে ভিন্ন ? উঃ ২৭৯
১৩. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর এবং তাদের বয়সের অনুপাত ৭:৩। ১২ বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছল?-উঃ ৫:১
১৪. নিচের কোনটি ২/৩ থেকে বড় ?-উঃ ৯/১১
১৫.একটি সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য ১০ মিটার হলে ত্রিভুজেটির ক্ষেত্রফল কত?-উঃ ২৫√৩
১৬. একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ হবে?- ৪ গুণ
১৭. দুটি সংখ্যার যোগফল ১৫, বিয়োগফল ১৩, ছোট সংখ্যাটি কত?-উঃ ১
১৮. ৬০ জন ছাত্রের মধ্যে ৪২জন ফেল করেছে, পাশের হার কত?-উঃ ৩০%
১৯. ৪৫ ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত?-১৩৫ ডিগ্রি
২০. সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ ৮০ ডিগ্রি হলে অপর যে কোনো একটি কোণের মান কত? ৫০ডিগ্রি
২১. টাকায় ৫টি করে ক্রয় করে টাকায় ৪টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? –উঃ ২৫%
২২. X + y =12, x-y=2,xy=?-উঃ 35
২৩. সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত?- ৬০ ডিগ্রি
২৪. পিতা ও পুত্রের বয়সের গড়, মাতা ও ঐ ৩ পুত্রের বয়সের গড় অপেক্ষা ২ বছর বেশি । মাতার বয়স ৪০ বছর হলে পিতার বয়স কত?-৪৮ বছর
২৫. একটি চৌবাচ্চা একটি নল দ্বারা ১০ মিনিটে পূর্ণ হয় এবং অপর একটি নল দ্বারা ১২ মিনিটে খালি হয় । উভয় নল একত্রে খুলে দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?- উঃ ৬০ মিনিট