Get on Google Play

পাটি গণিত বিষয়ক আলোচনা
#8182
১.০.০৪*০.০০৫*০.৩=?—০.০০০০৬।
২.ভাগ করুনঃ(২.২৫)/(.৭৫) –৩।
৩. সাড়ে চার হালি ডিমের দাম ১০৮ টাকা হলে ১১টি ডিমের দাম কত?-৬৬।
৪.(৩*১০)/(৫*৯) =? -- ২/৩।
৫.১৫গজ কাপড় রফিক ও মাসুদের মধ্যে এমনভাবে ভাগ করে দিতে হবে যাতে মাসুদ রফিকের অংশের দুই তৃতীয়াংশ পায়। মাসুদ কত গজ কাপড় পাবে?- ৬ গজ।
৬.তিনটি পেন্সিল ও পাঁচটি কলমের দাম একত্রে ৫৫ টাকা । ৩০ টাকায় ৬টি পেন্সিল পাওয়া গেলে ২টি কলমের দাম কত?- ১৬ টাকা।
৭. ২০ ফুট লম্বা একটি দন্ড এমনভাবে কেটে দুভাগ করা হল যেন ছেঅট অংশটি বড় অংশের দুই তৃতীয়াংশ হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট ?- ৮।
৮.নিম্নের সারিতে একটি সংখ্যা ভুলভাবে দেয়া আছে । সেই সংখ্যাটি কত?- ৯
৯. ০.৯/০.৯=?—১।
১০.তানিয়া প্রথমে ১২ কিমি যায় উত্তরে। পরে ১২ কিমি যায় পশ্চিমে ।সেখান থেকে ৬ কিমি যায় দক্ষিণে ।যাত্রাস্থান হতে ঐ স্তানের সোজাসুজি দূরত্ব কত?- ১৩.৪২ কিমি ।
১১.শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে? ৫,১৩,৭,১৫,৯,১৭,১১…………….. –১৯।
১২. যদি ৬ জন বালক ৬মিনিটে ৬পৃষ্ঠা লিখতে পারে। তবে একজন বালকের এক পৃষ্ঠা লিখতে কত সময় লাগবে?- ৬।
১৩.একটি পার্টিতে একজন ব্যক্তি ও তার স্ত্রী তাদের দুই পুত্র ও তাদের স্ত্রী এবং প্রত্যেক পুত্রের ৪ জন করে সন্তান ছিল। পার্টিতে মোট কতজন উপস্থিত ছিল?- ১৪।
১৪.একটি বর্গক্ষেত্রের পরিসীমা ১৬০ মিলিমিটার হলে এর একটি বাহুর দৈর্ঘ্য কত?- ৪০ মিলিমিটার।
১৫.একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে । ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?- ৫৪০^০।
১৬. বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?- ৯গুণ।
১৭. কোন সংখ্যা যুগল সহ-মৌলিক?-(৯,১৬)।
১৮. প্রতি ১ ঘন্টায় কতবার ঘড়ির মিনিটের এবং ঘন্টার কাঁটা পরস্পর লম্বভাবে অবস্থান করে?- ১ বার।
১৯.১ থেকে ১০০ পর্যন্ত লিখতে ৯ সংখ্যাটি কতবার ব্যবহৃত হয়?- ২০ বার।
২০.মৌলিক সংখ্যা কোনটি?- ৪৭।
২১ বৃহত্তম সংখ্যা কোনটি?-১.১০৯।
২২. আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেকে একজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করল। আমার কক্ষে মোট কতজন লোক হল?- ৯।
২৩.ময়ুর ও হরিণ একত্রে ৮০টি। কিন্তু তাদের পায়ের সংখ্যা ২০০টি । তা হলে কতটি ময়ূর আছে?- ৬০।
২৪.একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ্যের দেড়গুণ। ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার হলে তার পরিসীমা কত?- ৬০ মিটার।
২৫.০.০১*০.০১=? – ০.০০০০১।
    Similar Topics

    ১.বাংলাদেশে কত প্রজাতির ইলিশ মাছ পাওয়া যায়? বাংল[…]

    ১.এক কোটিতে কত মিলিয়ন হয়?-উঃ ১০ মিলিয়ন। ২. ৫০ ট[…]