Get on Google Play

পাটি গণিত বিষয়ক আলোচনা
#8172
১. তিনটি যন্ত্র একটি কাজ যথাক্রমে ৫,৬ ও ৭ ঘন্টায় করতে পারে। দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘন্টায় কতটুকু কাজ করতে পারে?- ১১/৩০।
২. তাজওয়াব উত্তর দিকে ৪০মিটার গেল। পরে বামদিকে ঘুরে ৩০ মিটার গেল আবার বামদিকে গেল ৪০ মিটার এবং সবশেষে ডানদিকে ঘুরে গেল ৩০ মিটার । যাত্রাবস্থা হতে আর সোজাসুজি দূরত্ব কত?- ৬০ মিটার।
৩. একটি দেয়াল ঘড়িতে যখন ৯:৩০ টা বাজে তখন যদি মিনিটের কাঁটাটি পূর্বদিকে থাকে তবে ঘন্টার কাঁটাটি কোন দিকে থাকবে?- দক্ষিণ-পশ্চিম।
৪. দুজন লোক একই জায়গা থেকে যাত্রা শুরু করে বিপরীত দিকে ৪ মিটার হেঁটে গেল। তারপর বাম দিকে ঘুরে আরও ৩ মিটার গেল । তাদের দু’জনের মধ্যে দূরত্ব কত?- ১০ মিটার।
৫. আলভী শ্রেণীকক্ষে প্রথম সারিতে বসা আছে। ডানদিক অথবা বামদিক থেকে গণনা করলে আলভী ৮ম ছাত্র । শ্রেণীকক্ষের প্রথম সারিতে মোট কতজন ছাত্র বসা আছে?- ১৫ জন।
৬. দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ১০ ও ১৫ ঘন্টায় পূর্ণ হয়। নল দুইটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পানি দ্বারা পূর্ণ হবে?- ৬ ঘন্টায়।
৭. দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় যায় ১৫ কিমি এবং স্রোতের প্রতিকূলে যায় ঘন্টায় ৫ কিমি। স্রোতের বেগ নির্ণয় করুন:-- ঘন্টায় ৫ কি.মি.।
৮.ঘড়িতে এখন ৮টা বাজে ।ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি কত?-১২০^০।
৯.নিচের সিরিজের নবম সংখ্যাটি কত হবে?-
০,৩,৮,১৫,২৪,৩৫,………….—৮০।
১০. টাকায় ৩টি করে আম ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে, শতকরা কত লাভ হবে?-৫০%।
১১. নিচের ধারাটি পূর্ণ করতে শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
২,৬,১২,৩৬,৭২,…..—২১৬।
১২. নিচের শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
৫,১৩,৭,১৫,৯,১৭,১১,……--১৯।
১৩. ২০ ফুট লম্বা একিটি দন্ড এমনভাবে কেটে দু’ভাগ করা হলো যেন ছোট অংশটি বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?- ৮।
    Similar Topics

    ১.বাংলাদেশে কত প্রজাতির ইলিশ মাছ পাওয়া যায়? বাংল[…]

    ১.এক কোটিতে কত মিলিয়ন হয়?-উঃ ১০ মিলিয়ন। ২. ৫০ ট[…]