Get on Google Play

পাটি গণিত বিষয়ক আলোচনা
#8154
১. মেহেদী একটি নির্দিষ্ট স্থান থেকে ৯ কিমি দক্ষিণে গেল। এরপর ৩ কিমি পূর্বে গেল। সেখান থেকে উত্তর দিকে ৬ কিমি হেঁটে যাত্রা শেষ করলো । যাত্রাস্থান থেকে সর্বশেষ স্থানের দূরত্ব কত?- ৩√২
২.রাকিব ক্লাসে ৫৯ জনের মধ্যে ২৩তম হয়েছে । ঊর্ধ্বক্রমে সে কতজন হয়েছে?- ৩৭
৩.দৈনিক ৬ ঘন্টা পরিশ্রম করে ৮ জন ব্যাক্তি একটি কাজ করে ১৫ দিনে । দৈনিক ৫ ঘন্টা পরিশ্রম করে ৯ জন ব্যক্তি কাজটি কত দিনে করবে?- ১৬
৪. একটি পুনর্মিলনীতে ১৫ জন বন্ধু পরস্পরের সাথে পুনর্মিলনীর শুরু এবং শেষে কমরমর্দন করে। মোট কত বার কমরমর্দন সম্পন্ন করে?- ২১০
৫.এক টাকায় ৩টি করে আম ক্রয় করে এক টাকায় ২টি করে আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?- ৫০%
৬. ঘড়িতে যখন আটটা বাজে , ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যেকার কোনটি তখন কত ডিগ্রি থাকে?- ১২০^০
৭.কোনো শ্রেণীতে যতজন শিক্ষার্থী তাদের প্রত্যেকে ততটি করে দশ পয়সা চাঁদা দেয়াতে ৯০ টাকা সংগৃহীত হলো। উক্ত শ্রেণীর শিক্ষার্থী সংখ্যা কত?- ৩০ জন
৮. নিচের সংখ্যা সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?
৩,৫,৯,১১,১৫,১৭,২১?—২৩
৯.আয়নায় দেখা গেল ঘড়িতে ৯:৩০ মিনিট বাজে । প্রকৃতপক্ষে সময় কত?- ২:৩০ মিনিট
১০. ৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বড় থেকে ছোট হিসেবে সাজালে ৮ম সংখ্যাটি কত হবে?- ৫৬
১১. বশির ১০ মিটার উত্তর দিকে হাঁটার পর বামে ঘুরে ১৫ মিটার হাঁটলো ।তারপর ডানে ঘুরে ৫মিটার হাঁটার পর আবারও ডানে ঘুরে ১৫মিটার হেঁটে গেল। যাত্রা শুরুর স্থান থেকে বশিরের বর্তমান অবস্থান কত দূরে?- ১৫মিটার
১২. রহিম একটি কাজ পাঁচ দিনে এবং করিম তা দশ দিনে করতে পারে। দু’জনে একত্রে একদিনে কাজের কত অংশ করতে পারবে?- ৩/১০
১৩. ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?- ৫০৫০
১৪. নিচের সংখ্যা সিরিজের শেষের সংখ্যাটি কত?
৪,৬,১০,১৮…………-- ৩৪
১৫. একসারি ছেলের মধ্যে একদিক থেকে মোহনের অবস্থান নবম, আরেক দিক থেকে চতুর্দশ । সারিতে ছেলের সংখ্যা কত?- ২২
১৬.কোন কর্মকর্তার বেতন একমাসে ১০% বৃদ্ধি পেল, আবার পরবর্তী মাসে তার বেতন ১০% কমে গেল । এতে ঐ কর্মকর্তার মূল বেতনের কোন পরিবর্তন হলো কী?- ১% কমলো
১৭. ৪০০-এর ৪৯% =?- ১৯৬
১৮. ৭,১১,১২,১৪,১৭,১৭,২২,? প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?—২০
১৯. একটি সংখ্যা ৫০৬ থেকে যত বড় ৬০৬ থেকে তত ছোট। সংখ্যাটি কত?- ৫৫৬
২০. উত্তর অভিমুখী একটি জাহাজ যদি ডানে মোড় নিতে থাকে যতক্ষণ না পর্যন্ত সেটি দক্ষিণ –পশ্চিম অভিমুখে যেতে পারে সেটি প্রায় কত ডিগ্রী কোণ অতিক্রম করবে?-১৯০^০
২১. লঞ্চ ও স্রোতের গতিবেগ ঘন্টায় যথাক্রমে ১৬কিমি ও ৪ কিমি । নদীপথে ৩০ কিমি অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে? --৪ ঘন্টা
২২.তিনটি যন্ত্র একটি কাজ যথাক্রমে ৫,৬ ও ৭ ঘন্টায় করতে পারে। দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করতে পারে?- ১১/৩০
২৩. তাজওয়াব উত্তর দিকে ৪০ মিটার গেল। পরে বামদিকে ঘুরে ৩০ মিটার গেল আবার বামদিকে গেল ৪০ মিটার এবং সবশেষে ডানদিকে ঘুরে গেল ৩০ মিটার। যাত্রাবস্থা হতে তার সোজাসুজি দূরত্ব কত?- ৬০ মিটার
২৪.একটি দেয়ালের ঘড়িতে যখন ৯:৩০ টা বাজে তখন যদি মিনিটের কাঁটাটি পূর্বদিকে থাকে তবে ঘন্টার কাঁটাটি কোন দিকে থাকবে?- দক্ষিণ- পশ্চিম
২৫. ঘড়িতে যখন সাড়ে চারটা বাজে তখন কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রী কোণ উৎপন্ন হয়?- ৪৫^০
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    685 Views
    by shihab
    0 Replies 
    221 Views
    by kajol
    0 Replies 
    474 Views
    by shihab
    0 Replies 
    246 Views
    by rajib
    0 Replies 
    323 Views
    by rana

    ১.বাংলাদেশে কত প্রজাতির ইলিশ মাছ পাওয়া যায়? বাংল[…]

    ১.এক কোটিতে কত মিলিয়ন হয়?-উঃ ১০ মিলিয়ন। ২. ৫০ ট[…]