Get on Google Play

পাটি গণিত বিষয়ক আলোচনা
#8145
১.একটি কাঠের টুকরোর দৈর্ঘ্য আরেকটি টুকরোর দৈর্ঘ্যের ৩ গুণ্। টুকরো দুটো সংযুক্ত করা হলে সংযুক্ত টুকরোটির দৈর্ঘ্য ছোট টুকরোর চেয়ে কতগুণ বড় হবে? – ৪ গুণ।
২. ১৯৯৪ সালের ১ ডিসেম্বর বৃহস্পতিবার হলে, ১৯৯৫ সালের ঐ একই তারিখে হবে- শুক্রবার।
৩. ঢাকা ও চট্টগ্রাম এই দুই রেল স্টেশন থেকে প্রতি ঘন্টায় একটা ট্রেন এক স্টেশন থেকে অন্য স্টেশনের দিকে যাত্রা করে। সব ট্রেনই সমান গতিতে চলে এবং গন্তব্যস্থলে পৌঁছাতে প্রত্যেক ট্রেনের ৫ ঘন্টা সময় লাগে। এক স্টেশন থেকে যাত্রা করে অন্য স্টেশনে পৌছানো পর্যন্ত একটা ট্রেন কয়টা ট্রেনের দেখা পাবে?- ১০।
৪. ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যঅর যোগফল – ৪৯৫০।
৫.একটি ঘড়িতে ৬ টার ঘন্টা ধ্বনি ঠিক ৬ টায় শুরু করে বাজতে ৫ সেকেন্ড সময় লাগে, ঐ ঘড়িতে ১২টার ঘন্টাধ্বনি বাজতে কত সেকেন্ড সময় লাগবে?ঘন্টাধ্বনি সমান সময় ব্যবধান বাজে।– ১১ সেকেন্ড।
৬.একটি গোল মুদ্রা টেবিলে রাখা হলো । এই মুদ্রার চারপাশে একই মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন তারা মাঝের মুদ্রাটিকে এবং তাদের দুপাশে রাখা দুটি মুদ্রাকে স্পর্শ করে?- ৬।
৭. বালক ও বালিকার একটি দলে নিম্নরূপ খেলা হচ্ছে । প্রথম বালক ৫ জন বালিকার সঙ্গে খেলছে । এভাবে শেষ বালক সবকটি বালিকার সঙ্গে খেলছে । যদি b বালকের সংখ্যা এবং g বালিকার সংখ্যা প্রকাম করে,তবে b এর মান কত?-b=g-4
৮. কোনো পরীক্ষায় একটি ছাত্র n সংখ্যক প্রশ্নের প্রথম ২০ টি প্রশ্ন হতে ১৫টি প্রশ্নের শুদ্ধ উত্তর দেয় এবং বাকি প্রশ্নগুলোর এক-তৃতীয়াংশের শুদ্ধ উত্তর দিতে পারে। এভাবে সে যদি ৫০% প্রশ্নের উত্তর দিয়ে থাকে তবে ঐ পরীক্ষায় প্রশ্নের সংখ্যা কত ছিল?- ৫০টি।
৯. একটি লোক খাড়া উত্তর দিকে m মাইল দূরত্ব অতিক্রম করে প্রতি মাইল ২ মিনিটে এবং খাড়া দক্ষিণ দিকে পূর্বস্থানে ফিরে আসে প্রতি মিনিটে ২ মাইল হিType equation here.সেবে। লোকটির গড় গতিবেগ ঘন্টায় কত মাইল?- ৪৮।
১০.নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় ১০ ও ৫ কিমি । নদী পথে ৪৫ কিমি দীর্ঘ পথ একবার অতিক্রম করে আসতে কত ঘন্টা সময় লাগবে ? -১২ ঘন্টা ।
১১. ৮,১১,১৭,২৯,৫৩ –। পরবর্তী সংখ্যাটি কত? – ১০১।
১২. ১৯,৩৩,৫১,৭৩,-- ।পরবর্তী সংখ্যাটি কত?- ৯৯।
১৩. একটি ক্রিকেট দলে যতজন স্ট্যাম্প আউট হলো তার দেড়গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো । এই দলের কতজন কট আউট হলো?- ৩ জন।
১৪নিচের কোন সংখ্যাটি মৌলিক ?—৪৭।
১৫. ১ থেকে ৪৯ পর্যন্ত সংখ্যার গড় কত?- ২৫।
১৬. ১ থেকে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?- ১০ টি।
১৭. চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনিভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল?-২০%।
১৮.আজ রবিবার । ৩৫৩ দিন পর কী বার হবে?- বুধবার
১৯.২.৫ কোন সংখ্যার ০.৫% ?- ৫০০ ।
২০. একজন ব্যাটসম্যানের আটটি ওয়ানডে – তে এভারেজ ৭৫। পরবর্তী ২ ম্যাচে কত রান করলে এভারেজ ৭৭ হবে?- ১৭০ ।
২১.a ও b বিজোড় সংখ্যা । নিচের কোন সংখ্যাটি জোড়?- 2a+4b
২২. যদি FACE = ৬১৩৫ হয় , BHAI=?-২৮১৯।
২৩. ক ও খ দুইটি সংখ্যা । ক-এর এক চতুর্থাংশ ও খ-এর পঞ্চমাংশ এর সমষ্টি ১০। আবার , ক-এর দ্বিগুণ ও খ – এর চারগুণ এর সমষ্টি ১২০ হলে ক ও খ এর মান যথাক্রমে – ১৬,৬৭।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    445 Views
    by rana
    0 Replies 
    364 Views
    by rajib
    0 Replies 
    729 Views
    by shihab
    0 Replies 
    392 Views
    by rana
    0 Replies 
    322 Views
    by kajol

    ১.একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈঘ্য a একক হলে[…]

    1.X=√3+√2 হলে , x^3+1/x^3 এর মান কত? […]

    ১.১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?-উঃ৫০৫০[…]