Get on Google Play

পাটি গণিত বিষয়ক আলোচনা
#8121
১. এক ব্যক্তি তার স্ত্রী চেয়ে ৫ বছরের বড়। তার স্ত্রী বয়স ছেলের বয়সের ৪ গুণ । ৫ বছর পরে ছেলের বয়স ১২ বছর হলে বর্তমান ঐ ব্যক্তির বয়স কত?- ৩৩ বছর ।
২. পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ।৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশগুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত- ৩৬ এবং ৯ বছর।
৩. কোনো শ্রেণিতে ২০ জন ছাত্রীর বয়সের গড় ১২ জন । ৪ জন নতুন ছাত্রী ভর্তি হওয়াতে বয়সের গড় ৪ মাস কমে গেল। নতুন ৪ জন ছাত্রীর বয়সের গড় কত?- ১০ বছর ।
৪. ৬জন পুরুষ , ৮ জন স্ত্রীলোক এবং ১ জন বালকের বয়সের ৩৫ বছর । পুরুষের বয়সের গড় ৪০ বছর এবং স্ত্রীলোকদের বয়সের গড় ৩৪ বছর । বালকের বয়স কত?- ১৩ বছর ।
৫. তিন সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় ২৪ বছর । যদি কোনা সদস্যের বয়সই ২১ বছরের নিচে না হয় তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত হতে পারে?- ৩০ বছর ।
৬. একজন শ্রমিক প্রতিদিন প্রথম ৮ ঘন্টা কাজের জন্য ঘন্টায় ১০ টাকা করে এবং পরবর্তী সময়ের ঘন্টায় ১৫ টাকা করে মজুরি পায় । দৈনিক ১০ ঘন্টা কাজ করলে তার ঘন্টা প্রতি গড় মজুরি কত?-১১ টাকা।
৭. রহিম ১ সপ্তাহে ৪৯ টি চেয়ার বানাতে পারে । ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে সে কয়টি চেয়ার বানাতে পারবে?- ১৯৬টি।
৮. কয়েকজন শ্রমিক একটি কাজ ১৮দিনে করে দিবে বলে ঠিক করে। কিন্তু তাদের মধ্যে ৯ জন অনুপস্থিত থাকায় কাজটি ৩৬ দিনে সম্পন্ন হয় । ৩৬ জন শ্রমিক নিযুক্ত হলে কত দিনে কাজটি সম্পন্ন হতো?-৯দিনে।
৯. তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ৫,৬ ও ৭ ঘন্টায় করতে পারে। দুটি মেশিনে সর্ব্বোচ্চ ক্ষমতার কাজ করে এক ঘন্টায় কতটুকু কাজ করতে পারবে?-১১/৩০।
১০.ক যে কাজ ১২ দিনে করে খ সেই কাজ ১৮ দিনে করে । ক কাজটির ২/৩ অংশ করার পর বাকি অংশ খ একা সম্পূর্ণ করল । কত দিনে কাজটি শেষ হলো । - ১৪দিন।
১১. একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৩মিটার , প্রস্থ ২ মিটার ও উচ্চতা ৪ মিটার । এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে?-২৪০০০ লিটার ।
১২. ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ১৮৫ মাইল । চট্টগ্রাম থেকে একটি বাস ঘন্টায় প্রথম ৮৫ মাইল যাওয়ার পর পরবর্তী ১০০ মাইল কত সময়ে গেলে গড়ে ঘন্টায় ৫০ মাইল যাওয়া হবে?- ১০২ মিনিট।
১৩.ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০কিমি ।ঢাকা হতে একটি ট্রেন সকাল ৭টায় ছেড়ে গিয়ে বিকেল ৩টায় চট্টগ্রাম পৌছে ।ট্রেনটির গড় গতিবেগ ঘন্টায় কত ছিল?- ৩৭.৫ কি.মি.।
১৪. ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব ৪৫ মাইল । করিম ঘন্টায় ৩ মাইল বেগে হাঁটে এবং রহিম ঘন্টায় ৪ মাইল বেগে হাঁটে । করিম ঢাকা থেকে রওনার এক ঘন্টা পর রহিম টাঙ্গাইল থেকে ঢাকা রওয়ানা হয়েছে । রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে?- ২৪।
.১৫. একটি বানর ১৩ মিটার উচু পিচ্ছিল বাঁশের উপর উঠতে প্রথম সেকেন্ডে ৩ মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে ১ মিটার নেমে আসে। বানরটি কত সেকেন্ডে উক্ত বাঁশের উপর উঠবে?-১১ সেকেন্ডে।
১৬. একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘন্টায় ৫ মাইল যায় এবং ৪ ঘন্টায় প্র্রাথমিক অবস্থানে ফিরে আসে । তার মোট ভ্রমণে প্রতি ঘন্টায় গড়বেগ কত?-১২/৩।
১৭. প্রকৃত গতিবেগ ঘন্টায় ৭ কি.মি এরূপ নৌকার নদীর স্রোতের অনুকূলে ৩৩ কিমি পথ যেতে ৩ ঘন্টা সময় লাগবে?-১২ ঘন্টা ।
১৮. দাঁড় বেয়ে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় যায় ১৫ কিমি এবং স্রোতের প্রতিকূলে যায় ঘন্টায় ৫ কিমি। স্রোতের বেগ নির্ণয় করুন।–ঘন্টায় ৫কিমি ।
১৯.৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাসের হার কত?-৩০%।
২০. যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে, তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না ?-২০%।
২১.কোনো স্কুলে ৭০% মিক্ষার্থী ইংরেজিএবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাস করেছে । কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যুদ উভয় বিষয়ে ৩০০ জন শিক্ষার্থী পাস করে থাকে তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?৫০০ জন।
২২.একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় ৩০% পরীক্ষার্থী পাস করেছে । যারা পাস করতে পারেননি তাদের ১২ জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং ৩০ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি । কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে?- ৬০ জন।
২৩. একটি ১০,০০০ টাকার বিলের ওপর এককালীন ৪০% কমতি এবং পর পর ৩৬% ও ৪% কমতির পার্থক্য কত টাকা? – ১৪৪ টাকা।
২৪.ক-এর বেতন খ-এর বেতন অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশি হলে খ-এর বেতন ক – এর বেতন অপেক্ষা কত টাকা কম ?- ২৫.৯৩ টাকা।
২৫.কোন পরীয়৯০% পরীক্ষার্থী ইতিহাসে এবং ৮৫ % পরীক্ষার্থী ভুগোলে কৃতকার্য হল । যদি উত্তম বিষয়ে কেউ ফেল না কবে এবং উভয় বিষয়ে ২২৫ জন পাস করে থাকে তবে ঐ পরীক্ষায় কতজন অংশগ্রহণ করেছিলেন?- ৩০০জন ।

     ক্যালডীয় সভ্যতার স্থপতি –নেবুচাঁদনেজার। […]

    বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত?-উঃ ঢা[…]

     ব্যাসবাক্যের অপর নাম কি?-উঃ বিগ্রহবাক্য।  সমাস […]

     প্রভাবতী সম্ভাবষণ কার রচনা ?-উঃ ঈশ্বরচন্দ্র বিদ্[…]