Get on Google Play

পাটি গণিত বিষয়ক আলোচনা
#8114
১. ০.৪৭ কে সাধারণ ভগ্নাংশে পরিণত করলে কত হব?-৪৩/৯০।
২.এক ব্যাক্তি তার মোট সম্পত্তির ৩/৭ অংশ ব্যয় করার পরে অবশিষ্টের ৫/১২ অংশ ব্যয় করে দেখলেন যে তর নিকট ১০০০ টাকা রয়েছে ।তার মোট সম্পত্তির মূল্য কত?- ৩০০০ টাকা।
৩.(১২৫/২৭) –এর সহজ প্রকাশ- ৯/২৫ ।
৪. এক গোয়ালা তার n সংখ্যক গাভীকে চার পুত্রের মধ্যে নিম্ন লিখিতভাবে বন্টন করে দিল : প্রথম পুত্রকে ১/২ অংশ, দ্বিতীয় পুত্রকে ১/৪ অংশ , তৃতীয় পুত্রকে ১/(৫ ) অংশ এবং বাকি ৭ টি গাভী চতুর্থ পুত্রকে দিল । ঐ পোয়ালার গাভীর সংখ্যা কত ছিল ?-১৪০ টি।
৫. এক ব্যক্তি মাসিকবেতনের ১/৪০ অংশ মহার্ঘভাতা পান । তার মাসিক বেতন ১৬০০ টাকা হলে , তার মহার্ঘতা কত ?- ৪০ টাকা।
৬. একটি বাঁশের ২/৫ অংশ লাল , ১/৪ অংশ কাল ও ১/৩ অংশ সবুজ কাগজে আবৃত এবং অবশিষ্ট অংশ ৬ মিটার হলে, বাঁশটির মোট দৈর্ঘ্য কত?- ৩৬০ মিটার ।
৭.কোন লঘিষ্ট সংখ্যার সাথে যোগ করলে যোগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে?-৭০।
৮. লব্ধিবল কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩,৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে১?- ৩১।
৯. দুটি সংখ্যার গ . সা. গু বিয়োগফল এবং ল.সা.গু যথাক্রমে ১২, ৬০ এবং ২৪৪৮। সংখ্যা দুটি কত?-১৪৪,২০৪।
১০. দুটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুটির ল.সা.গু ৯৬ হলে গ. সা. গু কত?- ১৬ ।
১১. দুটি সংখ্যার অনুপাত ৫:৬ এবং তাদের গ. সা. গু ৪ হলে সংখ্যা দুটির ল.সা.গু . কত ?-১২০।
১২.কতগুলো ঘন্টা একসাথে বাজার পর ১০ সে. ,১৫ সে., ২০ সে., এবং ২৫ সেকেন্ড পর পর বাজতে থাকলে । এগুলো আবার কতক্ষণ পর একত্রে বাজবে?- ৫ মি.।
১৩.একটি জারে দুধ ও পানির অনুপাত ৫:১। দুথের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত?- ২ লিটার ।
১৪. ৭২ কেজি ওজনবিশিষ্ট একটি মিশ্রণ A – এর ১৭ ভাগ,B –এর ৩ ভঅগ এবং C-এর ৪ ভাগ দ্বারা গঠিত । মিশ্রণে B কতটুকু আছে ?- ৯ কেজি।
১৫.একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম । এতে সোনা ওতামার অনুপাত ৩:১। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪:১ হবে?-৪ গ্রাম ।
১৬. দুটি সংখ্যার অনুপাত ৫:৮ । উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২:৩ হয় । সংখ্যা দুটি কি কি?-১০ ও ১৬।
১৭. ৫:১৮ , ৭:২ এবং ৩:৬ এর মিশ্র কত হবে?- ৩৫:৭২।
১৮. ৬০ লিটার কেরোসিন ও পেট্রোল মিশালে অনুপাত ৭:৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩:৭ হবে?- ৮০।
১৯. করিম ও রহিমের বেতনের অনুপাত ৭:৫ ; করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা ৪০০ টাকা বেশি । রহিমের বেতন কত?-১০০০ টাকা।
২০. এক খণ্ড রাশিকে ৩:৪ অনুপাতে কর্তন করা হল । কৃহত্তর অংশ ১২.৮ মিটার হলে , ক্ষুদ্রতম অংশ হবে- ৯.৬।
২১.একটি রাশি অপর রাশির ৬৪% হলে, রাশি অনুপাত কত?-১৬:২৫।
২২.দুটি রাশির অনুপাত ৭:১২। উত্তর রাশি ৯৬ হলে পূর্ব রাশি কত?- ৫৬।
২৩. সমানুপাতের দ্বিতীয় ও তৃতীয় রাশিকে বলে- মধ্য রাশি ।
২৪. ৪:৯-এর ব্যস্তানুপাত কত?- ৯:৪।
২৫. ১:২০০০ স্কেলে একটি শহরের ম্যাপ আঁকা আছে । ১.২ কি.মি. দীর্ঘ একটি রাস্তার দৈর্ঘ্য ম্যাপে কত হবে?- ৬০ সে.মি.।
    Similar Topics

    ১.একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈঘ্য a একক হলে[…]

    1.X=√3+√2 হলে , x^3+1/x^3 এর মান কত? […]

    ১.১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?-উঃ৫০৫০[…]