Get on Google Play

পাটি গণিত বিষয়ক আলোচনা
#8104
১,৩,৬,১০,১৫,২১-------------- ধারাটির দশম পদ কত ?- ৫৫।
২. টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হভে?- ৫০%।
৩. পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত?- ১৫।
৪. একটি সংখ্যা ৩০১ হতে যত বড় ৩৮১ হতে তত ছোট । সংখ্যাটি কত?-৩৪১।
৫. ১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ তাদের সমষ্টি কত? – ১০৭।
৬. ৪০ সংখ্যাটি a হতে ১১ কম । গাণিতিক আকারে প্রকাশ করলে কি হবে?- a=৪০+১১।
৭. পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত?-১।
৮. ৪টি ১ টাকার নোট ও ৮টি ২ টাকার নোট একত্রে ৮টি ৫ টাকার নোটের কত অংশ ?- ১/২।
৯. পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল হবে- ১৫।
১০. ৬০ থেকে ৮০ এর বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে- ১৮।
১১. ৯, ৩৬, ৮১,১৪৪ ……………এর পরবর্তী সংখ্যা কত?- ২২৫।
১২. যদি ১৫টি পোশাকের মধ্যে শতকরা ৪০ ভাগ পোশাক শর্ট হয় তবে ১৫টি পোশাকের মধ্যে কতটি শর্ট নয়?-৯।
১৩. কোন ভগ্নাংশটি লঘিষ্ঠ আকারে প্রকাশিত ?- ১১৩/৩৫৫।
১৪. ২ এবং ৩২ এর মধ্যে মেওলিক সংখ্যা কয়টি ?-১০টি।
১৫. ১,১,২,৩,৫,৮…………এই সংখ্যা পরস্পরায় অষ্টম পদ কত?-২১।
১৬. একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘন্টায় ৫ মাইল যায় এবং ৪ ঘন্টায় প্রাথমিক অবস্থানে ফিরে আসে । তার মোট ভ্রমণে প্রতি ঘন্টায় গড়বেগ কত?- ১২/৩ ।
১৭. ১ ,২,৩,৫,৮,১৩,২১,৩৪,………… ধারাটির পরবর্তী সংখ্যা কত?- ৫৫ ।
১৮. যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কতত কমালে , তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না ?- ২০%।
১৯. একটি সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট । সংখ্যাটি কত?- ৭৩৫।
২০.দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত-১০০।
২১. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরে ?- ৫৪০ ।
২২. একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময়ে ৪ বার লাফ দেয়, খরগোশ সে সময়ে ৫বার লাফ দেয়। কিন্তু খরগোশ ৪ লাফে যতদূর যায় ,কুকুর ৩ লাফে ততদূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত?- ১৬:১৫।
২৩. পরপর দশটি সংখ্যার প্রথম ৫টির যোগফল ৫৬০ হলে শেষ ৫টির যোগফল কত?- ৫৮০।
২৪.১২ ও ৯৬ এর মধ্যে কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য ?-২২।
২৫. তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ৫,৬, ও ৭ ঘন্টায় করতে পারে। দুটি মেশিনে সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘন্টায় কাজ করে এক ঘন্টায় কতটুকু কাজ করতে পারবে? - -১১/৩০।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    729 Views
    by shihab
    0 Replies 
    364 Views
    by rajib
    0 Replies 
    445 Views
    by rana
    0 Replies 
    392 Views
    by rana
    0 Replies 
    315 Views
    by shihab

    ১.একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈঘ্য a একক হলে[…]

    1.X=√3+√2 হলে , x^3+1/x^3 এর মান কত? […]

    ১.১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?-উঃ৫০৫০[…]