Get on Google Play

পাটি গণিত বিষয়ক আলোচনা
#1085
প্রশ্ন ১। ১৫টি চেয়ার ও ৬টি টেবিলের মূল্য একত্রে ১৯৮০০ টাকা। একটি টেবিলের মূল্য ১৮০০ টাকা।

(ক) ৬টি টেবিলের মূল্য কত?
(খ) ১৫টি চেয়ারের মূল্য বের করতে হলে কী করতে হবে?
(গ) ১টি চেয়ারের মূল্য নির্ণয় কর।

প্রশ্ন ২। ২টি গরু ও ৩টি খাসির মূল্য একত্রে ৪৫০৮০ টাকা। একটি খাসির মূল্য ৪৫৬০ টাকা।

(ক) ২টি গরুর মূল্য কত?
(খ) ১টি খাসি অপেক্ষা ১টি গরুর মূল্য বেশি কত টাকা?
(গ) ২টি খাসি ও ৩টি গরুর মূল্য একত্রে কত টাকা?
ঘ) ৬টি খাসির মূল্য ৩টি গরুর মূল্য অপেক্ষা কত টাকা কম অথবা বেশি?

প্রশ্ন ৩। চারটি সংখ্যার যােগফল ৪৬৮৫২০। প্রথম দুইটি সংখ্যা ৭৩৫৮৪ ও ৬৪২০৯। তৃতীয় সংখ্যা প্রথম সংখ্যা অপেক্ষা ১৪৮৫ কম।

(ক) প্রথম দুইটি সংখ্যার যােগফল কত?
(খ) তৃতীয় সংখ্যাটি কত?
(গ) চতুর্থ সংখ্যাটি কত?

প্রশ্ন ৪। ২টি গরু এবং ৩টি ছাগলের মূল্য একত্রে ৪৫,০৮০ টাকা। একটি ছাগলের মূল্য ৪৫৬০ টাকা।

(ক) তিনটি ছাগলের মূল্য কত?
(খ) একটি গরুর মূল্য ও ৫টি ছাগলের মূল্য একত্রে কত টাকা হবে?
(গ) ৪টি গরু এবং ৫টি ছাগলের মূল্য একত্রে কত টাকা হবে?

প্রশ্ন ৫। একজন শ্রমিক সপ্তাহে ১৪০০ টাকা আয় করেন। এ তথ্য ব্যবহার করে নিচের প্রশ্নগুলাের উত্তর দাও :

(ক) তিনি একদিনে কত টাকা আয় করবেন?
(খ) তিনি একমাসে (৩০ দিনে) কত টাকা আয় করবেন?
(গ) তিনি এক বছরে (৩৬৫ দিনে) কত টাকা আয় করবেন?
(ঘ) তিনি কতদিনে ৩০০০ টাকা আয় করবেন?

প্রশ্ন ৬। একটি ডিপার্টমেন্টাল স্টোর থেকে জাহিদুল হাসান ৪০ কেজি চাল, ২৬৫ টাকার সয়াবিন তেল এবং ৫৫০ টাকার মাছ কিনলেন। প্রতি কেজি চালের মূল্য ৫৫ টাকা। তিনি চারটি ১০০০ টাকার নােট দিলেন।

(ক) তিনি কত টাকার চাল কিনলেন?
(খ) তিনি মােট কত টাকা খরচ করলেন?
(গ) দোকানদার তাকে কত টাকা ফেরত দিলেন?

প্রশ্ন ৭। তিনটি ঘণ্টা একত্রে বেজে ৯, ১২, ১৫ মিনিট পর পর বাজতে লাগল।

(ক) কতক্ষণ পর ঘন্টাগুলাে একত্রে বাজবে তা বের করতে হলে কী করতে হবে?
(খ) আবার কতক্ষণ পর ঘন্টা গুলাে একত্রে বাজবে?
(গ) যদি ঘন্টা গুলাে ৬, ৯ ও ১২ মিনিট পর পর বাজে, তাহলে কতক্ষণ পরে ঘণ্টা গুলাে আবার একত্রে বাজবে?

প্রশ্ন ৮। কিছু টাইলস আছে যার প্রত্যেকটির দৈর্ঘ্য ৮ সে.মি. এবং প্রস্থ ৬ সে.মি.। আমরা টাইলস গুলােকে মেঝেতে বসিয়ে একটি বর্গক্ষেত্র বানাতে চাই।

(ক) সবচেয়ে ছােট বর্গক্ষেত্রটির একবাহুর দৈর্ঘ্য কত সে.মি.?
(খ) সবচেয়ে ছােট বর্গক্ষেত্র বানানাের জন্য কয়টি টাইলস প্রয়ােজন?
(গ) আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র বানানাের জন্য কয়টি টাইলস প্রয়ােজন?

প্রশ্ন ৯। তিনটি ভিন্ন রঙের ঘন্টা আছে। লাল রঙের ঘন্টা ১৮ মিনিট পর পর, হলুদ রঙের ঘণ্টা ১৫ মিনিট পর পর এবং সবুজ রঙের ঘন্টা ১২ মিনিট পর পর বাজে।

(ক) লাল রঙের ঘন্টা এবং হলুদ রঙের ঘন্টা বাজার সময়ের গ.সা.গু.নির্ণয় কর।
(খ) তিনটি ঘণ্টা বাজার সময়ের ল.সা.গু. কত?
(গ) ঘন্টাগুলাে সন্ধ্যা ৬ টায় একসাথে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে?

প্রশ্ন ১০। একজন শিক্ষক ৪০ জন ছাত্র এবং ২৪ জন ছাত্রীকে কত গুলাে দলে ভাগ করে দিলেন যেন প্রত্যেক দলে ছাত্র ও ছাত্রীর সংখ্যা সমান থাকে এবং কোনাে শিক্ষার্থী অবশিষ্ট না থাকে।

(ক) ছাত্র ও ছাত্রী সংখ্যাদ্বয়ের গ.সা.গু. কত?
(খ) শিক্ষার্থীদেরকে সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে?
(গ) প্রতি দলে কতজন ছাত্র এবং ছাত্রী থাকবে?

প্রশ্ন ১১। ভগ্নাংশগুলি লক্ষ কর :২, ১৬, ৪

(ক) ভগ্নাংশগুলির হরের ল.সা.গু. কত?
(খ) ভগ্নাংশগুলিকে সমহরবিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর কর।
(গ) ভগ্নাংশগুলিকে ছােট থেকে বড় ক্রমানুসারে সাজাও।

প্রশ্ন ১২। দুইটি ভগ্নাংশের যােগফল ১০। বড় সংখ্যাটি ৫।
(ক) বড় সংখ্যাটিকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ কর।।
(খ) ছােট ভগ্নাংশটি কত?
(গ) ভগ্নাংশ দুইটির পার্থক্য নির্ণয় কর।

প্রশ্ন ১৩। ইসমাইল সাহেব তার সম্পত্তির অংশ ছেলেকে, ২. অংশ মেয়েকে এবং বাকি অংশ স্ত্রীকে ভাগ করে দিলেন।

(ক) অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? উদাহরণ দাও।
(খ) ছেলে ও মেয়ে একত্রে কত অংশ পেল?
(গ) তার স্ত্রী সম্পত্তির কত অংশ পেলেন?

প্রশ্ন ১৪। চাষি গফুর মিয়া তার এক খণ্ড আয়তাকার জমির । অংশে ধান, অংশে পাট এবং ২১০ বর্গমিটারে আখ চাষ করলেন।

(ক) তিনি মােট কত অংশে ধান ও পাট চাষ করলেন?
(খ) তিনি কত অংশে আখ চাষ করলেন?
(গ) সম্পূর্ণ জমির পরিমাণ কত?
(ঘ) তিনি কত বর্গমিটার জমিতে ধান চাষ কলেন?

প্রশ্ন ১৫। একটি পাত্রের পায়েসে এ অং অংশ দুধ এবং ২ লিটার পানি আছে।

(ক) পায়েসে মােট কত অংশ চিনি এবং দুধ রয়েছে?
(খ) কত অংশ পানি রয়েছে?
(গ) পাত্রে কত লিটার পায়েস রয়েছে?
(ঘ) পায়েসে কত লিটার দুধ রয়েছে?

১৬। তিন সন্তান ও তাদের পিতার গড় বয়স ১৭ বর। তিন সন্তান ও তাদের মাতার গড় বয়স ১৫ বছর। মায়ের বয়স ৩০ বছর।

(ক) তিন সন্তান ও তাদের পিতার বয়সের যােগফল কত?
(খ) পিতার বয়স কত?
(গ) মাতার বয়স কত?
(ঘ) পিতা, মাতা ও তিন সন্তানের মােট বয়স কত?

প্রশ্ন ১৭। পঞ্চম শ্রেণির ৮ জন শিক্ষার্থীর ওজন যথাক্রমে ৩২ কেজি, ২৮ কেজি, ৩০ কেজি, ৩৪ কেজি, ২৮ কেজি, ৩৪ কেজি, ৩২ কেজি এবং ৩০ কেজি।

(ক) প্রথম ৩ জন শিক্ষার্থীর গড় ওজন কত?
(খ) শেষ ৪ জন শিক্ষার্থীর গড় ওজন কত?
(গ) প্রথম ৩ জন ও শেষ ৩ জনের গড় ওজনের পার্থক্য কত?
(ঘ) সকল শিক্ষার্থীর গড় ওজন কত?

প্রশ্ন ১৮। পিতা ও তিন সন্তানের বয়সের গড় ১৪ বছর। মাতা ও ঐ তিন সন্তানের বয়সের গড় ১২ বছর। ঐ তিন সন্তানের বয়সের গড় ৫ বছর।

(ক) তিন সন্তানের বয়সের যােগফল কত?
(খ) মাতার বয়স কত?
(গ) পিতা ও মাতার বয়সের গড় কত?

প্রশ্ন ১৯। এক ঝুড়ি ফলের ওজন ২৩.৪৫৬ কেজি এবং প্রতি কেজি ফলের দাম ২.৫০ টাকা।

(ক) ১০ ঝুড়ি ফলের ওজন কত?
(খ) ১২৫ টাকায় কত কেজি ফল কেনা যাবে?
(গ) ২৮১.৪৭২ কেজি ফল রাখতে কতটি ঝুড়ি লাগবে?

প্রশ্ন ২০। একটি গাড়ি প্রতি সেকেন্ডে ০.০২ কি, মি, যায়।

(ক) গাড়িটির প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ কর।
(খ) গাড়িটি ১ মিনিটে কত কি. মি. যায়?
(গ) গাড়িটি ১ ঘণ্টায় কত মিটার যায়?

প্রশ্ন-২১। ১টি কলমের দাম ৫.৫ টাকা এবং ১টি পেন্সিলের দাম ১২.৫ টাকা।

(ক) ১৫টি কলমের দাম কত?
(খ) ৫৫ টাকায় কতটি কলম পাওয়া যাবে?
(গ) ২৫০ টাকায় কতটি পেন্সিল, পাওয়া যাবে?

প্রশ্ন ২২। মৌয়ের ওজন ২৫.৫ কেজি, তার ছােট বােন এবং মায়ের ওজন যথাক্রমে তার ওজনের ০.৬ গুণ এবং ২.৯ গুণ।

(ক) মৌয়ের ছোট বােনের ওজন কত?
(খ) মৌয়ের চেয়ে তার ছােট বােনের ওজন কত কম? |
(গ) মায়ের ওজন মেয়ের চেয়ে কত বেশি?
(ঘ) তিন জনের ওজনের সমষ্টি নির্ণয় কর।

প্রশ্ন ২৩। আবিদ ৫ টাকা দামের ৪০টি চকলেট কিনলাে।

(ক) আবিদ মােট কত টাকার চকলেট কিনলাে?
(খ) ১০% লাভ করতে হলে তাকে চকলেটগুলাে কত টাকায় বিক্রি করতে হবে?
(গ) ২৪০ টাকায় চকলেটগুলো বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

প্রশ্ন ২৪। একটি বই ১৮০ টাকায় কিনে ১৯৮ টাকায় বিক্রি করা হলাে।

(ক) বইটি বিক্রি করে কত টাকা লাভ হলাে?
(খ) ৫টি বই বিক্রি করে কত টাকা লাভ হবে?
(গ) শতকরা লাভের পরিমাণ নির্ণয় কর।
(ঘ) ২০৭ টাকায় বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হবে?

প্রশ্ন ২৫। রহিম সাহেব বার্ষিক ৫% মুনাফায় ৩০০ টাকা ব্যাংকে রাখলেন।

(ক) রহিম সাহেব ১ বছর পর কত টাকা মুনাফা পাবেন?
(খ) তিনি ৫ বছর পর কত টাকা মুনাফা পাবেন?
(গ) কত বছরে তিনি ৬০ টাকা মুনাফা পাবেন?

প্রশ্ন ২৬। রাকিব ৫০০ টাকা ব্যাংকে জমা রেখে ৪ বছরে ১৪০ টাকা মুনাফা পেল।

(ক) ৫০০ টাকার ১ বছরের মুনাফা কত?
(খ) ১ টাকার ১ বছরের মুনাফা কত?
(গ) শতকরা বার্ষিক মুনাফার হার কত?
(ঘ) একই হার মুনাফায় ৫ বছর পর মুনাফা কত টাকা হবে?

প্রশ্ন ২৭। মাহফুজের ওজন ৪২ কেজি ৩৪০ গ্রাম এবং ইকাজের ওজন ৫১ কেজি ৪৫০ গ্রাম।

(ক) মাহফুজের ওজনকে হেক্টোগ্রামে প্রকাশ কর।
(খ) দুই জনের ওজনের পার্থক্য নির্ণয় কর।
(গ) তাদের দুই জনের মােট ওজনকে ডেকাগ্রামে প্রকাশ কর।
(ঘ) কাজের ওজনকে টনে প্রকাশ কর।

প্রশ্ন ২৮। একটি ঘরের মেঝের দৈর্ঘ্য ১৬ মিটার ও প্রস্থ ১২ মিটার।

(ক) ঐ ঘরের মেঝের ক্ষেত্রফল কত?
(খ) যদি ঐ ঘরের মেঝে ট্যালি দ্বারা ঢাকতে চাও তাহলে ১ বর্গমিটারের কতটি ট্যালি লাগবে?
(গ) যদি ১ বর্গমিটারের ১টি ট্যালির মূল্য ২০০ টাকা, হয়, তাহলে অনুরূপ ২টি ঘরের মেঝে ট্যালি দিয়ে ঢাকতে ট্যালি বাবদ কত টাকা খরচ হবে?

প্রশ্ন ২৯। ১২ বছর ৫ মাস ১ দিন।

(ক) ১ দিনে কত সেকেন্ড?
(খ) ১২ বছর ৫ মাস ১ দিনকে ঘণ্টায় প্রকাশ কর।

প্রশ্ন ৩০। তমাল কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে ফেনী রেলস্টেশন থেকে। সকাল ৯ টা ৩০ মিনিটে যাত্রা শুরু করে ১৪টা ৪০ মিনিটে ঢাকা পৌঁছালাে।

(ক) ঢাকায় পৌঁছাতে ট্রেনটির কত ঘন্টা লাগল?
(খ) যান্ত্রিক অসুবিধায় ট্রেনটির ৪৫ মিনিট বিলম্ব হলে, ২৪ ঘণ্টা সময় সূচিতে কয়টায় পৌঁছাবে?

Raisul Islam Hridoy
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]