Get on Google Play

পাটি গণিত বিষয়ক আলোচনা
#7641
১.দুটি বৃত্তের ব্যাসের অনুপাত ৩:২ হলে বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?-৯:৪।
২. 4 % হার সুদে কোন টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা হলে মূলধন কত?- 625
৩.কোন শ্রেনিতে ২৫ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর । শিক্ষকসহ তাদের বয়সের গড় ১১ বছর হলে শিক্ষকের বয়স কত বছর -৩৬ বছর ।
৪.শতকরা বার্ষিক কত মুনাফায় ৩০০০ টাকার ৫ বছরের মুনাফা ১৫০০টাকা হবে?-১০%
৫.একটি গাড়ি প্রতি সেকেণ্ডে ১৫ মিনিট অতিক্রম করে । গাড়িটির গতিবেগ প্রতি ঘন্টায় কত কিলোমিটার?=৫৪।
৬. ২০ থেকে ১০০ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কতটি?-১৭ টি।
৭. একটি মোটর সাইকেল ১২% ক্ষতিতে বিক্রি করা হলো । যদি বিক্রয়মূল্য ১২০০ টাকা বেশি হতো , তাহলে ৮% লাভ হতো । মোটর সাইকেলের ক্রয়মূল্য -৬০০০ টাকা।
৮. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২ বার ঘুরে । চাকাটি ৫ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে?-৩৬০ ডিগ্রি ।
৯. ৯,৩৬,৮১,১৪৪-এর পরবর্তী সংখ্যা কত? -২২৫।
১০. এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে দাঁড় বেয়ে ৯০ মিনিটে ৩ কি.মি. যায়। নদীতে স্রোতের বেগ ঘন্টায় ২ কি. মি. হলে , স্রোতের অনুকূলে ফিরে আসতে ঐ ব্যাক্তির কত সময় লাগবে ? - ৩০ মিনিট।
১১.ক একটি কাজ ২৫ দিনে করে । খ, ক-এর চাইতে ২৫% বেশি কর্মক্ষম । তাহলে খ কাজটি কত দিনে করতে পারবে।-২০ দিন।
১২.বেলা ২ টা ২০ মিনিটে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান কত ? ৫০ ডিগ্রি
১৩. মিতা একটি কাজ ১০ দিনে করতে পারে । রিতা সেই কাজ ১৫ দিনে করতে পারে । তারা একত্রে কত দিনে কাজটি করতে পারবে?-৬ দিন।
১৪. একটি বইয়ের মূল্য ২৪ টাকা ।এ মূল্য প্রকৃত মূল্যের ৮০%। বাকি মূল্য সরকার ভর্তুকি দিলে প্রতি বই এ ভর্তুকি কত টাকা -৬ টাকা।
১৫.একটি আয়তকার বাগানের ক্ষেত্রফল ৪০০ বর্গমিটার এবং প্রস্থ ১৬ মিটার হলে বাগানটির পরিসীমা কত?-৮২ মিটার।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2073 Views
    by tamim
    0 Replies 
    1684 Views
    by raja
    0 Replies 
    2565 Views
    by sajib
    0 Replies 
    2494 Views
    by rajib
    0 Replies 
    2121 Views
    by kajol
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]