Get on Google Play

পাটি গণিত বিষয়ক আলোচনা
#4019
মূলদ সংখ্যা কাকে বলে?
= যে সকল সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা দ্বারা ভগ্নাংশ গঠন করে a/b (যেখানে a ও b স্বাভাবিক সংখ্যা) আকারে প্রকাশ করা যায় সেই সকল সংখ্যাকে মূলদ সংখ্যা বলে।
**শূন্য, স্বাভাবিক সংখ্যা, প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশ সকলেই মূলদ সংখ্যা।
**প্রত্যেক পূর্ণ সংখ্যা একটি মূলদ সংখ্যা।
যেমন- ০, ১, ২, ৪, ৫, ১/১২, ৫/৩, √৮১ ইত্যাদি মূলদ সংখ্যা। এখানে √৮১ মূলদ সংখ্যা।
কারণ ৮১ এর পূর্ণবর্গ সংখ্যা √৮১=৯।
**যদি দশমিকের পরের ঘরগুলো সসীম হয় অর্থাৎ গননা করা যায়, তবে সংখ্যাটি মূলদ। যেমন –
৫.৩৪৫, ২.৩৫ ইত্যাদি।
**দশমিকের পরের ঘরগুলো যদি অসীম আকারে থাকে তবে সংখ্যাটি মূলদ। যেমন –
৫.৩৩৩------
**সকল পৌণপৌনিক যুক্ত সংখ্যা মূলদ সংখ্যা।

অমূলদ সংখ্যা কাকে বলে?
=যে সকল সংখ্যাকে a/b আকারের ভগ্নাংশরূপে প্রকাশ করা যায় না সেগুলোকে অমূলদ সংখ্যা বলে।
**পূর্ণবর্গ নয় এমন যে কোন স্বাভাবিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। যেমন -√২, √৩, √৫ ইত্যাদি অমূলদ সংখ্যা।
***৩√২, ৩√৪, ৪√৫, ইত্যাদি সংখ্যাও অমূলদ।
***দশমিকের পরের ঘরগুলো যদি ভিন্ন ভিন্ন আকারে অসীম হয়, তবে সংখ্যাটি অমূলদ। যেমন –
৫.৩৫৭৬ ----

১. √৩ সংখ্যাটি কি সংখ্যা? (প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সংকেত পরিদপ্তরের সাইফার অফিসার: ০৫)
-একটি অমূলদ সংখ্যা
২.√৫ কি ধরনের সংখ্যা? (আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুটেন্ট: ০৫)
-একটি অমূলদ সংখ্যা
৩.৩√৫ সংখ্যাটি কী ধরনের সংখ্যা? (উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা:১১)
-একটি অমূলদ সংখ্যা
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    59 Views
    by zahangir
    0 Replies 
    1151 Views
    by rana
    1 Replies 
    1508 Views
    by Abrar
    0 Replies 
    529 Views
    by rafique

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]