Get on Google Play

পাটি গণিত বিষয়ক আলোচনা
#1462
প্রথম একটি গ্লাসে দুধ ও পানির ওজনের অনুপাত ৫ঃ৬।দ্বিতীয় গ্লাসটিতে মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৭ঃ৪।তৃতীয় গ্লাসে দুধ ও পানির অনুপাত ৬ঃ৫।১ম,২য় ও ৩য় গ্লাসে পর্যায়ক্রমে ২ঃ৩ঃ৪ চিনি মিশ্রন করলে তিন গ্লাস একত্রে করে দুধ,পানি ও চিনির অনুপাত নির্ণয় কর।
#1463
দুধ:পানি:চিনি=১৮:১৫:৯ বা ৬:৫:৩ (উত্তর)

প্রথম গ্লাসে, দুধ:পানি:চিনি=৫:৬:২
দ্বিতীয় গ্লাসে, দুধ:পানি:চিনি=৭:৪:৩
তৃতীয় গ্লাসে, দুধ:পানি:চিনি=৬:৫:৪

তাহলে তিনটি গ্লাসের সামষ্টিক অনুপাত হচ্ছে,
(১ম গ্লাসের দুধ+২য় গ্লাসের দুধ+৩য় গ্লাসের দুধ):(১ম গ্লাসের পানি+২য় গ্লাসের পানি+৩য় গ্লাসের পানি):(১ম গ্লাসের চিনি+২য় গ্লাসের চিনি+৩য় গ্লাসের চিনি)=(৫+৭+৬):(৬+৪+৫):(২+৩+৪)
= ১৮:১৫:৯
= ৬:৫:৩ (সকলকে ৩ দ্বারা ভাগ করে)
সুতরাং, মোট দুধ:পানি:চিনি=৬:৫:৩ (উত্তর)

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]