- Sun Jun 16, 2019 1:26 pm#1450
এই জাপানি প্রবাদগুলো আপনার নিজের প্রতি বিশ্বাস ফিরিয়ে আনবে।
১. "ধূলিকণা স্তুপ করলেও তা পাহাড়ে পরিণত হয়।"
২. "হাজার বছরের অর্জিত সম্মান নষ্ট হতে এক ঘন্টা যথেষ্ট।"
৩. "যখন কেউ প্রেমে পড়ে, প্রেমিক বা প্রেমিকার মুখের গুটিবসন্তও টোল পড়েছে বলে মনে হয়।"
৪. "কারো সাথে তর্ক করার আগে সাতবার ভাবুন।"
৫."যদি কোন সমস্যার সমাধান করা যায়, তবে সেটি নিয়ে চিন্তিত হওয়ার কিছুই নেই। আর যেসব সমস্যার সমাধান করা যাবে না সেটা নিয়ে চিন্তা করাও বোকামি।"
৬. "যেখানে যাবেন সেখানকার রীতি অনুসরণ করবেন।"
৭. "জিহ্বা তিন ইঞ্চি লম্বা হলেও, এটি একটি পূর্নাঙ্গ মানুষকে হত্যা করতে পারে।"
৮. "স্বামী-স্ত্রীর সম্পর্ক এমন হওয়া উচিতঃ যেমনটা হাত ব্যথা পেলে চোখ কান্না করে, চোখ কান্না করলে হাত অশ্রু মুছে দেয়।"
৯. "যদি আপনি সবকিছু বুঝতেন বা জানতেন আপনাকে অবশ্যই জাদুঘরে রাখা হতো!"
১০. "আমরা সফলতা থেকে অল্প কিছু শিখি, কিন্তু ব্যর্থতা থেকে অনেক কিছুই শিখতে পারি।"
১১. "ক্রন্দনরত মুখ মৌমাছির হুঁল।" তখন সে যে কাউকেই অকথ্য ভাষার হুঁল ফোটাতে পারে।
১২. "মাঝে মাঝে বানরও গাছ থেকে পড়ে যায়।"
১৩. "যদি আপনি নিজে নিজেই সবকিছু করতে চান, কিছুদূর গিয়ে আপনি নিজেকে একা দেখতে পাবেন।"
১৪. "অযোগ্য ব্যক্তিকে যোগ্যতর চেয়ারে বসানো উচিত নয়।"
১৫. "একই রোগে আক্রান্ত ব্যক্তিরা পরস্পর সমব্যাথী হয়।"
১৬. "দক্ষ ঈগল থাবা লুকিয়ে রাখে।"
১৭. "বিনামূল্যের বস্তুর চেয়ে ব্যয়বহুল কিছু নাই।"
১৮. "অপেক্ষা করলেই কাঙ্খিত বস্তু লাভ করা যায়।"
১৯. "মানুষ যদি সাতবার আছড়ে পরে তবে সে আটবার উঠে দাঁড়ায়।"
২০. "বাঘের গুহায় না ঢুকলে বাঘের ছানা পাওয়া যায় না।"
২১. "তরবারির ফলক থেকেই মরিচা তৈরি হয়।"
২২. "ভবিষ্যৎ অনিশ্চিত কিন্তু তা পরিবর্তনশীল। সেটা নির্ভর করে আপনি কতটুকু পরিশ্রমী"
২৩. "দেখুন, তবেই বিশ্বাস করুন।"
২৪. "কোন কিছু আরম্ভ করার পর সেটা ভুলে যাবেন না।"
২৫. "বৃদ্ধ হলে সন্তানদের অনুসরণ করুন।"
২৬. "যদি তুমি নিজ সন্তানকে ভালোবাস, তাহলে তাকে জীবনের কঠিন বাস্তবতা মোকাবেলা করতে দাও।"
২৭. "একজন মহান ব্যক্তির মহানত্ব প্রকাশে অনেক সময় লাগে।"
২৮. "যে শিশু বেশি কান্না করে সেই শিশু অনেক বড় হবে।"
২৯. "সার্দিন মাছের(অপ্রয়োজনীয় কিছু) মাথাও হতে পারে মূল্যবান যদি তুমি তাতে বিশ্বাস কর।"
৩০. "মন যতো বড় করে, ভীতি ততো বড় হয়।"
Collected
১. "ধূলিকণা স্তুপ করলেও তা পাহাড়ে পরিণত হয়।"
২. "হাজার বছরের অর্জিত সম্মান নষ্ট হতে এক ঘন্টা যথেষ্ট।"
৩. "যখন কেউ প্রেমে পড়ে, প্রেমিক বা প্রেমিকার মুখের গুটিবসন্তও টোল পড়েছে বলে মনে হয়।"
৪. "কারো সাথে তর্ক করার আগে সাতবার ভাবুন।"
৫."যদি কোন সমস্যার সমাধান করা যায়, তবে সেটি নিয়ে চিন্তিত হওয়ার কিছুই নেই। আর যেসব সমস্যার সমাধান করা যাবে না সেটা নিয়ে চিন্তা করাও বোকামি।"
৬. "যেখানে যাবেন সেখানকার রীতি অনুসরণ করবেন।"
৭. "জিহ্বা তিন ইঞ্চি লম্বা হলেও, এটি একটি পূর্নাঙ্গ মানুষকে হত্যা করতে পারে।"
৮. "স্বামী-স্ত্রীর সম্পর্ক এমন হওয়া উচিতঃ যেমনটা হাত ব্যথা পেলে চোখ কান্না করে, চোখ কান্না করলে হাত অশ্রু মুছে দেয়।"
৯. "যদি আপনি সবকিছু বুঝতেন বা জানতেন আপনাকে অবশ্যই জাদুঘরে রাখা হতো!"
১০. "আমরা সফলতা থেকে অল্প কিছু শিখি, কিন্তু ব্যর্থতা থেকে অনেক কিছুই শিখতে পারি।"
১১. "ক্রন্দনরত মুখ মৌমাছির হুঁল।" তখন সে যে কাউকেই অকথ্য ভাষার হুঁল ফোটাতে পারে।
১২. "মাঝে মাঝে বানরও গাছ থেকে পড়ে যায়।"
১৩. "যদি আপনি নিজে নিজেই সবকিছু করতে চান, কিছুদূর গিয়ে আপনি নিজেকে একা দেখতে পাবেন।"
১৪. "অযোগ্য ব্যক্তিকে যোগ্যতর চেয়ারে বসানো উচিত নয়।"
১৫. "একই রোগে আক্রান্ত ব্যক্তিরা পরস্পর সমব্যাথী হয়।"
১৬. "দক্ষ ঈগল থাবা লুকিয়ে রাখে।"
১৭. "বিনামূল্যের বস্তুর চেয়ে ব্যয়বহুল কিছু নাই।"
১৮. "অপেক্ষা করলেই কাঙ্খিত বস্তু লাভ করা যায়।"
১৯. "মানুষ যদি সাতবার আছড়ে পরে তবে সে আটবার উঠে দাঁড়ায়।"
২০. "বাঘের গুহায় না ঢুকলে বাঘের ছানা পাওয়া যায় না।"
২১. "তরবারির ফলক থেকেই মরিচা তৈরি হয়।"
২২. "ভবিষ্যৎ অনিশ্চিত কিন্তু তা পরিবর্তনশীল। সেটা নির্ভর করে আপনি কতটুকু পরিশ্রমী"
২৩. "দেখুন, তবেই বিশ্বাস করুন।"
২৪. "কোন কিছু আরম্ভ করার পর সেটা ভুলে যাবেন না।"
২৫. "বৃদ্ধ হলে সন্তানদের অনুসরণ করুন।"
২৬. "যদি তুমি নিজ সন্তানকে ভালোবাস, তাহলে তাকে জীবনের কঠিন বাস্তবতা মোকাবেলা করতে দাও।"
২৭. "একজন মহান ব্যক্তির মহানত্ব প্রকাশে অনেক সময় লাগে।"
২৮. "যে শিশু বেশি কান্না করে সেই শিশু অনেক বড় হবে।"
২৯. "সার্দিন মাছের(অপ্রয়োজনীয় কিছু) মাথাও হতে পারে মূল্যবান যদি তুমি তাতে বিশ্বাস কর।"
৩০. "মন যতো বড় করে, ভীতি ততো বড় হয়।"
Collected