- Thu Jun 07, 2018 3:11 pm#166
অনেক সংগ্রাম আর কষ্ট করে ৩৮ তম বিসিএস প্রিলি উত্তীর্ণ হলাম । কিন্তু লিখিত পরীক্ষার জন্য দিনে ৪-৫ ঘন্টার বেশী সময় পাই না । সারাদিন অফিস করে (৯-৫, মূলত ৯-৬ টা কারণ বাসায় যেতে যেতে ৬টা বেজে যায়) যেটুকু সময় পাই পড়াশুনার করার চেষ্টা করি । অফিসে অনেক কাজের চাপ । বাসায় গেলে অনেক ক্লান্তি লাগে , তারপর ও পড়াশুনা করার চেষ্টা করি ।শুনলাম অনেকেই নাকি ১০-১২ ঘন্টা পড়াশুনা করে । চাকুরীটাও ছাড়া আমার মতো গরীবের পক্ষে সম্ভব নয় । আমার মধ্যে এখন হতাশা কাজ করে...এত কম সময় পড়ে কী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং ক্যাডার হওয়া কী সম্ভব? আপনাদের মতামত আশা করছি । — feeling sad.