Get on Google Play

চাকরি প্রর্থীদের সমস্যা, প্রশ্ন, মতামত এবং বিভিন্ন পেশা সর্ম্পকে আলোচনা, অভিজ্ঞতা ও পরামর্শ
#1233
Post: Senior Officer
স্থান: বাংলাদেশ ব্যাংক, (মূল ভবনের ৪র্থ তলা) ঢাকা।
তারিখ: ১০ ডিসেম্বর, ২০১৮ (সোমবার)

Viva Board: আপনি কোথায় অনার্স করেছেন?
Myself: ঢাকা ইউনিভার্সিটি তে ফিন্যান্সে।
Viva Board: আপনার রেজাল্ট তো খুবই খারাপ। মাস্টার্স নাই কেন?
Myself: স্যার এটাতে এপ্লাই করার সময়ে আমার মাস্টার্স শেষ হয়নি। এখন মাস্টার্স কমপ্লিট।
Viva Board: মাস্টার্সে রেজাল্ট কী?
Myself: (Answered)
Viva Board: আপনার রেজাল্ট অনার্স মাস্টার্স কোনোটাই তো ভালো না দেখছি।
আপনার ডিপার্টমেন্ট এর চেয়ারম্যান এর নাম কী?
Myself: ডক্টর কিসমাতুল আহসান (চেয়ারম্যান, ফিন্যান্স বিভাগ, ঢাবি)
Viva Board: Capital Budgeting কী?
Myself: যখন কোন দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া হয়, তখন তাকে capital budgeting বলে।
Viva Board: Capital Budgeting এর Tools গুলো কী কী?
Myself: NPV, IRR, Payback Period ইত্যাদি।
Viva Board: What is the full form of IRR?
Myself: Internal Rate of Return.
Viva Board: এবার বলেন IRR কাকে বলে?
Myself: IRR হচ্ছে এমন একটা ডিসকাউন্টিং রেইট যেই রেইটে NPV শুণ্য হবে।
Viva Board: IRR দিয়ে কীভাবে investment decision নেওয়া হয়?
Myself: IRR যদি Cost of capital এর চেয়ে বড় হয় তাহলে investment করা হবে, আর যদি IRR, cost of capital er চেয়ে কম হয় তাহলে investment করা যাবে না।
Viva Board: What is opportunity cost?
Myself: Opportunity cost refers to the sacrifice of next best alternative.
Viva Board: একদম সঠিক। অনেকেই best বলে না। Best Alternative বলতে হবে। আপনি ঠিক বলেছেন।
Viva Board: সামনে তো বিজয় দিবস। ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে আত্মসমর্পণ অনুষ্ঠানে পাক বাহিনী কার কাছে আত্মসমর্পণ করে?
Myself: বাংলাদেশ ও ভারতের যৌথবাহিনীর নিকট।
Viva Board: যৌথবাহিনীর কার কাছে আত্মসমর্পণ করে? মানে যৌথবাহিনীর প্রধান কে ছিলেন?
Myself: জেনারেল জগজিৎ সিং অরোরা।
Viva Board: আর মুক্তিযোদ্ধাদের পক্ষে কে ছিলেন আত্মসমর্পণ অনুষ্ঠানে?
Myself: গ্রুপ ক্যাপ্টেন এ.কে. খন্দকার।
Viva Board: আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়?
Myself: কিশোরগঞ্জ
Viva Board: কিশোরগঞ্জের কোথায়?
Myself: নিকলী উপজেলায়।
Viva Board: কিশোরগঞ্জ এর কয়েকজন বিখ্যাত ব্যক্তিবর্গের নাম বলুন।
Myself: বাংলাদেশের বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ, সাবেক প্রয়াত মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান ও বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারে অস্থায়ী মহামান্য রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। তাছাড়া বিখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিবর্গের মধ্যে সত্যাজিৎ রায়, উপেন্দ্রকিশোর রায় প্রমুখ।
Viva Board: আপনার এপ্লিকেশনে প্রথম পছন্দ কোনটি ছিলো?
Myself: সোনালী ব্যাংক লিমিটেড।
Viva Board: কেন? সোনালী ব্যাংকে তো আপনাকে গ্রামাঞ্চলে পোস্টিং হতে পারে।
Myself: সোনালী ব্যাংকে অনেক বেশি সংখ্যক পোস্ট ছিল। আর স্যার, আগে তো চাকরি দরকার। জব হলে গ্রামাঞ্চলে গিয়েও জব করা যাবে। বেশি পোস্ট তাই জব সহজে হওয়ার আশায় সোনালী ব্যাংক আগে দিসি।
Viva Board: একটা খাতা এগিয়ে দিয়ে (খাতায় লেখা, "আপনি কি খেয়েছেন?") এর উত্তর আপনি কী দিবেন?
Myself: এর উত্তর আমি হ্যা বা না দ্বারা দিবো।
Viva Board: কেন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কী ধরণের কনফিউশন হতে পারে?
Myself: "কি" দ্বারা প্রশ্ন করলে হ্যা বা না দিয়ে উত্তর করতে হবে। যেমন "আপনি কি খেয়েছেন?" উত্তর: হ্যা, আমি খেয়েছি। আবার "কী" দ্বারা প্রশ্ন করলে যথাযথ পূর্ণাঙ্গ উত্তর করতে হবে। তখন হ্যা বা না দিয়ে উত্তর করলে হবে না। যেমন "আপনি কী খেয়েছেন?" উত্তর: আমি মাছ ভাত খেয়েছি।
Viva Board: Ok, you can go now.
Myself: Thank you sir.

কার্টেসি : শাকিল আহমেদ
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    628 Views
    by bdchakriDesk
    0 Replies 
    667 Views
    by mun
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]