- Mon Nov 26, 2018 2:14 pm#1200
যাদের স্বপ্ন ব্যাংকার হওয়ার এই পোস্ট টি শুধু তাদের জন্য।
কী কী পড়বেন??
শুরুতেই মাথায় রাখবেন আপনি যা পড়বেন তা হচ্ছে চাকুরী পাওয়ার জন্য জ্ঞানী হওয়ার জন্য নয়।তাই গবেষক হওয়ার দরকার নেই,একটু পরিশ্রমী হলেই হবে।
প্রিপারেশন এর শুরুতেই দুইটি বই কিনবেন(সর্বশেষ সংস্করণ)
১.Arifur's Govt Bank Job
2.Arifur's Pvt Bank Job
এই দুইটি বইতে প্রায় ১০০ সেট এর মত প্রশ্ন আছে প্রত্যেকদিন ৫ টি করে প্রশ্নের সমাধান করে ২০/২৫ দিনে পুরো বই আপনার আয়ত্তে নিয়ে আসতে হবে। যা বুঝবেন বুঝিয়ে পড়বেন না বুঝলে সরাসরি মুখস্ত করে নিবেন।সবকিছু বুঝা জরুরি নয়।
এই দুইটি বই কেন পড়বেন?
দুইটি কারণে-
প্রথমত :ব্যাংকিং প্রশ্নপত্র নিয়ে একটা পুরো ধারনা পাবেন।এতে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন আপনার কোথায় লেকিং আছে এবং কী কী পড়া দরকার।
দিত্বীয়ত: ব্যাংক পরীক্ষা যত কঠিনই হোক আপনি প্রিভিয়াস প্রশ্নব্যাংক থেকে ৩০/৪০% প্রশ্ন কমন পাবেন।
আসুন এইবার বিষয়ভিত্তিক আলোচনা করি কোন বিষয়ে কী বই পড়বেন:
১.ম্যাথ:
★প্রথমে ক্লাস সিক্স টু নাইন এর টেক্সটবুক গুলো চোখ বুলিয়ে বেসিক টা ইম্প্রুভ করুন।
★যেকোন একটা গাইড বই শুরু থেকে শেষ পর্যন্ত কম করে তিনবার রিভাইস করুন।
নিচের যেকোন একটা ফলো করতে পারেন-
A. Saifur's MCQ math
B.Mentor's
C. MP3 Math review
যাদের বেসিক ভাল তারা
Mentor's এবং IBA(MBA)ম্যাথগুলো করতে পারেন।
যাদের ম্যাথ এর বেসিক খুব স্ট্রং তারা সরাসরি GRE Big book প্র্যাক্টিস করবেন।
২. ইংরেজি :
চাকুরীর পরীক্ষার জন্য বাজারের একটা ইংরেজি বই এ যথেষ্ট "Master"By Jahangir Alam এই বইতে প্রায় ১০ হাজার MCQপ্রশ্ন আছে। ব্যাখ্যা সহকারে বইটি পড়া শেষ করুন বিলিভ মি আর কোন বই পড়তে হবেনা।
GRE/GMAT থেকে কিছু টেস্ট অনুশীলন করতে পারেন।
চাইলে টুকিটাকি গ্রামার এর জন্য Common mistake in English এবং ভোকাবুলারির জন্য
Saifur's এর। Student Vocabulary (Mini) মুখস্ত করতে পারেন।
যাদের ওয়ার্ড ষ্টক কিছুটা ভাল মল্লিক পাব্লিকেশন এর GRE Vocabulary বইটি দেখতে পারেন।
৩.বাংলা:
ব্যাকরণ এর জন্য ৯ম -১০ম শ্রেণীর বাংলা ব্যাকরণ টি ব্রেকফাস্ট এবং ডিনারে রাখুন আর কিচ্ছু লাগবেনা। মোটকথা এই বইটি সাবাড় করে ফেলতে হবে। সাহিত্য অংশের জব্য
সোমিত্র শেখর খুব ভাল।এটা বোরিং লাগলে MP3 or Professor's থেকে প্রিভিয়াস প্রশ্নগুলো পড়ে নিলেই হবে।
৪.Gk
সাধারণ জ্ঞান এর জন্য প্রিভিয়াস প্রশ্ন সাথে আপডেট থাকতে হবে।ব্যাংক পরীক্ষায় সাধারণ জ্ঞান অংশে সাম্প্রতিক প্রশ্ন খুব বেশি আসে।তাই মাসিক কারেন্ট আফেয়াস টি থেকে নিয়মিত নোট নিতে হবে। সাধারণত আন্তর্জাতিক পার্ট থেকে প্রশ্ন বেশি থাকে।
৫.Mental Ability or Analytical Ability
এর জন্য বাজারে সাইফুর'স এবং আরিফুর'স দুইজন এর বইয়ে সমানভাবে ভাল।প্রিভিয়াস প্রশ্নের উপর ভাল ধারণা থাকলেই হয়।
৬. কম্পিউটার :
Easy Computer বইটি ভাল করে দেখুন। পরীক্ষার আগে করে কিছু ইন্ডিয়ান ওয়েবসাইট থেকে কম্পিউটার বিষয়ক প্রশ্নাবলী দেখে নিতে পারেন।
এই ৫ টা পার্ট থেকেই মুলত ব্যাংক এ প্রশ্ন আসে।প্রাইভেট এবং পাব্লিক ব্যাংক অনুসারে কোন পার্ট বাদ যেতে পারে।
এবার আসুন কিভাবে পড়বেন?
শুরুতেই বলে রাখি ব্যাংকিং সিলেবাস এর পড়া ফেলুদা বা শার্লক হোমস এর মত মজাদার নয়।এখানে কোন রহস্য ও নেই। তাই পড়া শুরু করলে বিরক্ত আসবে। এইজন্য যা করবেন সেটা হচ্ছে কয়েকজন এ মিলে গ্রুপ এ পড়বেন।সমস্যগুলো একসাথে সমাধান করবেন। মাঝে মাঝে মক টেস্ট দিবেন।
নিয়মিত ৭/৮ ঘন্টা পড়ুন আশা করি ৬ মাস পর আর কোন ব্যাংক পরীক্ষায় ফেল করবেন না।
রিটেন নিয়ে ২য় পার্ট এবং ভাইবা নিয়ে ৩য় পার্ট এ লিখব।
বি.দ্র:
উপরের পরামর্শ গুলো একান্তই আমার ব্যাক্তিগত মতামত। আপনার নিজস্ব কোন পরিকল্পনা থাকলে ওভাবেই এগোতে পারেন।
যতগুলো ব্যাংক পরীক্ষা দিয়েছি বেশিরভাগ এই উত্তির্ণ হয়েছি।তাই ব্যাক্তিগত অভিজ্ঞতা এবং ভাল লাগা বই গুলো থেকেই আপনাদের কে বলা। ভাল থাকবেন।
Pardon me if any spelling mistakes.
কার্টেসি:
Rafik Alamgir
Probationary Officer,IBBL
কী কী পড়বেন??
শুরুতেই মাথায় রাখবেন আপনি যা পড়বেন তা হচ্ছে চাকুরী পাওয়ার জন্য জ্ঞানী হওয়ার জন্য নয়।তাই গবেষক হওয়ার দরকার নেই,একটু পরিশ্রমী হলেই হবে।
প্রিপারেশন এর শুরুতেই দুইটি বই কিনবেন(সর্বশেষ সংস্করণ)
১.Arifur's Govt Bank Job
2.Arifur's Pvt Bank Job
এই দুইটি বইতে প্রায় ১০০ সেট এর মত প্রশ্ন আছে প্রত্যেকদিন ৫ টি করে প্রশ্নের সমাধান করে ২০/২৫ দিনে পুরো বই আপনার আয়ত্তে নিয়ে আসতে হবে। যা বুঝবেন বুঝিয়ে পড়বেন না বুঝলে সরাসরি মুখস্ত করে নিবেন।সবকিছু বুঝা জরুরি নয়।
এই দুইটি বই কেন পড়বেন?
দুইটি কারণে-
প্রথমত :ব্যাংকিং প্রশ্নপত্র নিয়ে একটা পুরো ধারনা পাবেন।এতে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন আপনার কোথায় লেকিং আছে এবং কী কী পড়া দরকার।
দিত্বীয়ত: ব্যাংক পরীক্ষা যত কঠিনই হোক আপনি প্রিভিয়াস প্রশ্নব্যাংক থেকে ৩০/৪০% প্রশ্ন কমন পাবেন।
আসুন এইবার বিষয়ভিত্তিক আলোচনা করি কোন বিষয়ে কী বই পড়বেন:
১.ম্যাথ:
★প্রথমে ক্লাস সিক্স টু নাইন এর টেক্সটবুক গুলো চোখ বুলিয়ে বেসিক টা ইম্প্রুভ করুন।
★যেকোন একটা গাইড বই শুরু থেকে শেষ পর্যন্ত কম করে তিনবার রিভাইস করুন।
নিচের যেকোন একটা ফলো করতে পারেন-
A. Saifur's MCQ math
B.Mentor's
C. MP3 Math review
যাদের বেসিক ভাল তারা
Mentor's এবং IBA(MBA)ম্যাথগুলো করতে পারেন।
যাদের ম্যাথ এর বেসিক খুব স্ট্রং তারা সরাসরি GRE Big book প্র্যাক্টিস করবেন।
২. ইংরেজি :
চাকুরীর পরীক্ষার জন্য বাজারের একটা ইংরেজি বই এ যথেষ্ট "Master"By Jahangir Alam এই বইতে প্রায় ১০ হাজার MCQপ্রশ্ন আছে। ব্যাখ্যা সহকারে বইটি পড়া শেষ করুন বিলিভ মি আর কোন বই পড়তে হবেনা।
GRE/GMAT থেকে কিছু টেস্ট অনুশীলন করতে পারেন।
চাইলে টুকিটাকি গ্রামার এর জন্য Common mistake in English এবং ভোকাবুলারির জন্য
Saifur's এর। Student Vocabulary (Mini) মুখস্ত করতে পারেন।
যাদের ওয়ার্ড ষ্টক কিছুটা ভাল মল্লিক পাব্লিকেশন এর GRE Vocabulary বইটি দেখতে পারেন।
৩.বাংলা:
ব্যাকরণ এর জন্য ৯ম -১০ম শ্রেণীর বাংলা ব্যাকরণ টি ব্রেকফাস্ট এবং ডিনারে রাখুন আর কিচ্ছু লাগবেনা। মোটকথা এই বইটি সাবাড় করে ফেলতে হবে। সাহিত্য অংশের জব্য
সোমিত্র শেখর খুব ভাল।এটা বোরিং লাগলে MP3 or Professor's থেকে প্রিভিয়াস প্রশ্নগুলো পড়ে নিলেই হবে।
৪.Gk
সাধারণ জ্ঞান এর জন্য প্রিভিয়াস প্রশ্ন সাথে আপডেট থাকতে হবে।ব্যাংক পরীক্ষায় সাধারণ জ্ঞান অংশে সাম্প্রতিক প্রশ্ন খুব বেশি আসে।তাই মাসিক কারেন্ট আফেয়াস টি থেকে নিয়মিত নোট নিতে হবে। সাধারণত আন্তর্জাতিক পার্ট থেকে প্রশ্ন বেশি থাকে।
৫.Mental Ability or Analytical Ability
এর জন্য বাজারে সাইফুর'স এবং আরিফুর'স দুইজন এর বইয়ে সমানভাবে ভাল।প্রিভিয়াস প্রশ্নের উপর ভাল ধারণা থাকলেই হয়।
৬. কম্পিউটার :
Easy Computer বইটি ভাল করে দেখুন। পরীক্ষার আগে করে কিছু ইন্ডিয়ান ওয়েবসাইট থেকে কম্পিউটার বিষয়ক প্রশ্নাবলী দেখে নিতে পারেন।
এই ৫ টা পার্ট থেকেই মুলত ব্যাংক এ প্রশ্ন আসে।প্রাইভেট এবং পাব্লিক ব্যাংক অনুসারে কোন পার্ট বাদ যেতে পারে।
এবার আসুন কিভাবে পড়বেন?
শুরুতেই বলে রাখি ব্যাংকিং সিলেবাস এর পড়া ফেলুদা বা শার্লক হোমস এর মত মজাদার নয়।এখানে কোন রহস্য ও নেই। তাই পড়া শুরু করলে বিরক্ত আসবে। এইজন্য যা করবেন সেটা হচ্ছে কয়েকজন এ মিলে গ্রুপ এ পড়বেন।সমস্যগুলো একসাথে সমাধান করবেন। মাঝে মাঝে মক টেস্ট দিবেন।
নিয়মিত ৭/৮ ঘন্টা পড়ুন আশা করি ৬ মাস পর আর কোন ব্যাংক পরীক্ষায় ফেল করবেন না।
রিটেন নিয়ে ২য় পার্ট এবং ভাইবা নিয়ে ৩য় পার্ট এ লিখব।
বি.দ্র:
উপরের পরামর্শ গুলো একান্তই আমার ব্যাক্তিগত মতামত। আপনার নিজস্ব কোন পরিকল্পনা থাকলে ওভাবেই এগোতে পারেন।
যতগুলো ব্যাংক পরীক্ষা দিয়েছি বেশিরভাগ এই উত্তির্ণ হয়েছি।তাই ব্যাক্তিগত অভিজ্ঞতা এবং ভাল লাগা বই গুলো থেকেই আপনাদের কে বলা। ভাল থাকবেন।
Pardon me if any spelling mistakes.
কার্টেসি:
Rafik Alamgir
Probationary Officer,IBBL