- Fri Dec 06, 2024 8:15 pm#8085
চাকরি খোঁজার অতি প্রচলিত মাধ্যম হলো পত্র-পত্রিকা । বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে যখন বাসায় অবসর সময় কাটছে , তখন নিয়মিত পত্রিকায় বিজ্ঞাপন দেখা আর নির্দিষ্ট সময়ের মধ্যে চাকরির জন্য আবেদনপত্র পাঠানো – এ হলো চাকরি খোঁজার সহজতম পথ। কয়েক বছর হলো এর সঙ্গে যোগ হয়েছে ইন্টারনেটে চাকরি খোঁজার প্রক্রিয়া ।চাকরির খবরাখবর নিয়ে অনেক ওয়েবসাইট আছে ইন্টারনেটে। বাংলাদেশে ওয়েব পোর্টালে চাকরি খোঁজা বা চাকরির আবেদন করা দিন দিন জনপ্রিয় হচ্ছে। এমনকি এখন মোবাইল ফোনের সংক্ষিপ্ত বার্তা (এসএম এস ) – এর মাধ্যমেও চাকরির খবর পাওয়া যায় । চাকরির খোঁজার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো , আমি কোথায় চাকরি করতে চাই এবং সেই চাকরি করার জন্য যে যোগ্যতা প্রয়োজন , তা আমার আছে কিনা? এই বিবেচনায় চাকরি খোঁজাটাও এক রকমের চাকরি । কোনো কর্মক্ষেত্রে নিযুক্ত হলে আমরা কাজ এবংসময়কে যেভাবে গুরুত্ব দিই , চাকরি খোজার কাজটাও করতে হবে তেমনি মনোযোগের সঙ্গে। চাকরি খোঁজাটা অবসর কর্ম নয়, বরং কতদিনের মধ্যে চাকরিতে যোগ দেওয়া যায় সেটা নির্ধারণ করে এগোতে হবে।