- Wed Dec 04, 2024 6:27 pm#8066
আপনি অনেক কঠিন একটা কাজে ব্যস্ত আছেন । হতে পারে আপনার অফিসে কোন ইঞ্জিনিয়ারিং ড্রইং অথবা কোন জটিল হিসেবের মারপ্যাঁচ । নিজেকে নিজেই মনেমনে বলুন , বাছাধন, এই কাজটা শেষ করতে পারলেই তুমি পিজ্জা ইন এ একটা ফোর সিজন পিজ্জা খাচ্ছো ।দেখবেন , চোখের পলকে আপনার কাজে গতি আসবে। কাজের শেষে নিজেকে ট্রিট দিন না !ভালো লাগবে।