- Sat Oct 01, 2022 12:05 pm#7482
৩য় ধাপ-মানচিত্রের সীমারেখা বােঝা : মানচিত্রের সীমারেখা (Map Scale)
দ্বারা কোন নির্দিষ্ট স্থানের Map Distance এবং Real Distance এর অনুপাত প্রকাশ করা হয়। এই অনুপাত বিভিন্ন মানচিত্রভেদে বিভিন্ন হতে পারে। আমরা যদি কোন মানচিত্রের নীচের দিকে তাকাই, তাহলে দেখতে পাবাে সেখানে মানচিত্রের Scale রয়েছে। সেখানে থাকতে পারেঃ ১:১০০,০০০. এই অনুপাতের একটি নির্দিষ্ট অর্থ রয়েছে। এর অর্থ: এই মানচিত্রের ১ Unit, বাস্তবজগতের 100,000 Unit/ এককের সমান।
সাধারণভাবে নিমােক্ত অনুপাতগুলাে বেশি ব্যবহৃত হয়ে থাকে :
• পায়ে হাঁটা দূরত্বের জন্য- ১:২৫,০০০
• ড্রাইভিং এর জন্য- ১:১৯০,০০০।
• পুরাে পৃথিবী দেখার জন্য- ১:২৪,০০০,০০০
আপনার গন্তব্যের দূরত্ব কতটুকু, সেটা বােঝার জন্য আপনাকে আপনার জন্য উপযােগী মানচিত্রে দুটি Point Selection করতে হবে। যে Point এ আপনি আছেন, সেটিকে A ধরুন। আর যেখানে যেতে চান, সেটিকে B ধরুন। উদাহরণস্বরূপ, আপনার ব্যবহৃত মানচিত্রের Scale 1:25,000. Point-A থেকে | Point-B এর দূরত্ব 6 inches (15.2 cm)। তাহলে Total Distance হবে: 6 * 250,000 = 1,500,000 inches (3,810,000 cm). এখানে উল্লেখ্য, ১ মাইল= ৬৩,৩৬০ ইঞ্চি। তাহলে, Point-A থেকে Point-B এর দূরত্ব: ১,৫০০,০০০ : ৬৩,৩৬০ = ২৩.৭ miles।
৪র্থ ধাপ- অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ চিহ্নিতকরণ : ধারেকাছে কোথাও যাওয়ার | জন্য এটি তেমন গুরুত্বপূর্ণ নয়। কিন্তু আপনি যদি অন্য কোন দেশে যান, অথবা | কোন দুর্গম অঞ্চলে, তাহলে সেই জায়গার অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ আপনার জানা থাকা জরুরি।
• পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর-দক্ষিণে কল্পিত রেখাকে অক্ষরেখা (ইংরেজি:
Latitude বা 9) বা মেরু রেখা বলে।
• দ্রাঘিমাংশ (ইংরেজি: Longitude বা ১) স্থানাঙ্ক ব্যবস্থার কেন্দ্রে পূর্বে বা
পশ্চিমে, ভূপৃষ্ঠের কোন বিন্দু বিষুব রেখার সাথে কোন পরিধির (যা উত্তর ও দক্ষিণ মেরুকে ছেদ করেছে) সাথে যে কোণ উৎপন্ন করে তার পরিমাপ।
মানচিত্রের ডান/বাম পাশের সংখ্যাগুলাে দ্বারা অক্ষাংশ প্রকাশ করা হয়।
• মানচিত্রের উপর/নীচের সংখ্যাগুলাে দ্বারা দ্রাঘিমাংশ প্রকাশ করা হয়।
সংগৃহীত:-
দ্বারা কোন নির্দিষ্ট স্থানের Map Distance এবং Real Distance এর অনুপাত প্রকাশ করা হয়। এই অনুপাত বিভিন্ন মানচিত্রভেদে বিভিন্ন হতে পারে। আমরা যদি কোন মানচিত্রের নীচের দিকে তাকাই, তাহলে দেখতে পাবাে সেখানে মানচিত্রের Scale রয়েছে। সেখানে থাকতে পারেঃ ১:১০০,০০০. এই অনুপাতের একটি নির্দিষ্ট অর্থ রয়েছে। এর অর্থ: এই মানচিত্রের ১ Unit, বাস্তবজগতের 100,000 Unit/ এককের সমান।
সাধারণভাবে নিমােক্ত অনুপাতগুলাে বেশি ব্যবহৃত হয়ে থাকে :
• পায়ে হাঁটা দূরত্বের জন্য- ১:২৫,০০০
• ড্রাইভিং এর জন্য- ১:১৯০,০০০।
• পুরাে পৃথিবী দেখার জন্য- ১:২৪,০০০,০০০
আপনার গন্তব্যের দূরত্ব কতটুকু, সেটা বােঝার জন্য আপনাকে আপনার জন্য উপযােগী মানচিত্রে দুটি Point Selection করতে হবে। যে Point এ আপনি আছেন, সেটিকে A ধরুন। আর যেখানে যেতে চান, সেটিকে B ধরুন। উদাহরণস্বরূপ, আপনার ব্যবহৃত মানচিত্রের Scale 1:25,000. Point-A থেকে | Point-B এর দূরত্ব 6 inches (15.2 cm)। তাহলে Total Distance হবে: 6 * 250,000 = 1,500,000 inches (3,810,000 cm). এখানে উল্লেখ্য, ১ মাইল= ৬৩,৩৬০ ইঞ্চি। তাহলে, Point-A থেকে Point-B এর দূরত্ব: ১,৫০০,০০০ : ৬৩,৩৬০ = ২৩.৭ miles।
৪র্থ ধাপ- অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ চিহ্নিতকরণ : ধারেকাছে কোথাও যাওয়ার | জন্য এটি তেমন গুরুত্বপূর্ণ নয়। কিন্তু আপনি যদি অন্য কোন দেশে যান, অথবা | কোন দুর্গম অঞ্চলে, তাহলে সেই জায়গার অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ আপনার জানা থাকা জরুরি।
• পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর-দক্ষিণে কল্পিত রেখাকে অক্ষরেখা (ইংরেজি:
Latitude বা 9) বা মেরু রেখা বলে।
• দ্রাঘিমাংশ (ইংরেজি: Longitude বা ১) স্থানাঙ্ক ব্যবস্থার কেন্দ্রে পূর্বে বা
পশ্চিমে, ভূপৃষ্ঠের কোন বিন্দু বিষুব রেখার সাথে কোন পরিধির (যা উত্তর ও দক্ষিণ মেরুকে ছেদ করেছে) সাথে যে কোণ উৎপন্ন করে তার পরিমাপ।
মানচিত্রের ডান/বাম পাশের সংখ্যাগুলাে দ্বারা অক্ষাংশ প্রকাশ করা হয়।
• মানচিত্রের উপর/নীচের সংখ্যাগুলাে দ্বারা দ্রাঘিমাংশ প্রকাশ করা হয়।
সংগৃহীত:-