- Sat Oct 01, 2022 11:58 am#7481
অনেক সময় এমন হয়, আমরা কোথাও ভ্রমণে গিয়ে সঠিক রাস্তা খুঁজে পাই না। | অথবা রাস্তায় চলতে চলতেই এমন কোন জায়গায় গিয়ে পড়ি, যেখান থেকে গন্তব্যে ফিরে আসতে যথেষ্ট প্রতিকূলতার সম্মুখীন হতে হয়, যদি সঠিক রাস্তা জিজ্ঞেস করার মতাে বিশ্বস্ত লােক খুঁজে পাওয়া না যায়। আপনাকে কারাের উপরই ভরসা করতে হবে না, যদি আপনি নিজেই আপনার সঠিক গন্তব্য চিনে নিতে পারেন। আর সেজন্য আপনাকে খুব বেশি কিছু করতে হবে না। শুধুমাত্র একটু কষ্ট করে মানচিত্র দেখাটা শিখে নিতে হবে। এখন প্রশ্ন হলাে, কীভাবে দেখবেন মানচিত্র?
১ম ধাপ-সঠিক মানচিত্র চিহ্নিতকরণ (মানচিত্র হরেক রকমের হতে পারে)
• হাইওয়ের ড্রাইভারদের জন্য একরকম মানচিত্র
• ট্যুরিস্টদের জন্য একরকম মানচিত্র • যারা পাহাড়ে অথবা দুর্গম কোন অঞ্চলে হাইকিং করেন, তাদের জন্য
একরকম মানচিত্র।
• পাইলটদের জন্য বিশেষ মানচিত্র
• অনলাইন মানচিত্র।
আপনার সর্বপ্রথম কাজ হবে, আপনার প্রয়ােজন অনুযায়ী সঠিক মানচিত্রটিবেছে নেওয়া।
২য় ধাপ-মানচিত্রের সীমারেখা পর্যবেক্ষণ : বেশিরভাগ মানচিত্রই উত্তর দিকেউর্ধ্বমুখী করে আঁকা থাকে। প্রায় সব মানচিত্রেই এটা উল্লেখ করা থাকে। যদি না থাকে, তাহলে ধরে নিতে হবে উত্তর- উর্ধ্বমুখী করেই এটি আঁকা হয়েছে।
১ম ধাপ-সঠিক মানচিত্র চিহ্নিতকরণ (মানচিত্র হরেক রকমের হতে পারে)
• হাইওয়ের ড্রাইভারদের জন্য একরকম মানচিত্র
• ট্যুরিস্টদের জন্য একরকম মানচিত্র • যারা পাহাড়ে অথবা দুর্গম কোন অঞ্চলে হাইকিং করেন, তাদের জন্য
একরকম মানচিত্র।
• পাইলটদের জন্য বিশেষ মানচিত্র
• অনলাইন মানচিত্র।
আপনার সর্বপ্রথম কাজ হবে, আপনার প্রয়ােজন অনুযায়ী সঠিক মানচিত্রটিবেছে নেওয়া।
২য় ধাপ-মানচিত্রের সীমারেখা পর্যবেক্ষণ : বেশিরভাগ মানচিত্রই উত্তর দিকেউর্ধ্বমুখী করে আঁকা থাকে। প্রায় সব মানচিত্রেই এটা উল্লেখ করা থাকে। যদি না থাকে, তাহলে ধরে নিতে হবে উত্তর- উর্ধ্বমুখী করেই এটি আঁকা হয়েছে।