- Thu Sep 15, 2022 11:20 am#7433
একটা ইনোভেটিভ বা সম্পূর্ণ নতুন ধরণের ধারণা একজন স্নাতক পাশ শিক্ষার্থীর জীবন, তার ক্যারিয়ার, গোটা একটা সমাজ, এমনকি একটা দেশ বদলে দিতে পারে; বদলাতে পারে পুরো ব্রহ্মাগুকেও। পশ্চিমারা যেখানে হন্যে হয়ে লেগেছে আইডিয়ার পেছনে সেখানে আমরা এখনো খুঁজি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার এর মতো সহজলভ্য এবং আরামদায়ক ক্যারিয়ার। আমাদের এখানে এইচএসসি পাশের পরই একটা তরতাজা যুবকের মগজে ঢুকিয়ে দেয়া হয় তুমি ডাক্তার হও, না হয়ত ইঞ্জিনিয়ার হও, কমার্স এ পড়লে ব্যাংকার হও। জগতের আর সবকিছু এগুলোর নিচে। সত্যটা অনেকের অজানা রয়ে যায়, অনেকে জানতে পারে তবে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।
বাস্তব হলো- পৃথিবী চলছে এখন ধারাণার উপর। তোমার ইউনিক কোনো আইডিয়া আছে? নতুন কিছু করার চেষ্টা আছে? তুমি আত্মবিশ্বাসী? ব্যাস- হয়ে গেল। কথা বিশ্বাস হচ্ছে না? ফেসবুক, গুগল, ইউটিউব বর্তমানের এই তিনটি সেরা টেকজায়ান্ট এর ইতিহাস পড়। বুঝতে পারবে। ক্রিয়েটিভ বা সৃজনশীল আইডিয়া হলে তোমাকে কেউ থামাতে পারবেনা, টাকা তোমার পথের বাঁধা হয়ে দাঁড়াবে না, এগুলো গৌণ। আমাদের শেখানোই হয়েছে বা হচ্ছে উল্টোভাবে। তারা জানেই না এইগুলো চাইলে তারাও তৈরি করতে পারত। তাদের বয়সের ছেলেমেয়েরা কত নতুন নতুন ইউনিক অ্যাপ্লিকেশন তৈরি করে কম্পিটিশনে অংশ নিচ্ছে শুধুই মজার জন্য নয়, নতুন কিছু সৃষ্টির জন্য।
আমরা বিশ্বসও করি দেশে যে আর্টস নিয়ে পড়বে সে সবচেয়ে খারাপ মেধার শিক্ষার্থী। এমনকি সেই শিক্ষার্থী নিজেও বিশ্বাস করে সে নিতান্তই মেধাহীন, তার পরীক্ষার ফলাফল ভালো না, তাই সে আর্টস নিয়েছে অথচ পৃথিবীর কত সৃজনশীল ক্ষেত্রে রয়েছে যেগুলো আর্টসের শিক্ষার্থীদের পদচারণায় মুখর, আর্টস-এর একজন মেধাবী শিক্ষার্থীর জন্য কতটা আকর্ষণিয় সব বিষয় পড়ে আছে এই পৃথিবীতে তা আমাদের দেশের অনেক আর্টস শিক্ষকেরা নিজেই জানেন না। দোষ দিয়ে লাভ নেই, দোষা-দোষী করে লাভ নেই। সময় হারিয়ে যায় নি। নিজেকে আবার প্রস্তুত করতে হবে আমাদের নিজেদেরকেই শিখতে হবে, জানতে হবে; জ্ঞানবৃক্ষে আরোহণ করতে হবে।
সংগৃহীত:-
বাস্তব হলো- পৃথিবী চলছে এখন ধারাণার উপর। তোমার ইউনিক কোনো আইডিয়া আছে? নতুন কিছু করার চেষ্টা আছে? তুমি আত্মবিশ্বাসী? ব্যাস- হয়ে গেল। কথা বিশ্বাস হচ্ছে না? ফেসবুক, গুগল, ইউটিউব বর্তমানের এই তিনটি সেরা টেকজায়ান্ট এর ইতিহাস পড়। বুঝতে পারবে। ক্রিয়েটিভ বা সৃজনশীল আইডিয়া হলে তোমাকে কেউ থামাতে পারবেনা, টাকা তোমার পথের বাঁধা হয়ে দাঁড়াবে না, এগুলো গৌণ। আমাদের শেখানোই হয়েছে বা হচ্ছে উল্টোভাবে। তারা জানেই না এইগুলো চাইলে তারাও তৈরি করতে পারত। তাদের বয়সের ছেলেমেয়েরা কত নতুন নতুন ইউনিক অ্যাপ্লিকেশন তৈরি করে কম্পিটিশনে অংশ নিচ্ছে শুধুই মজার জন্য নয়, নতুন কিছু সৃষ্টির জন্য।
আমরা বিশ্বসও করি দেশে যে আর্টস নিয়ে পড়বে সে সবচেয়ে খারাপ মেধার শিক্ষার্থী। এমনকি সেই শিক্ষার্থী নিজেও বিশ্বাস করে সে নিতান্তই মেধাহীন, তার পরীক্ষার ফলাফল ভালো না, তাই সে আর্টস নিয়েছে অথচ পৃথিবীর কত সৃজনশীল ক্ষেত্রে রয়েছে যেগুলো আর্টসের শিক্ষার্থীদের পদচারণায় মুখর, আর্টস-এর একজন মেধাবী শিক্ষার্থীর জন্য কতটা আকর্ষণিয় সব বিষয় পড়ে আছে এই পৃথিবীতে তা আমাদের দেশের অনেক আর্টস শিক্ষকেরা নিজেই জানেন না। দোষ দিয়ে লাভ নেই, দোষা-দোষী করে লাভ নেই। সময় হারিয়ে যায় নি। নিজেকে আবার প্রস্তুত করতে হবে আমাদের নিজেদেরকেই শিখতে হবে, জানতে হবে; জ্ঞানবৃক্ষে আরোহণ করতে হবে।
সংগৃহীত:-
munnavaii1000 liked this