- Thu Sep 15, 2022 10:21 am#7428
এগুলো ঠিকমতো পদ্ধতিতে সিদ্ধান্ত দেখবেন সাফল্যের সম্বাবনা বাড়ছে। এখন প্রশ্ন হল, কীভাবে সুশৃঙ্খল প্রয়োগ করলে নেবেন? এর বোন সাধারণ মডেল আছে কি? উত্তর হল, হ্যাঁ আছে। এবারে সেটি বলছি। এত ছয়টি ধাপ ( steps ) আছে:
১. যে বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইছেন, সেটিকে সুস্পষ্টভাবে বিবৃত করুন।
২. এ বিষয়ে ভালো রকম খবরাখবর সংগ্রহ করুন।
৩. আপনার সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয়, তাহলে কোন কোন ব্যক্তি এর দ্বারা প্রভাবিত হবে? তাদের সঙ্গে কথা বলে তাদের মনোভাব বুঝুন।
৪. এ বিষয়ে কত রকম বিকল্প পন্থা থাকতে পারে তা ভেবে বের করুন।
৫. এসব পন্থার মধ্যে সর্বোত্তমটি বেছে নিন এবং বেই অনুসারে কাজ আরম্ভ করে দিন।
৬. কাজ-কর্ম ঠিকমতো এগোচ্ছে কি না তা সবসময় লক্ষ করুন; প্রয়োজন মতো কর্মপন্থার পরিবর্তন ঘটান। এবার দুটি বাস্তব সমস্যার ক্ষেত্রে কীভাবে এই মডেলটি প্রয়োগ করা যায়, দেখুন।
সমস্যাটা সুস্পষ্টভাবে বিবৃত করা: এক্ষেত্রে সমস্যাটা তো পরিষ্কার। আমার জন্য অন্যত্র আরো ভালো চাকরি আছে কি না, তার সন্ধান করা। ভালো চাকরির মানে বেশি মাইনে, বেশি কর্ম-তৃপ্তি কাজের পরিবেশের ওপর বেশি নিয়ন্ত্রণ, বাড়ি থেকে অফিসের দূরত্ব কম ( অথবা যাতায়াতের সুযোগ বেশি )।
তথ্য সংগ্রহ: অনেকভাবেই এ বিষয়ে খবরাখবর নেয়া যায়। সাময়িকপত্র বা সংবাদপত্র পড়ে, লোকজনের সঙ্গে কথাবার্তা বলে, অন্যান্য সংস্থার বা কোম্পানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ইত্যাদি। যত বেশি তথ্য সংগ্রহ করতে পারবেন, সিদ্ধান্ত নেয়া ততই সহজ হবে।
আপনার সিদ্ধান্ত যাদের প্রভাবিত করবে, তাদের মনোভাব বোঝা, এটা একটা বড় সিদ্ধান্ত। অতএব, পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও এ বিষয়ে খোলাখুলি আলোচনা করা খুবই দরকার। এমন কি সম্ভব হলে বর্তমান বসের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করা ভালো তবে সাবধান, সময় বুঝে আলোচনা করতে হবে।
সংগৃহীত:-
১. যে বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইছেন, সেটিকে সুস্পষ্টভাবে বিবৃত করুন।
২. এ বিষয়ে ভালো রকম খবরাখবর সংগ্রহ করুন।
৩. আপনার সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয়, তাহলে কোন কোন ব্যক্তি এর দ্বারা প্রভাবিত হবে? তাদের সঙ্গে কথা বলে তাদের মনোভাব বুঝুন।
৪. এ বিষয়ে কত রকম বিকল্প পন্থা থাকতে পারে তা ভেবে বের করুন।
৫. এসব পন্থার মধ্যে সর্বোত্তমটি বেছে নিন এবং বেই অনুসারে কাজ আরম্ভ করে দিন।
৬. কাজ-কর্ম ঠিকমতো এগোচ্ছে কি না তা সবসময় লক্ষ করুন; প্রয়োজন মতো কর্মপন্থার পরিবর্তন ঘটান। এবার দুটি বাস্তব সমস্যার ক্ষেত্রে কীভাবে এই মডেলটি প্রয়োগ করা যায়, দেখুন।
সমস্যাটা সুস্পষ্টভাবে বিবৃত করা: এক্ষেত্রে সমস্যাটা তো পরিষ্কার। আমার জন্য অন্যত্র আরো ভালো চাকরি আছে কি না, তার সন্ধান করা। ভালো চাকরির মানে বেশি মাইনে, বেশি কর্ম-তৃপ্তি কাজের পরিবেশের ওপর বেশি নিয়ন্ত্রণ, বাড়ি থেকে অফিসের দূরত্ব কম ( অথবা যাতায়াতের সুযোগ বেশি )।
তথ্য সংগ্রহ: অনেকভাবেই এ বিষয়ে খবরাখবর নেয়া যায়। সাময়িকপত্র বা সংবাদপত্র পড়ে, লোকজনের সঙ্গে কথাবার্তা বলে, অন্যান্য সংস্থার বা কোম্পানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ইত্যাদি। যত বেশি তথ্য সংগ্রহ করতে পারবেন, সিদ্ধান্ত নেয়া ততই সহজ হবে।
আপনার সিদ্ধান্ত যাদের প্রভাবিত করবে, তাদের মনোভাব বোঝা, এটা একটা বড় সিদ্ধান্ত। অতএব, পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও এ বিষয়ে খোলাখুলি আলোচনা করা খুবই দরকার। এমন কি সম্ভব হলে বর্তমান বসের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করা ভালো তবে সাবধান, সময় বুঝে আলোচনা করতে হবে।
সংগৃহীত:-
mrbiplob2601 liked this