- Tue Oct 05, 2021 7:13 pm#7354
”সব সময় প্রস্তুত থাকা, অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা,
নিজের রসবোধের পরিচয় দিতে কার্পণ্য না করা।
প্রত্যেকটা নিয়মই সবার জন্য খুব গুরুত্বপূর্ণ।”
-হেনরি কিসিঞ্জার
বর্তমান বিশ্বে তীব্র প্রতিযোগিতার মাঝে নিজের কাঙ্খিত চাকরি পাওয়ার মতো কঠিন কাজ আর নেই। এটা সবার জন্যই প্রযোজ্য। একজন কর্মহীন ব্যক্তি যেমন খুঁজছেন চাকরি, আবার একজন কর্মজীবী ব্যক্তিও খুঁজছেন আরো ভালো কোন কাজের সুযোগ। কিন্তু কাঙ্খিত চাকরিটি পেতে যে ধৈর্য্য ও অধ্যাবসায়ের দরকার তা অনেকের কাছেই মনে হতে পারে বেশ সময় সাপেক্ষ ও পীড়াদায়ক। আর এ সমস্যা থেকে মুক্তি পেতে আপনার জন্য বেশ সহায়ক ও শক্তিশালিী উপায় হতে পারে ফেসবুক, টুইটার বা লিঙ্কডইন এর মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। ভাবছেন কীভাবে? চলুন জানা যাক। চাকরি আপনাকে খুঁজছে তবে হ্যাঁ তার আগে মন থেকে অযথা ভয় দূর করুন। আপনারা স্বপ্ন থেকে দূরে কেন! ভয়! সেটি মন থেকে একদম দূরে ঠেলে দিন। পারবেন না সে ভয়! লোকে কী বলবে সেই ভয়! বকা খাবেন তার ভয়, একদম মাথা থেকে ঝেরে ফেলে দিন ওসব চিন্তা। তার আগে ব্রাউনের একটা কথা মনে রাখবেন- “To many of us are not living our dreams because we are living our fears”
দিবালোকে স্বপ্ন না দেখে বাস্তবে পরিনত করুন। জীবন একটাই আর সেখানে সময় অল্প, ভয় পেয়ে পেয়ে যদি সময় অতিবাহিত করেন তাহলে একটা সময়ে অনুসূচনা করে কোনো লাভ হবে না। দার্শনিক প্লেটের মতে- “We can easily forgive a child who is afraid of the dark; the real tragedy of life is when men are afraid of the light”.
আসুন শত প্রতিযোগিতার মাঝেও আলোকিত স্বপ্ন খুঁজি-
নিজের রসবোধের পরিচয় দিতে কার্পণ্য না করা।
প্রত্যেকটা নিয়মই সবার জন্য খুব গুরুত্বপূর্ণ।”
-হেনরি কিসিঞ্জার
বর্তমান বিশ্বে তীব্র প্রতিযোগিতার মাঝে নিজের কাঙ্খিত চাকরি পাওয়ার মতো কঠিন কাজ আর নেই। এটা সবার জন্যই প্রযোজ্য। একজন কর্মহীন ব্যক্তি যেমন খুঁজছেন চাকরি, আবার একজন কর্মজীবী ব্যক্তিও খুঁজছেন আরো ভালো কোন কাজের সুযোগ। কিন্তু কাঙ্খিত চাকরিটি পেতে যে ধৈর্য্য ও অধ্যাবসায়ের দরকার তা অনেকের কাছেই মনে হতে পারে বেশ সময় সাপেক্ষ ও পীড়াদায়ক। আর এ সমস্যা থেকে মুক্তি পেতে আপনার জন্য বেশ সহায়ক ও শক্তিশালিী উপায় হতে পারে ফেসবুক, টুইটার বা লিঙ্কডইন এর মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। ভাবছেন কীভাবে? চলুন জানা যাক। চাকরি আপনাকে খুঁজছে তবে হ্যাঁ তার আগে মন থেকে অযথা ভয় দূর করুন। আপনারা স্বপ্ন থেকে দূরে কেন! ভয়! সেটি মন থেকে একদম দূরে ঠেলে দিন। পারবেন না সে ভয়! লোকে কী বলবে সেই ভয়! বকা খাবেন তার ভয়, একদম মাথা থেকে ঝেরে ফেলে দিন ওসব চিন্তা। তার আগে ব্রাউনের একটা কথা মনে রাখবেন- “To many of us are not living our dreams because we are living our fears”
দিবালোকে স্বপ্ন না দেখে বাস্তবে পরিনত করুন। জীবন একটাই আর সেখানে সময় অল্প, ভয় পেয়ে পেয়ে যদি সময় অতিবাহিত করেন তাহলে একটা সময়ে অনুসূচনা করে কোনো লাভ হবে না। দার্শনিক প্লেটের মতে- “We can easily forgive a child who is afraid of the dark; the real tragedy of life is when men are afraid of the light”.
আসুন শত প্রতিযোগিতার মাঝেও আলোকিত স্বপ্ন খুঁজি-