- Sun Oct 03, 2021 4:38 pm#7344
ব্যক্তিগত তথ্য/Personal Information
এই অংশে পিতামাতা, বর্তমান/ স্থায়ী ঠিকানা, ধর্ম, যে সকল দেশ আপনি ভ্রমণ করছেন, শখ ইত্যাদি এখানে উল্লেখ করা যেতে পারে।
রেফারেন্স (Reference)
খেয়াল রাখবেন Reference অংশে আপনি আপনার নিকট আত্মীয়দের নাম উল্লেখ করবেন না। আপনাকে আপনার ছাত্র জীবনে বা কর্মজীবনে কাছ থেকে দেখেছেন এমন ব্যক্তিকেই আপনি Reference হিসাবে উল্লেখ করবেন। অবশ্যই যাদেরকে Reference দিবেন তাদের ফোন নাম্বার, ঠিকানা এবং ই-মেইল (যদি থাকে) উল্লেখ করবেন। সাধারণত Reference হিসাবে সর্বোচ্চ ২-৩ জনের নাম উল্লেখ করাই শ্রেয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারের দিকে খেয়াল রাখতে হবে তা হচ্ছে আপনি যাদেরকে Reference হিসাবে উল্লেখ করেছেন সে সকল ব্যাক্তিকে আপনার আগে থেকে জানাতে হবে যে আপনি তাদের Reference হিসাব আপনার জীবনবৃত্তান্ত (CV) -তে উল্লেখ করেছেন।
CV লেখার সময় সর্বশেষ যে ভিষয়গুলো চিন্তা করবেন:
১. সম্পূর্ণ CV পর্যবেক্ষণ করুন।
২. ভুল খুজে বের করুন।
৩. ভুল সংশোধন করুন।
৪. শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।
৫. ছবি ও স্বাক্ষর প্রদান করুন।
আপনার CV – দুই পৃষ্ঠার মধ্যে শেষ করে PDF ফরমেট -এ নিয়োগদাতাকে মেইল করুন। ইন্টারভিউ এর দিন হার্ডকপি সঙ্গে নিয় যাবেন। এভাবেই খুঁজে নিন আপনার স্বপ্নের চাকরিটি।
এই অংশে পিতামাতা, বর্তমান/ স্থায়ী ঠিকানা, ধর্ম, যে সকল দেশ আপনি ভ্রমণ করছেন, শখ ইত্যাদি এখানে উল্লেখ করা যেতে পারে।
রেফারেন্স (Reference)
খেয়াল রাখবেন Reference অংশে আপনি আপনার নিকট আত্মীয়দের নাম উল্লেখ করবেন না। আপনাকে আপনার ছাত্র জীবনে বা কর্মজীবনে কাছ থেকে দেখেছেন এমন ব্যক্তিকেই আপনি Reference হিসাবে উল্লেখ করবেন। অবশ্যই যাদেরকে Reference দিবেন তাদের ফোন নাম্বার, ঠিকানা এবং ই-মেইল (যদি থাকে) উল্লেখ করবেন। সাধারণত Reference হিসাবে সর্বোচ্চ ২-৩ জনের নাম উল্লেখ করাই শ্রেয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারের দিকে খেয়াল রাখতে হবে তা হচ্ছে আপনি যাদেরকে Reference হিসাবে উল্লেখ করেছেন সে সকল ব্যাক্তিকে আপনার আগে থেকে জানাতে হবে যে আপনি তাদের Reference হিসাব আপনার জীবনবৃত্তান্ত (CV) -তে উল্লেখ করেছেন।
CV লেখার সময় সর্বশেষ যে ভিষয়গুলো চিন্তা করবেন:
১. সম্পূর্ণ CV পর্যবেক্ষণ করুন।
২. ভুল খুজে বের করুন।
৩. ভুল সংশোধন করুন।
৪. শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।
৫. ছবি ও স্বাক্ষর প্রদান করুন।
আপনার CV – দুই পৃষ্ঠার মধ্যে শেষ করে PDF ফরমেট -এ নিয়োগদাতাকে মেইল করুন। ইন্টারভিউ এর দিন হার্ডকপি সঙ্গে নিয় যাবেন। এভাবেই খুঁজে নিন আপনার স্বপ্নের চাকরিটি।