- Wed Sep 29, 2021 2:55 pm#7313
Education & Training (শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণ)
আগেই বলা হয়েছে যে এই অংশটি সদ্য পাশ করা বা অল্প অভিজ্ঞদের জন্য Experience অংশের আগেই আসা উচিত। Education অংশে আপনি আপনার ডিগ্রিগুলোর নাম উল্লেখ করবেন এবং নিম্নবর্ণিত তথ্য প্রদান করবেন।
• ডিগ্রীর নাম (যেমন: SSC, HSC, BCom)
• কোর্স সময়কাল (কবে থেকে কবে)
• শিক্ষাপ্রতিষ্ঠান এবং বোর্ডের না।
• পরীক্ষার বছর এবং প্রয়োজনে ফলাফল প্রকাশের সময়।
• ফলাফল এবং যদি উল্লেখযোগ্য সাফল্য (যেমন: মেধাতালিকায় স্থান) থাকে তবে তার উল্লেখ করতে হবে।
Experience -এর মতো এক্ষেত্রেও আপনি আপনার সবচেয়ে সাম্প্রতিক ডিগ্রির উল্লেখ আগে করবেন এবং তার পর পর্যায়ক্রমিক ভাবে বাকিগুলো উল্লেখ করবেন। লক্ষ্য রাখবেন আপনার কোন ডিগ্রির উল্লেখ করার সময় ব্র্যাকেটে Appeared উল্লেখ করবেন। কোন কোর্সে অধ্যায়নরত থাকলে ngoing উল্লেখ করুন কোন ডিগ্রির ক্ষেত্রে আপনার Result যদি খুব খারাপ হয়ে থাকে তবে কোন Result -ই উল্লেখ করার দরকার নেই। মনে রাখবেন একটি ডিগ্রির ফলাফল উল্লেখ করা ও অন্যটি উল্লেখ না করা দৃষ্টিকটু।
আপনি যদি কোন বিশেষ প্রশিক্ষণে অংশগ্রহণ করে থাকেন এবং যদি তা আপনার কাজের যেগ্যতার সহায়ক বলে মনে করেন তবে তা উল্লেখ করবেন। সেক্ষেত্রেও প্রশিক্ষণকারী প্রতিষ্ঠানের নাম, Topics, প্রতিষ্ঠানের সময় (Duration) তারিখ উল্লেখ করবেন।
প্রশিক্ষণের তালিকা আপনি Education অংশের নীচে দিতে পারেন।
অতিরিক্ত তথ্য/ Additional Information
যে সকল তথ্য উপরে উল্লেখিত অংশগুলোর মধ্যে পড়ে না কিন্তু চাকরির সাথে সম্পর্কিত তা এ বিভাগে বর্ণনা করুন।
*পেশাগত আর্জন/ Professional Achievement
* পদক/সম্মাননা/Award
* ভাষাগত দক্ষতা/ Language Literacy
* কম্পিউটারে দ্ক্ষতা/ Computer Skills
* লাইসেন্স, সরকারি পরিচয়পত্র, প্রকাশিত লেখা ও সত্বাধিকার।
* স্বেচ্ছাসেবী কর্মকান্ড ইত্যাদি।
আগেই বলা হয়েছে যে এই অংশটি সদ্য পাশ করা বা অল্প অভিজ্ঞদের জন্য Experience অংশের আগেই আসা উচিত। Education অংশে আপনি আপনার ডিগ্রিগুলোর নাম উল্লেখ করবেন এবং নিম্নবর্ণিত তথ্য প্রদান করবেন।
• ডিগ্রীর নাম (যেমন: SSC, HSC, BCom)
• কোর্স সময়কাল (কবে থেকে কবে)
• শিক্ষাপ্রতিষ্ঠান এবং বোর্ডের না।
• পরীক্ষার বছর এবং প্রয়োজনে ফলাফল প্রকাশের সময়।
• ফলাফল এবং যদি উল্লেখযোগ্য সাফল্য (যেমন: মেধাতালিকায় স্থান) থাকে তবে তার উল্লেখ করতে হবে।
Experience -এর মতো এক্ষেত্রেও আপনি আপনার সবচেয়ে সাম্প্রতিক ডিগ্রির উল্লেখ আগে করবেন এবং তার পর পর্যায়ক্রমিক ভাবে বাকিগুলো উল্লেখ করবেন। লক্ষ্য রাখবেন আপনার কোন ডিগ্রির উল্লেখ করার সময় ব্র্যাকেটে Appeared উল্লেখ করবেন। কোন কোর্সে অধ্যায়নরত থাকলে ngoing উল্লেখ করুন কোন ডিগ্রির ক্ষেত্রে আপনার Result যদি খুব খারাপ হয়ে থাকে তবে কোন Result -ই উল্লেখ করার দরকার নেই। মনে রাখবেন একটি ডিগ্রির ফলাফল উল্লেখ করা ও অন্যটি উল্লেখ না করা দৃষ্টিকটু।
আপনি যদি কোন বিশেষ প্রশিক্ষণে অংশগ্রহণ করে থাকেন এবং যদি তা আপনার কাজের যেগ্যতার সহায়ক বলে মনে করেন তবে তা উল্লেখ করবেন। সেক্ষেত্রেও প্রশিক্ষণকারী প্রতিষ্ঠানের নাম, Topics, প্রতিষ্ঠানের সময় (Duration) তারিখ উল্লেখ করবেন।
প্রশিক্ষণের তালিকা আপনি Education অংশের নীচে দিতে পারেন।
অতিরিক্ত তথ্য/ Additional Information
যে সকল তথ্য উপরে উল্লেখিত অংশগুলোর মধ্যে পড়ে না কিন্তু চাকরির সাথে সম্পর্কিত তা এ বিভাগে বর্ণনা করুন।
*পেশাগত আর্জন/ Professional Achievement
* পদক/সম্মাননা/Award
* ভাষাগত দক্ষতা/ Language Literacy
* কম্পিউটারে দ্ক্ষতা/ Computer Skills
* লাইসেন্স, সরকারি পরিচয়পত্র, প্রকাশিত লেখা ও সত্বাধিকার।
* স্বেচ্ছাসেবী কর্মকান্ড ইত্যাদি।